হিরো আলমের অভিযোগ ভিত্তিহীন: ইসি রাশেদা

ভোটের অনিয়মের অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি। ভোটের ফল পাল্টানোর যে অভিযোগ হিরো আলম করেছেন, তার জবাবে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা এ কথা বলেন। একইসঙ্গে তিনি বলেন, এটা পরাজিত প্রার্থীর সাধারণ প্রতিক্রিয়া।
হিরো আলমের অভিযোগ, ভোটে তিনি জয়ী হলেও ফল পাল্টে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘ওনার (হিরো আলম) অভিযোগের কোনো ভিত্তি নেই।’
তিনি বলেন, ‘তার অভিযোগ আমলে নিয়ে সকাল থেকে আমরা ডিসি সাহেবের সঙ্গে, জেলা নির্বাচন অফিসার সবার সঙ্গে কথা বলেছি। তারা আমাদের আশ্বস্ত করেছে, এ ধরনের কোনো বিষয় তাদের কাছে নেই। তদের রেজাল্ট শতভাগ ঠিক।’
হিরো আলম অভিযোগ তোলার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তা খতিয়ে দেখার উদ্যোগ নেন।
তার চাওয়ার পরিপ্রেক্ষিতে বগুড়া-৪ উপ-নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সকালে ইভিএমের ফলাফলের প্রিন্ট, পিডিএফ কপি ঢাকায় পাঠানো হয়। সেই সঙ্গে বগুড়ায় হিরো আলমের কাছেও বৃস্পতিবার বিকালে তা হস্তান্তর করা হয়।
বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সব ঠিক আছে। আমাদের এখানে কেউ একটা কোনো অভিযোগ করেনি। ফলাফল শিট নিয়ে গেল এখন (৪ টার পরে)। সব দিয়ে দিয়েছি। অভিযোগ নেই তার (হিরো আলম)। ফলাফল সবই স্পষ্ট।
রাশেদা সুলতানা বলেন, ‘কোনো প্রার্থী কোনো লিখিত অভিযোগ করে নাই। নির্বাচনের পূর্বের প্রস্তুতি সন্তোষজনক ছিল। ভোটের দিন ভোটের ভেতরে কোনো অনিয়ম হয় নাই। ব্রাহ্মণবাড়িয়ায় দু-একটা দেখতে পেরেছি। তবে ভেতরে ভোট ডাকাতি, ইভিএম নিয়ে কোনো সমস্যা হয় নাই। পুরোপুরি ভোটটা সন্তোষজনক হয়েছে।’
এই নির্বাচন কমিশনার বলেন, দেশে ভোটে হেরে যাওয়ার পর পরিাজিত প্রার্থী যেমন প্রতিক্রিয়া দেখায়, হিরো আলমেরটাও তাই। একজন প্রার্থী যখন হেরে যায় আমাদের দেশের সংস্কৃতিটা কিন্তু এরকমই। হেরে গেলে প্রশ্নবিদ্ধ করার নানান ধরনের প্রবণতা কিন্তু থাকে। এটা শুধু হিরো আলম সাহেব নয়, আমরা যতগুলো ইলেকশন করলাম, সব জায়গায় এ ধরনের প্রবণতা আমার লক্ষ্য করেছি।
উল্লেখ্য, বিএনপি সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য ছয়টি সংসদীয় আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয় বুধবার (২ ফেব্রুয়ারি)। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মহাজোটর শরিক জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে পান ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিরো আলম একতারা প্রতীকে পান ১৯ হাজার ৫৭১ ভোট।
এরপর হিরো আলম অভিযোগ করেন তার ভোটের ফল পাল্টানো হয়েছে।
এনএইচবি/এমএমএ/
