সিভিল সোসাইটি পলিটিক্যালি মোটিভেটেড: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পলিটিক্যালি মোটিভেটেড সিভিল সোসাইটি দিয়ে সঠিক চিত্র উঠে আসে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
রবিবার (১১ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে ‘প্রোমোশন অ্যান্ড প্রটেকশন অব হিউম্যান রাইটস: বাংলাদেশ পারস্পেক্টিভ’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বলতে গেলে, সাংবিধানিকভাবে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষার বিধান রাখা হয়েছে। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকারকে দেওয়া হয়েছে। সব কিছুর, স্বচ্ছতা আনতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হয়েছে।’
নারী ও শিশুদের সুরক্ষা দিতে পৃথক পৃথক আইনও করা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লিঙ্গ বৈষম্য, শ্রমিকদের অধিকার রক্ষায় অগ্রগতিও কম নয়।’
শাহরিয়ার আলম আরও বলেন, ‘কূটনীতিকরা কূটনৈতিক রীতি মেনে চলবেন এটা প্রত্যাশা করে বাংলাদেশ। ৭৬টি গুমের ঘটনার কথা বলা হয়, যখন এ সরকার ক্ষমতায় ছিল না। ২৮টি ঘটনার তদন্ত চলছে।’
বাংলাদেশ জাতিসংঘের দায়িত্বশীল একটি দেশ এমনটা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখানে গুমের ঘটনা ঘটতে পারে না।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
আরইউ/এমএমএ/
