পদ্মা সেতু আত্মসম্মান ও আত্মপ্রত্যয়ের সেতু: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, এ সেতু আমাদের আত্মসম্মান এবং আত্মপ্রত্যয়ের সেতু। শত বাধা-বিপত্তি অতিক্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় নেতৃত্বে এ সেতু নির্মাণ করেছেন। তাই এ সেতু তরুণ প্রজন্মকে উজ্জীবিত করবে।
শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মতামত ব্যক্ত করেন।
তিনি বলেন, বাঙালি রুখে দাঁড়াতে এবং ঘুরে দাঁড়াতে জানে। পদ্মা সেতু হার না মানার সেতু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা যেভাবে স্বাধীনতার লাল সূর্যটি ছিনিয়ে এনে ছিলাম ঠিক তেমনিভাবে আজ এবং আগামী দিনের তরুণ প্রজন্ম এই সংকল্পের মধ্য দিয়ে আবদ্ধ হচ্ছে। যে কোনো লক্ষ্য অর্জনে বাঙালি জাতি পিছিয়ে থাকবে না।
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের অনেক অতিথি যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইতোমধ্যে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন।
শনিবার (২৫ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে মুন্সিগঞ্জে পৌঁছান প্রধানমন্ত্রী। সকাল ১০টায় মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সকাল ১১টায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধন খাম ও সিলমোহর প্রকাশ করবেন প্রধানমন্ত্রী।
তারপর সকাল ১১টা ১২ মিনিটে টোল দিয়ে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বেলা ১১টা ৪৫ মিনিটে জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও ম্যুরাল-২ এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। সেখানেও মোনাজাতে যোগ দেবেন তিনি।
দুপুর ১২টায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে সেতুর উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত জনসমাবেশে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৫টায় হেলিকপ্টারে জাজিরা পয়েন্ট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
এমএইচ/এএস