প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন আবুল হোসেন

আবুল হোসেনের বিরুদ্ধে পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ উঠেছিল। তখন তিনি যোগাযোগ মন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হন। যদিও পরবর্তী সময়ে পদ্মা সেতুতে দুর্নীতির কোনো প্রমাণ মেলেনি।
শনিবার (২৫ জুন) সকাল ১০টা ৫ মিনিটে পদ্মা সেতুর থিম সং পরিবেশনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে সেতু উদ্বোধন করতে হেলিকপ্টারে পদ্মার মাওয়া প্রান্তে পৌঁছান শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা।
মাওয়া প্রান্তে সুইচ টিপে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। পাশেই ছিলেন সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন।
এ সময় কুশল বিনিময় করে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন তিনি। প্রধানমন্ত্রীও তার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন।
এমএইচ/এমএমএ/
