৮ ডিসেম্বর থেকে রোহিঙ্গা নেবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা আগামী ৮ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া শুরু করবেন। প্রথম দফায় ৬২ জন যাবেন যুক্তরাষ্ট্রে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক ব্যুরোর সহকারী সচিব জুলিয়েটা ভালস নয়েসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গা নাগরিকদের নেবে। তবে কতজন নেবে সে বিষয়টি এখনো পরিষ্কার হয়নি।
ড. মোমেন বলেন, যখনই কোনো বড় দেশের বড় লোকদের সঙ্গে সাক্ষাৎ হয়, তখনই আমাদের দেশ থেকে কিছু রোহিঙ্গা নেওয়ার অনুরোধ করি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানসহ অনেক দেশকেই আমরা এ অনুরোধ করেছি।
যুক্তরাষ্ট্র ৬২ জন রোহিঙ্গা নিচ্ছে এটাও আমাদের জন্য বড় আনন্দের সংবাদ এমন অভিব্যক্তি প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্র নিচ্ছে, এটা শোনার পর মিয়ানমারে থাকা রোহিঙ্গারাও আবার লাইন ধরে বাংলাদেশে চলে আসে কি না, এ বিষয়েও আমাদের সতর্ক থাকতে হবে।
আরইউ/এসজি
