বিদ্যুৎ-জ্বালানির দাম সমন্বয় করা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ববাজারের সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রজাধানীর একটি হোটেলে ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যানের তৃতীয় স্টেকহোল্ডার মিটিংয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) পক্ষ থেকে মাস্টার প্ল্যান উপস্থাপন করা হয়।
সরকার ভর্তুকি থেকে বের হয়ে আসতে চাইছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্য বাড়ানোর ক্ষেত্রে সহনীয় পর্যায়ে রাখা ও গ্রাহকের কথা বিবেচনা করা হবে।
এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, যা কিছু করা হচ্ছে ভোক্তার কথা চিন্তা করেই করা হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন করা হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি দেশে শিল্প বিপ্লব হতে যাচ্ছে। আগামীতে প্রচুর কাজ আসার সম্ভাবনা আছে বাংলাদেশে।
বিশ্ব বাজারে তেলের দাম কমছে সে অনুযায়ী দেশের বাজারেও দাম কমবে কীনা এমন প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা এলপিজির দাম প্রতি মাসে সমন্বয় করি। চেষ্টা করছি তেলের দামও এভাবে সমন্বয় করা যায় কি না সেই চেষ্টা করছি। এর জন্য পলিসি তৈরি হচ্ছে।
প্রসঙ্গত, গত ২১ নভেম্বর পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ১৯ দশমিক ৯২ শতাংশ অর্থাৎ ইউটিন প্রতি ১ টাকা ৩ পয়সা।
এর পরিপ্রেক্ষিতে বিতরণ কোম্পানিগুলো গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশনের (বিইআরসি) কাছে। বিইআরসি আগামী জানুয়ারিতে এ ব্যাপারে গণশুনানি করবে।
আরইউ/এমএমএ/
