ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
আজ শুক্রবার (১ জুলাই) থেকে ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেওয়া হচ্ছে ৫ জুলাইয়ের অগ্রিম টিকিট।
এবারও ৫০ শতাংশ কাউন্টারে এবং ৫০ শতাংশ টিকিট মিলবে অনলাইনে। অনলাইন টিকিটের অর্ধেক ওয়েবসাইট এবং অর্ধেক অ্যাপে বিক্রি করা হচ্ছে।
কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) থেকে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছে শত শত মানুষ। লাইনে অবস্থান নিয়ে তাদের নানাভাবে সময় কাটাতে দেখা যায়। কেউ কেউ জটলা হয়ে গল্প করছেন। কেউ কেউ আবার তাস খেলে সময় কাটাচ্ছেন।
ঈদুল ফিতরের মতো এবারও ৬টি স্থান থেকে টিকিট বিক্রি হচ্ছে। কমলাপুর রেলস্টেশন থেকে সমগ্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ঈদ স্পেশাল ট্রেনের টিকিট, কমলাপুর শহরতলি প্ল্যাটফর্ম থেকে রাজশাহী ও খুলনাগামী সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।
এ ছাড়াও ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। তেজগাঁও স্টেশনে পাওয়া যাচ্ছে ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেন ও দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেনের টিকিট।
তা ছাড়াও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের, ফুলবাড়িয়া থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের এবং জয়দেবপুর থেকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (পঞ্চগড়) এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন ১৩ হাজার টিকিট দেওয়া হবে। সকাল ৮টা থেকে কাউন্টার এবং অনলাইনে একযোগে টিকিট বিক্রি শুরু হবে।
অপরদিকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত। এ সময় পর্যায়ক্রমে ৭ ও ১১ জুলাই, ৮ ও ১২ জুলাই, ৯ ও ১৩ জুলাই এবং ১১, ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে।
আগামী ৬ থেকে ৯ জুলাই পর্যন্ত ঢাকামুখী একতা, দ্রুতযান,পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলোর বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না।
এদিকে আগামী ৬ থেকে ১৪ জুলাই পর্যন্ত মিতালি এক্সপ্রেস এবং ৭ থেকে ১৪ জুলাই পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না।
রেলওয়ে সূত্রে আরও জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। সেগুলো হলো-দেওয়ানগঞ্জ স্পেশাল, চাঁদপুর স্পেশাল ১, ২, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (পঞ্চগড়) ঈদ স্পেশাল, শোলাকিয়া স্পেশাল ১, ২।
আরইউ/এসআইএইচ