বাংলাদেশে আসছেন বেলজিয়ামের রানি

ফাইল ছবি
বাংলাদেশে আসছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে। তিনদিনের সফরে আগামী ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ আসছেন তিনি।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরিন সাংবাদিকদের এ তথ্য জানান।
বেলজিয়ামের কোনো রানির এটিই প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে জানিয়ে সেহেলী সাবরিন বলেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অ্যাডভোকেট হিসেবে রানি এই সফর করছেন।
জাতিসংঘ মহাসচিবের ১৭ জন এসডিজি অ্যাডভোকেট আছেন, তাদেরই একজন বেলজিয়ামের রানি মাথিল্ডে। এসডিজি বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বা অনুপ্রেরণা যোগাতে এসব অ্যাডভোকেট ভূমিকা রাখেন।
আরইউ/এসজি
