বৈশ্বিক শান্তি সূচকে ৫ ধাপ পেছালো বাংলাদেশ
বৈশ্বিক শান্তি সূচকে (জিপিআই) পাঁচ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান ৯৬তম। ২০২১ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯১তম।
বুধবার (১৫ জুন) বৈশ্বিক শান্তি সূচক-২০২২ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইকোনমিকস অ্যান্ড পিস। নিরাপত্তা, সুরক্ষা, সামরিকীকরণ ও চলমান সংঘাতের মতো ছয়টি বিষয় বিবেচনায় নিয়ে এ সূচক তৈরি করা হয়েছে।
চলতি বছরের সূচকে বাংলাদেশের স্কোর ২ দশমিক শূন্য ৭। তালিকায় ১ দশমিক ১১ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড। আর ৩ দশমিক ৫৫ স্কোর নিয়ে তালিকার শেষে ১৬৩ নম্বর স্থানে রয়েছে আফগানিস্তান।
বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে শান্তি সূচকে সবচেয়ে এগিয়ে রয়েছে ভুটান। ১ দশমিক ৪৮ স্কোর নিয়ে দেশটির অবস্থান ১৯তম। নেপালের অবস্থান ৭৩তম। শ্রীলঙ্কা ৯০তম। বাংলাদেশের পর ভারত ১৩৫তম, মিয়ানমার ১৩৯তম ও পাকিস্তান ১৪৭তম অবস্থানে রয়েছে।
গতবারের মতো এবারও এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ সিঙ্গাপুর। দেশটির অবস্থান নবম। ২০২১ সালের তুলনায় দেশটি দুই ধাপ এগিয়েছে। এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে জাপান দশম, মালয়েশিয়া ১৮তম, কাতার ২৩তম, ইন্দোনেশিয়া ৪৭তম, চীন ৮৯তম, সৌদি আরব ১১৯তম ও তুরস্ক ১৪৫তম স্থানে রয়েছে।
যুদ্ধের কারণে এ মুহূর্তে আলোচনায় থাকা ইউক্রেন ও রাশিয়া শান্তি সূচকে তলানির দিকে রয়েছে। ১৬৩ দেশের মধ্যে ইউক্রেনের স্থান ১৫৩তম। রাশিয়া রয়েছে ১৬০তম স্থানে। যুক্তরাষ্ট্রের স্থান ১২৯তম।
তালিকায় খারাপ অবস্থানে রয়েছে ইসরায়েলও। তাদের অবস্থান ১৩৪তম। ইসরায়েলের দমন-পীড়নে থাকা ফিলিস্তিনিরা রয়েছেন ইসরায়েলিদের চেয়ে ভালো অবস্থানে। তালিকায় ফিলিস্তিনের অবস্থান এক ধাপ আগে, ১৩৩তম।
সূচক অনুযায়ী আইসল্যান্ডের পর বিশ্বে সবচেয়ে শান্তিপূর্ণ তিন দেশ যথাক্রমে নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড ও ডেনমার্ক। আর আফগানিস্তানের আগে থাকা সবচেয়ে অশান্তির দেশগুলো হলো ইয়েমেন, সিরিয়া, রাশিয়া ও দক্ষিণ সুদান।
/এএস