ঢাকার সঙ্গে সামরিক সহযোগিতা সমঝোতা সই চায় রিয়াদ: রাষ্ট্রদূত
সৌদি আরব বাংরাদেশের সঙ্গে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সই করতে চায়।
বৃহস্পতিবার (১১ আগস্ট) ঢাকার সৌদি দূতাবাসের আয়োজনে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান এ প্রত্যাশার কথা জানান।
আগামীতে ঢাকার সঙ্গে রিয়াদের সামরিক সহযোগিতা বাড়বে এমন প্রত্যাশা করে সৌদি রাষ্ট্রদূত বলেন, সামরিক ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে সমঝোতা সইয়ের পরিকল্পনা রয়েছে আমাদের ।
বাংলাদেশকে সৌদি আরব জ্বালানি সহযোগিতা দেবে কি না এমন প্রশ্নের জবাবে সৌদি রাষ্ট্রদূত বলেন, এটা আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলতে পারবে। বাংলাদেশে সৌদি আরবের একটি প্রতিনিধি দল সফর করবে। তারা এ বিষয়ে আলোচনা করবে।
সৌদি আরব বাংলাদেশ থেকে আগের চেয়ে বেশি কর্মী নিচ্ছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, দূতাবাস থেকে আমরা প্রতিদিন ৫ থেকে ৮ হাজার ভিসা ইস্যু করছি।
ওয়ার্ল্ড এক্সপো-২০৩০ আয়োজনে সৌদি আরবের প্রতি বাংলাদেশ সমর্থন দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত।
বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের দীর্ঘ মেয়াদি ও শর্তহীন বন্ধুত্ব রয়েছে রয়েছে মন্তব্য করে রাষ্ট্রদূত বলেন, ২০১৫ সাল থেকে বাংলাদেশকে বিভিন্ন প্রকল্পে এ পর্যন্ত ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি সহায়তা দিয়েছে সৌদি আরব। প্রতি বছর এ সহায়তা বাড়ছে।
আরইউ/এমএমএ/