শুরু হলো প্রমিসিং লিডারস প্রোগ্রাম
শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট, সুন্দর চরিত্র গঠন ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শুরু হলো প্রমিসিং লিডারস প্রোগ্রাম। সারাদেশের একশ জন শিক্ষার্থী এতে অংশ নেন। ‘তারুণ্য শক্তি, তারুণ্য বল’ প্রতিপাদ্যে জাহানারা ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন শুরু করেছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ভার্চ্যুয়ালি বুধবার (১০ আগস্ট) প্রমিসিং লিডারস প্রোগ্রামটি শুরু করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবিকতার প্রতীক হিসেবে জাহানারা ফাউন্ডেশন এরই মধ্যে কুড়িয়েছে বহু সম্মান। যোগ্য এবং দক্ষ একজন নেতা আজকের বাজারে এক সোনার হরিণ। একজন লিডার যেকোনো প্রতিষ্ঠানেরই স্তম্ভ স্বরূপ। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দক্ষ নেতা হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে ‘প্রমিসিং লিডারস প্রোগ্রাম’।
দীর্ঘ ছয় মাসব্যাপী এই আয়োজনের খসড়া হিসেবে প্ল্যাটফর্মটির ওরিয়েন্টেশন প্রোগ্রামে সারাদেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠানে ‘গেস্ট’ এবং ‘এডমিন প্যানেল’ হিসেবে উপস্থিত ছিলেন— জাহানারা ফাউন্ডেশনের ফাউন্ডার ও চেয়ারম্যান মোহাম্মদ শরীফ, আন্তর্জাতিক প্রশিক্ষক মো. মুনির খান, ঢাকাপ্রকাশের সহকারী সম্পাদক ও গবেষক ড. সারিয়া সুলতানা এবং জাহানারা ফাউন্ডেশনের হেড অব অপারেশন মো. মোক্তার হোসেন।
আরএ/