শ্রমবাজার ‘সিন্ডিকেটমুক্ত’ করার সভায় তুমুল হট্টগোল

মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার ‘সিন্ডিকেটমুক্ত’ করতে মতবিনিময় সভার আয়োজন করেছিল জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। কিন্তু তুমুল হট্টগোলের মধ্য দিয়ে অবশেষে শেষ হয় সভা।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই সভা শুরু হয়। পুরো সভার মধ্যে সিন্ডিকেট ইস্যুতে হট্টগোল চলে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকাল থেকে দফায় দফায় বায়রার সভায় সিন্ডিকেট ইস্যুতে হট্টগোল চলে। একপর্যায়ে হোটেলে ক্রিকেট দলের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা পুলিশের সদস্যরা অনুষ্ঠানে হস্তক্ষেপ করেন।
বায়রার কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মো. ফখরুল ইসলামের সিন্ডিকেট নিয়ে বক্তব্যে উত্তেজিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। এসময় মূল মঞ্চের সামনে জড়ো হন কয়েকজন ব্যবসায়ী। এসময় সাংবাদিকদের উপরও চড়াও হন ব্যবসায়ীরা।
এ অবস্থায় উপস্থিত সাংবাদিকরা প্রতিবাদ করলে বায়রার সভাপতি দুঃখপ্রকাশ করেন এবং দোষী ব্যক্তিকে খুঁজে শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দেন।
আরইউ/এসজি
