শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লেখা শুভেচ্ছা বার্তাটি ঢাকার পাকিস্তান হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একই সঙ্গে এটি ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনেও পাঠানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে শাহবাজ শরিফ লিখেছেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় পদ্মা সেতুর উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির পর্যায়ে নিয়ে যেতে শেখ হাসিনার দৃঢ় সংকল্পের একটি প্রমাণ হলো পদ্মা সেতু।
আগামীকাল শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর মাদারীপুরের শিবচরে জনসভায় বক্তব্য দেবেন সরকার প্রধান।
আরইউ/এএজেড
