যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত: শেখ হাসিনা
পদ্মা সেতু করতে গিয়ে আমাকে অনেক অপমান করার চেষ্টা করা হয়েছে। আমার ছেলে-মেয়েকে কত মানসিক যন্ত্রণা তারা দিয়েছে। একটাই লক্ষ্য ছিল এই সেতু আমরা নির্মাণ করব। দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করব। আমরা সেটা করেছি।
শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধনে মাদারীপুর শিবচর কাঠালবাড়ী জনসভায় এমন কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন। এদেশের মানুষ তার ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করি। স্বাধীনতার পর তিনি দেশ গঠনে মনোনিবেশ করেন। কিন্তু দুঃখের ৭৫ সালে ১৫ আগস্ট তাকে সহপরিবারে হত্যা করা হয়।
তিনি বলেন, ‘বাবা-মা ভাই হারিয়ে পেয়েছি আপনাদের। আপনাদের মাঝেই আমি ফিরে পেয়েছি আমার বাবার স্নেহ, মায়ের স্নেহ, ভাইয়ের স্নেহ। আপনাদের পাশেই আমি আছি, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমি যেকোনও ত্যাগ স্বীকারে প্রস্তুত, এই ওয়াদা আমি দিয়ে গেলাম।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই।’
এমএ/এমএমএ/