জনগণের শক্তি বড় শক্তি: প্রধানমন্ত্রী
‘জনগণের শক্তিই বড় শক্তি। জাতির পিতা বলেছিলেন, আমাদেরকে কেউ দাবায়া রাখতে পারবা না। আমাদেরকে কেউ দাবায়ে রাখতে পারেনি।’
শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধনের পর শিবচর সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেছিল, আমরা কোনোদিন পদ্মা সেতু করতে পারব না। এখন এসে দেখে যাক সেতু হয়ে গেছে। আরও কতজন কত বক্তব্য রেখেছিলেন। বলেছিলেন, পদ্মা সেতু হবে না। আমরা পদ্মা সেতু নির্মাণ করেছি। করতে পেরেছি।
তিনি বলেন, জনগণের শক্তিই বড় শক্তি। জাতির পিতা বলেছিলেন, আমাদেরকে কেউ দাবায়া রাখতে পারবা না। আমাদেরকে কেউ দাবায়ে রাখতে পারেনি।
পদ্মা সেতুর দুর্নীতি অভিযোগ বিষয়ে তিনি বলেন, যে সেতু আমার দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য জড়িত সেই সেতুতে কেন দুর্নীতি হবে?
প্রধানমন্ত্রী বলেন, এই পদ্মা সেতুর কারণে মানুষের ভাগ্য পরিবর্তন হবে। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, না খেয়ে থাকবে না। যারা পদ্মা সেতুতে জমি দিয়েছিলেন তাদের আমরা পুনর্বাসন করেছি।
তিনি বলেন, আমাদের পদ্মা সেতু করতে গিয়ে অনেক অপমান সহ্য করতে হয়েছে। আমাদের মন্ত্রী আবুল হোসেন, উপদেষ্টা মসিউর রহমান, সচিব মোশাররফ হোসেনকে অপবাদ দেওয়া হয়েছিল। আমরা সেই অপবাদ দূর করে পদ্মা সেতু নির্মাণ করেছি।
আপনাদের পাশেই আমি আছি। আপনাদের জন্য আমি যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী।
এনএইচবি/আরএ/