আজ সেই বহু প্রতীক্ষিত দিন সেনাপ্রধান

সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ বলেছেন, একজন বাংলাদেশি হিসেবে এতো বড় অর্জনের জন্য সত্যি নিজেকে ভাগ্যবান ও গর্বিত বোধ করছি। এসময় তিনি বলেন, দেশের জন্য আজ সেই বহু প্রতীক্ষিত দিন। শনিবার (২৫ জুন) সকাল থেকেই শুরু হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত থেকে সেনা প্রধান এ কথা বলেন।
সেনাপ্রধান আরো বলেন, আমি অবশ্যই বলবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এটির স্বপ্ন দেখেছেন, যিনি এটি তৈরি করেছেন, তার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। আমরা খুব খুশি।
তিনি আরও বলেন, ইনশাল্লাহ, এই পদ্মাসেতু নির্মাণের মধ্য দিয়ে আমরা এইটুকু প্রমাণ করতে পেরেছি যে বাংলাদেশিরা অনেক কিছু অর্জন করতে সক্ষম। এগুলো ভবিষ্যতে আমাদের আরও বড় বড় কাজ করতে অনুপ্রাণিত করবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।
তিনি বলেন, আমি একজন বাংলাদেশি হিসেবে সত্যি আজকে গর্বিত বোধ করছি। এমন একটা অর্জন দেখে যেতে পারলাম এটা আল্লাহর বিশেষ রহমত বলে আমি মনে করি।
কেএম/এএজেড
