সিলেটে পাওয়া গেছে শেষ চারের চিত্রনাট্য

বিপিএল ট্রেন যখন সিলেট যায়, তখন ঢাকা প্রকাশে ২৫ জানুয়ারি ‘সিলেটে পাওয়া যাবে শেষ চারের চিত্রনাট্য’ শিরোণামে নিউজ লেখা হয়েছিল। পরে সেটিই সঠিক হয়েছে।
চার দলের প্লে অফে তিন দলেই চূড়ান্ত হয়ে গেছে। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করে সিলেট স্ট্রাইকার্স। এরপর ঢাকা ডমিনেটরসের কাছে ফরচুন বরিশাল হেরে গেলে তাদের সম্ভাবনা ঝুলে যায়।
কিন্তু পরের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে খুলনা টাইগার্স হেরে গেলে কুমিল্লার সঙ্গে বরিশালেরও শেষ চার নিশ্চিত হয়। দুই দলেরই পয়েন্ট ৯ ম্যাচে ১২ পয়েন্ট করে। খুলনা ২১০ রান করেও ম্যাচ জিততে পারেনি। এই ম্যাচ আবার তারা জিততে পারলে তখন, বরিশাল কিংবা কুমিল্লা কোনো দলেলই প্লে অফ নিশ্চিত হতো না।
শুধুমাত্র সিলেটরই নিশ্চিত থাকত। তখন ঢাকা বিপিএলে ফিরে আসার পর বাকি তিন দল চূড়ান্ত হতো। এখন ঢাকায় শেষ স্থান চুড়ান্ত হবে। যেখানে বেশ সুবিধাজনক অবস্থানে আছে রংপুর রাইডার্স। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১০। আগামীকাল ফরচুন বরিশালের বিপক্ষে তাদের লড়াই। এই ম্যাচ জিততে পারলেই রংপুরের শেষ চার নিশ্চিত হবে। হেরে গেলে বিলম্বিত হবে।
সিলেটে স্বাগতিকরা গিয়েছিল ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে। সিলেটে স্বাগতিকরা খেলে ৩টি ম্যাচ। জয় পায় ২টিতে। এতে করে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়ায় ১৬। নিশ্চিত করে প্রথম দল হিসেবে প্লে অফে খেলা।
দ্বিতীয় স্থানে থাকা সাকিবের বরিশাল ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গিয়েছিল সিলেট। তারা ২ ম্যাচ খেলে জয় পায় একটিতে। তাদের পয়েন্ট ১২। সিলেট যাওয়ার আগে কুমিল্লার পয়েন্ট ছিল ৭ ম্যাচে ৮। তারা সিলেটে ২টি ম্যাচ খেলে ২টিতেই জয় পেয়ে ১২ পয়েন্ট নিয়ে ঢাকায় ফিরেছে।
কুমিল্লার মতো রংপুরও সিলেটে কোনো ম্যাচ হারেনি। তারা খেলেছিল ২টি ম্যাচ। ৬ ম্যাচ ৬ পয়েন্ট নিয়ে খেলতে গিয়ে ঝুলি ভরেছে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে।
ঢাকা ২ ম্যাচে একটিতে জয় পেলেও খুলনা ও চট্টগ্রাম ২টি করে ম্যাচ খেলে একটিতেও জয়ী হতে পারেনি। ঢাকার ১০ ম্যাচে ৬, খুলনা ও চট্টগ্রামের ৯ ম্যাচে ৪ পয়েন্ট করে।
এমপি/এমএমএ/
