গুমের মিথ্যা তথ্য দিয়ে বিশ্বকে বিভ্রান্ত করছে: পররাষ্ট্রমন্ত্রী

কিছু মানবাধিকার সংগঠন গুমের ঘটনা নিয়ে মিথ্যা তথ্য দিয়ে বিশ্বকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
রবিবার (১১ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে ‘প্রোমোশন অ্যান্ড প্রটেকশন অব হিউম্যান রাইটস: বাংলাদেশ পারস্পেক্টিভ’ শীর্ষক এক সেমিনারে সম্মানিত অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী এমন অভিযোগ করেন।
ইসলামের নামে কিছু দল এদেশকে নরকে পরিনত করেছিল এমন অভিযোগ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বাংলাদেশকে তালেবান বানানোর অপচেষ্টা করেছে বারংবার। বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে মানবাধিকার বলতে কিছুই ছিল না।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের সহায়তায় এলিট ফোর্স র্যাব গঠিত হয়েছিল জানিয়ে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন জঙ্গি কিংবা সন্ত্রাসী নেই বললেই চলে। উন্নয়নের অধিকার একটি মানবাধিকার। উন্নত বাংলাদেশের মৌলিক চাহিদার পূরণ মানবাধিকারের মধ্যে পড়ে।
বাংলাদেশ একটা মানবাধিকার প্রতিষ্ঠার ভূমি বলা যেতে পারে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে ৭৬ জনের গুমের ঘটনা বলা হয়, তাদের মধ্যে ১০ জন নিজ বাড়িতে, ২ জন বিদেশে বসবাস করছেন। এ ছাড়া, ২০ জন অপরাধী কারাগারে আছেন। বলপূর্বক গুমের কোন রেকর্ড বাংলদেশে নাই।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ মানবাধিকার সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ বক্তৃতা করেন।
আরইউ/এমএমএ/
