পদ্মা সেতুর উদ্বোধনী আয়োজনে মানুষের ঢল
স্বপ্ন জয়ের শেষ মুহূর্তে বাঙালি জাতি। শনিবার (২৫ জুন) বেলা ১১ টা ১২ মিনিটে খুলে যাবে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ফুসফুস খ্যাত স্বপ্নের পদ্মা সেতু। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১ টা ১২ মিনিটে টোল দিয়ে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উদ্বোধনের মধ্য দিয়ে ঘুচে যাবে সম্ভাবনার দ্বার। মুছে যাবে দীর্ঘ দিনের বঞ্চনা-অবহেলার দাগ।
এরই মধ্যে জাজিরা প্রান্তে সুধী সমাবেশ স্থলে লোকে লোকারণ্য হয়ে গেছে। পুরো সমাবেশ স্থল জুড়ে মানুষের ঢল। দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের অনেক জেলা থেকে লঞ্চ বোঝাই মানুষ এসে নামছে শিবচর জাজিরা প্রান্তে। সবার গন্তব্য বাংলাদেশের মর্যাদার প্রতীক, অহংকারের প্রতীক পদ্মা সেতু দেখার পাশাপাশি জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে শুক্রবার থেকে আসতে শুরু করেছে মানুষ।
সমাবেশ স্থলে আসা মানুষের ভেতর রয়েছে উৎসবের আমেজ। পদ্মা সেতু নিয়ে গান আর মিউজিকের তালে অনেকে নেচে-গেয়ে সভাস্থলে হাজির হচ্ছেন। এরই মধ্যে সমাবেশ স্থলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন। এ ছাড়া বিশিষ্ট নাগরিকরাও উপস্থিত হয়েছেন সভাস্থলে।
এ ছাড়া পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা সেতুর আদলে সাজানো হয়েছে। এদিকে পদ্মার বুকে পালতোলা নৌকায় করে ঘুরে বেড়াতে দেখা গেছে অনেককে। মাদারীপুরের শিবচর কাঠালবাড়ি নামক জায়গায় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে দুপুর সাড়ে ১২টায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমবারের মতো সড়ক পথে পদ্মা পার হবেন প্রধানমন্ত্রী। এটির মধ্য দিয়ে শুরু হবে পদ্মা সেতু দিয়ে যান চলাচল।
এসএম/এসএন