ঢাকা-দিল্লি সম্পর্ক আরও বহুমুখী ও শক্তিশালী হচ্ছে: প্রণয় ভার্মা

দিন দিন ঢাকা-দিল্লি সম্পর্ক আরও বহুমুখী ও শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে মৈত্রী দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা ফাউন্ডেশন আয়োজিত ‘ইন্ডিয়ান রিকগনিশন ম্যাটারস’ শীর্ষক আলোচনা সভায় হাইকমিশনার এ কথা বলেন।
বাংলাদেশ এবং ভারত একে অপরের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী এমনটা উল্লেখ করে প্রণয় ভার্মা বলেন, আমাদের মানুষের নতুন নতুন আশা আকাঙ্ক্ষার মাধ্যমে আমাদের সহযোগিতার মাধ্যম আরও বিস্তৃত হচ্ছে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন বহুমুখী এবং আরও শক্তিশালী হচ্ছে।
হাইকমিশনার আরও বলেন, অর্থনৈতিকভাবেও দুই দেশের বিভিন্ন কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে এবং উন্নয়ন হচ্ছে। দুই দেশের আন্তর্জাতিক এজেন্ডা প্রায় এক। ফলে আমাদের পথটাও প্রায় এক এবং আমরা একসঙ্গে কাজ করতে পারছি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই দুই দেশের সম্পর্কের অন্যতম মূল ভিত্তি উল্লেখ করে প্রণয় ভার্মা বলেন, মিত্রবাহিনী হিসেবে ভারতের অসংখ্য যোদ্ধা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রক্ত দিয়েছে। সেটিই আমাদের সম্পর্কের মূল শেকড়।
ভারতীয় সমর্থন না পেলে আমরা কখনোই নয় মাসে স্বাধীনতা অর্জন করতে পারতাম না এমনটা উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ভারত আমাদের প্রতিবেশী। বিশ্বস্ত প্রতিবেশী শুধু নয়, পরীক্ষিত প্রতিবেশী। যে মূলনীতিগুলোর ওপর বাংলাদেশ প্রতিষ্ঠিত, সেগুলোও ভারত যথাযথ সম্মান ও সাহায্য করে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। বাংলাদেশ স্বাধীনতা ফাউন্ডেশনের আহ্বায়ক বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, বাংলাদেশ স্বাধীনতা ফাউন্ডেশনের সদস্য সচিব নারায়ণ সাহা মনি প্রমুখ।
আরইউ/এমএমএ/
