বাংলাদেশে প্রশিক্ষণ নিচ্ছেন বিদেশি কূটনীতিকরা

প্রথমবারের মতো বিদেশি কূটনীতিকরা বাংলাদেশে স্নাতকোত্তর প্রশিক্ষণ গ্রহণ করছেন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরিন।
বর্তমানে ২৯তম বিশেষায়িত কূটনৈতিক প্রশিক্ষণ কার্যক্রমে ১১ জন বাংলাদেশি নবীন কূটনীতিকের পাশাপাশি এবারই প্রথম ৫ জন বিদেশি কূটনীতিক অংশ নিয়েছেন উল্লেখ করে সেহেলী সাবরিন বলেন, কেনিয়া, মালদ্বীপ, ইরাক, নাইজেরিয়া ও গাম্বিয়ার কূটনীতিকদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে প্রফেশনাল মাস্টার্স সনদ দেওয়া হবে।
বিদেশি কূটনীতিকদের বাংলাদেশে পররাষ্ট্র বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভবিষ্যতে আমরা আরও কূটনীতিকদের অংশগ্রহণের প্রত্যাশা করছি।
আরইউ/এসজি
