রাষ্ট্রীয় সংখ্যালঘুতে পরিণত হবার জন্য মুক্তিযুদ্ধ করিনি- রাণা দাশগুপ্ত

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র এক বছর বাকি। অথচ সরকারি দলের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারের সংখ্যালঘু- আদিবাসী স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নে আজও কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি; যা এদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ও আদিবাসীদের খুবই হতাশাব্যঞ্জক।
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবিতে লং মার্চ ও সমাবেশ শেষে শনিবার (৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি জমা দিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এসব কথা বলেন প্রবীণ এই আইনজীবী। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শেষে মিছিল সহকারে প্রধানমন্ত্রী কার্যালয়ের অভিমুখে রওনা দেয় সংগঠনের নেতা-কর্মীরা। তবে মিছিলটি শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পৌছালে পুলিশি বাধায় এখানেই থেমে যায়।
রাণা দাশগুপ্ত বলেন, রাষ্ট্রীয় সংখ্যালঘুতে পরিণত হবার জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। অথচ স্বাধীন বাংলাদেশেও বছরের পর পর ধরে একটানা বঞ্চনা বৈষম্য নিগৃহন নিপীড়নের শিকার হয়ে এরইমধ্যে অনেকে দেশত্যাগে বাধ্য হয়েছেন। অস্বীকারের উপায় নেই, রাষ্ট্র ও রাজনীতি এবং সংবিধান মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে অনেক দূরে ছিটকে পড়েছে। ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ও আদিবাসীদের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। অথচ তা তো হওয়ার কথা ছিল না।
সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিকে অধিকতর বেগবান করার লক্ষ্যে আগামী ২৪ ফেব্রুয়ারি সারাদেশে বিভাগীয় সদর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মহাল মিছিল কর্মসূচি ঘোষণা করেন তিনি।
এমএইচ/এএস
