সেতুতে দাঁড়িয়ে বিমানবাহিনীর প্রদর্শনী দেখেন প্রধানমন্ত্রী
উদ্বোধনের পর সেতুতে দাঁড়িয়ে বিমানবাহিনীর প্রদর্শনী দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ছিলেন।
হেলিকপ্টারে বাংলাদেশের পতাকার প্রদর্শনীসহ নানা আয়োজন করেছে বিমানবাহিনী। হাস্যজ্জল প্রধানমন্ত্রীকে দেখা যায় এসব প্রদর্শনী উপভোগ করতে। হেলিকপ্টারের মাধ্যমে লাল-সবুজ রং দিয়ে আকাশে বাংলাদেশের পতাকার রং ফুটিয়ে তুলে।
এ সময় সেনাবাহিনী প্রধান শফিউদ্দিন আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান ও পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ সঙ্গে ছিলেন।
এর আগে বেলা ১১টা ৪৭ মিনিটে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে টোল প্লাজায় নিজ হাতে টোল পরিশোধ করেন। ১১টা ৫৩ মিনিটে ফলকের কাছে গিয়ে মোনাজাত করেন এবং ১১টা ৫৮ মিনিটে সেতুর ফলক উম্মোচন করে স্বপ্নের সেতুর উদ্বোধন করেন। ফলক উন্মোচনের সময় সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক সেতু সচিব মোশারফ হোসেন ভু্ইয়া পাশে ছিলেন। এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও পাশে ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এর মধ্য দিয়ে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। খুলল দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ, উন্নয়ন, শিল্পায়নসহ বহুমুখী সম্ভাবনার নতুন দুয়ার। একই সুতোয় পুরো বাংলাদেশ যুক্ত হলো সড়ক যোগাযোগ নেটওয়ার্কের আওতায়। সমৃদ্ধির পথে আগাল আরেক ধাপ।
এসএন