ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বৈচিত্র্যের বড় সম্পদ

‘প্রথাগত জ্ঞান সংরক্ষণ ও প্রসারে আদিবাসী নারী সমাজের ভূমিকা’-এই প্রতিপাদ্য নিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।
এ উপলক্ষে মঙ্গলবার (৯ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বাংলাদেশের জাতিগত বৈচিত্র্যের বড় সম্পদ। এটি আমাদের সংস্কৃতিকে পুষ্ট করেছে। কিন্তু এই যে বৈচিত্র্য নিয়ে আমরা কথা বলি, বাইরের দেশের মানুষদের কাছে নিজেদের তুলে ধরি তা কি কেবল লোক দেখানো?
নাট্যজন মামুনুর রশীদ বলেন, ‘আমরা যে বৈচিত্র্যের জন্য গর্ব করি, বাস্তবে তার প্রতিফলন নেই। নওগাঁর আলফ্রেড সরেন নামের এক সাঁওতাল জাতির শ্রমজীবী মানুষের হত্যার ঘটনা তুলে ধরে বলেন, আলফ্রেড সরেন হত্যার বিচার হলো না আজও।
মামুনুর রশীদ বলছিলেন, ‘ক্ষুদ্র জাতিসত্তার মানুষের অধিকার কি শুধু সাহিত্য আর নৃত্যগীতে থাকবে? তারা কবে সুবিচার পাবেন? দুর্বলের উপর সবলের অত্যাচার চলছে। দেশের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের উপর এক ধরনের লুণ্ঠন চলছে।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেন, ‘আমরা সব সময় বলেছি পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধান করতে হবে। তার দিকে লক্ষ্য রেখেই ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি করা হয়েছিল। কিন্তু পাহাড়ে নতুন করে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার চেষ্টা চলছে। সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের কোথাও কোনো জায়গা নেই। সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জন্য একটি পৃথক ভূমি কমিশন গঠনের কথা বলা হলেও আজ পর্যন্ত তা করা হয়নি।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং বি-গোষ্ঠী বলে সরকার প্রথমবারের মতো এ দেশে ক্ষুদ্র জাতিসত্তার মানুষের অস্তিত্বকে স্বীকার করে নিল। এসব জাতিগোষ্ঠীর মানুষের এই আংশিক স্বীকৃতির এই অর্জনকে ধরে রাখতে হবে।
ক্ষুদ্র জাতিসত্তার নেত্রী বাসন্তী মুর্মু বলেন, ক্ষুদ্র জাতিসত্তার নারীরা অনেক বেশি অবহেলিত। তিনি সংসদে দুটি সংরক্ষিত আসন সমতলের নারীদের জন্য রাখার দাবি করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারীনেত্রী খুশী কবির, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ব্র্যাকের পরিচালক আন্না মিনজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদকমণ্ডলীর সভাপতি কাজল দেবনাথ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ আদিবাসী ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অলীক মৃ, আদিবাসী যুব পরিষদের নেত্রী চন্দ্রা ত্রিপুরা প্রমুখ।
আদিবাসী দিবস উপলক্ষে জাতিসংঘের মহাসচিবের বাণী পড়ে শোনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। আলোচনা পর্বের পর বিভিন্ন জাতিসত্তার সংস্কৃতিকর্মীরা গান ও নৃত্য পরিবেশন করেন।
এনএইচবি/এমএমএ/
