পদ্মা সেতুতে সবাই সাহস দেখিয়েছেন: মন্ত্রীপরিষদ সচিব
পদ্মা সেতুতে সবাই সাহস দেখিয়েছেন জানিয়ে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন পদ্মা সেতুতে সাধারণ মানুষ যেভাবে সাহস দেখিয়েছেন আমার ৪০ বছরের জীবনে তা দেখিনি।
শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা বক্তব্যে এসব মন্তব্য করেন মন্ত্রীপরিষদ সচিব।
তিনি বলেন, ‘বাইরে থেকে অনেকে অনেক কিছু শুনেছেন, জেনেছেন এই সেতুর ব্যাপারে। এই সেতুর মাধ্যমে স্বপ্ন পুরণ হচ্ছে সবার। বিশেষভাবে দুই পারের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। পদ্মা সেতুতে সবাই সাহস দেখিয়েছেন। পদ্মা সেতুতে সাধারণ মানুষ যেভাবে সাহস দেখিয়েছেন আমার ৪০ বছরের জীবনে তা দেখিনি। দুই পারের মানুষই বলেছেন, বাব-দাদার ভিটিমাটি দিয়ে এই পদ্মা সেতু করতে চাই। তারা সেভাবেই সহায়তা করেছেন। জায়গা জমি দিয়েছেন।
সেনাবাহিনীর ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানসহ আগের তিনজনও ভূমিকা পালন করেছেন। সহায়তা করেছেন। আমরা যা যখন চেয়েছি দিয়েছেন তারা। আমাদের কমান্ডের মধ্যে সেনাবাহিনীকে দিয়ে দিয়েছিলেন। নির্মাণকারি সংস্থা এটি ১০০ বছরের স্থায়িত্বের গ্যারেন্টি দিয়েছে। ব্রিজ ডিভিশন ( সেতু বিভাগ) এর রক্ষণা-বেক্ষণ করবে। সবাই সহযোগিতা করলে ১০০ বছরের বেশি টিকবে। কোনো অসুবিধা হবে না ইনশাঅল্লাহ।
মন্ত্রী পরিষদসচিব আরও বলেন, ‘এই সেতু নির্মাণে পাঁচ হাজারের বেশি কর্মকর্তা- শ্রমিক কাজ করেছেন। সবাই একটা পরিবারের মতো একাত্বভাবে কাজ করেছেন। এর প্রকল্প পরিচালক হিসেবে ২০১১ সালের নভেম্বর শফিকুল ইসলাম যোগ দেন। আমি ও উনি একই দিনে এক সঙ্গে যোগ দিয়েছিলাম। কামরুল জামান ডিপিডি ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর (উপ প্রকল্প পরিচালক) হিসেবে দায়িত্ব পালন করেছেন। কামরুল জামান জীবনের ঝুঁকি নিয়ে কিড্নি পর্যন্ত রিপ্লেস করেননি পদ্মা সেতু উদ্বোধন না হওয়া পর্যন্ত। আমরা তার জন্য গর্ব বোধ করি।
জেডএ/এএস