সুইস রাষ্ট্রদূত মিথ্যা বলছেন: পররাষ্ট্রমন্ত্রী
সুইস ব্যাংকে অর্থ জমা নিয়ে সুইজারল্যান্ড সরকারের কাছে বাংলাদেশ সরকার কোনো তথ্য চায়নি ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডের এমন বক্তব্যকে মিথ্যা বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে আমি বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করেছি। তারা বলেছেন, তারা এর আগে তথ্য চেয়েছিলেন সুইজারল্যান্ড সরকারের কাছে। কিন্তু তারা তথ্য দেয়নি।
তিনি বলেন, এভাবে মিথ্যা কথা বলে পার পাওয়া ঠিক নয়। তাই আমি তাদের বলেছি, আপনারা জনগণকে সত্যটা জানিয়ে দেন।
সুইস রাষ্ট্রদূত ভুল তথ্য দেওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেবে কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগে বাংলাদেশ ব্যাংক গভর্নর স্টেটমেন্ট দিক। তখন আমরা তাদের বলব। আমরা তো আর তথ্য চাই না।
প্রসঙ্গত, বুধবার (১০ আগস্ট) রাজধানীর প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত দাবি করেন, বাংলাদেশ সরকার সুইস ব্যাংকের অর্থ জমা নিয়ে সুইজারল্যান্ডের কাছে কোনো তথ্য চায়নি।
এরপর আজ বৃহস্পতিবার সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছে হাইকোর্ট জানতে চেয়েছেন কেন তথ্য চাওয়া হয়নি।
আরইউ/এসজি/