পদ্মা সেতু উদ্বোধন: বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী
মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন।
শনিবার (২৫ জুন) সকাল ১০টা ৫ মিনিটে পদ্মা সেতুর থিম সং পরিবেশনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সুধি সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবের বক্তব্যের পর দেখানো হয় প্রামাণ্য চিত্র। সেই প্রামাণ্য চিত্রে উঠে আসে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরুত্বপূর্ণ কিছু চিত্র। দেখানো হয় পদ্মা সেতু থেকে বিশ্ব ব্যাংকের মুখ ফিরিয়ে নেওয়ার সেসময়ের বিভিন্ন প্রতিবেদন। এরপর প্রধানমন্ত্রীর সেই ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা আমাদের নিজেদের টাকায় পদ্মা সেতু করব। প্রামাণ্য চিত্রের মাঝখানে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক বক্তব্য ‘বাঙালিকে কেউ দাবায়া রাখতে পারবা না’ তুলে ধরা যায়। প্রামাণ্য চিত্র প্রদর্শণ শেষে বক্তব্য রাখেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্য শুরু করেন।
এর আগে শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে মুন্সিগঞ্জে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর সকাল ১০টায় মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সকাল ১১টায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধন খাম ও সিলমোহর প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ১১টা ১২ মিনিটে টোল দিয়ে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।
প্রায় সাড়ে তিন হাজার অতিথিকে মাওয়া প্রান্তে সুধী সমাবেশের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সেতুর টোল প্লাজার কিছুটা আগে এক পাশে অস্থায়ী প্যান্ডেল করে অতিথিদের বসার ব্যবস্থা হয়েছে।
আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা, মন্ত্রিপরিষদের সদস্যরা ও আমন্ত্রিত অতিথিরা সুধী সমাবেশে উপস্থিত রয়েছেন।
এসএম/আরএ/