পদ্মা সেতুতে প্রথম দুর্ঘটনায় আহত ২ বাইকার (ভিডিও)
পদ্মা সেতুতে প্রথম দুর্ঘটনা ঘটেছে। জাজিরা থেকে মাওয়ার দিকে আসার পথে দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। এতে দুই সাইকেলের দুই জন আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্তদায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হচ্ছে।
রবিবার (২৬ জুন) সন্ধ্যার পর সেতুর মধ্যখানে এই দুর্ঘটনা ঘটে।
দুজনের অবস্থাই আশংকাজনক বলে জানিয়েছে ঢাকা বিভাগের ট্রাফিক পুলিশের ডিউটিরত সার্জেন্ট কুশল। তিনি বলেন, ঘটনাটি আমরা শুনেছি এবং সেখানে আমাদের ট্রাফিক পুলিশের সদস্যরা আছেন।
এ বিষয়ে জানতে চাইলে মুন্সিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুমন বলেন, ঘটনাটি আমরা শুনেছি। দুজনের অবস্থা নাকি আশংকাজনক। সেখানে আমাদের জেলা পুলিশ আছে তারা কাজ করছে।
পুলিশ জানায়, এ ঘটনার পর পদ্মা সেতুতে যানচলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে যানচলাচল স্বাভাবিক আছে। দুজনের অবস্থা আশংকাজনক তাদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
এদিকে একটি সংক্রান্ত ভিডিও প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের দাগও রয়েছে। পরে ঘুরতে যাওয়া সাধারণ মানুষ পুলিশকে জানায় এরপর পুলিশ এসে আহতদের হাসপাতালে পাঠানো ব্যবস্থা করে।
কেএম/এনএইচবি/এএস