সকল জেলায় শান্তি নিবাস হবে: সমাজকল্যাণ মন্ত্রী

পর্যায়ক্রমে দেশের সকল জেলায় বৃদ্ধাশ্রম নামের পরিবর্তে একটি করে শান্তি নিবাস (প্রবীণ/প্রবীণা) স্থাপনে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি জানিয়েছেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ৭৩ কোটি ৯৮ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে একটি প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। এসব প্রকল্পের বাস্তবায়ন কাজ চলছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এসংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের সদস্য আবুল কালাম আজাদ।
লিখিত জবাবে মন্ত্রী আরও জানান, চলতি বছরের জুন মাসের মধ্যে ৮টি সরকারি শিশু পরিবারের মধ্যে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস স্থাপন করা হবে। এ প্রকল্পের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে দেশের সকল জেলায় একটি করে শান্তি নিবাস (প্রবীণ/প্রবীণা) স্থাপন করা হবে।
এনএইচবি/এএস
