খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন না হলে রিং বসানো যাবে না
খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন না হলে পরবর্তী রিং পরানো সম্ভব নয়-বলে জানিয়েছে তার চিকিৎসার জন্য গঠিত বোর্ড। রবিবার (১২ জুন) সন্ধ্যা ৬ টা ১০ থেকে ৬ টা ৪৫ মিনিট পর্যন্ত বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদার, এভারকেয়ার হাসপাতালের ডা. জাফর ইকবাল, ডা. শামস মনোয়ার, ডা. সালেহ, ডা. শাহারিয়ার, ডা. আমিন ও ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান ডা. এফ এম সিদ্দিকী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকের একটি দায়িত্বশীল সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। এ অবস্থায় থাকলে আগামীকাল তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা যেতে পারে এবং তার শারীরিক যে অবস্থা তাতে তাকে আর পরবর্তীতে রিং পরানো সম্ভব নয়।
এদিকে দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্টে আরও দুটি ব্লক পাওয়া গেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
কিডনি ও লিভার জটিলতার কারণে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করছে।
ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, এখন পর্যন্ত উনি শারীরিকভাবে যে অবস্থায় আছেন, চিকিৎসকদের বক্তব্য হল, ৭২ ঘণ্টা না গেলে... কোনো কমেন্ট করা ঠিক হবে না। সে জন্য উনারা কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছেন।
এমএইচ/