বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

জলবায়ু তহবিল প্রকল্পগুলোর প্রস্তাবনা তৈরির কর্মশালা হচ্ছে

জার্মান সরকারের উন্নয়ন সহযোগী ‌‘জিআইজেড’র সহযোগিতায় ‘ট্রেনিং-অব ট্রেইনার্স অন ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট প্রোপোজাল ডেভেলপমেন্ট ফর আক্সেসিং ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফান্ড’ শীর্ষক ছয় দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

০৪ জুন, ২০২২, ঢাকায় শুরু হয়ে আগামীকাল ১০ জুন শেষ হবে অত্যন্ত গুরুত্বপূণ কর্মশালাটি। তাদের সবার উদ্দেশ্য, মানসম্পন্ন জলবায়ু পরিবর্তন প্রকল্পগুলোর প্রস্তাবনাগুলো ভালোভাবে তৈরি ও আন্তর্জাতিক জলবায়ু তহবিলগুলো প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে আমাদের সক্ষমতাগুলো বৃদ্ধিতে সহায়তা করা।

উদ্বোধন করেছেন প্রধান অতিথি ইআরডি’র ইউএন উইং’র চিফ ও সরকারের যুগ্ম সচিব কবির আহামদ। তিনি বলেছেন, ‘শুধু প্রকল্প প্রস্তাব প্রস্তুতই যথেষ্ট নয়; একটি প্রকল্প প্রস্তাবে কী, কী অন্তর্ভুক্ত করা দরকার, আমরা কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, হতে পারি, কীভাবে প্রকল্পগুলো বাস্তবায়ন করা যেতে পারে, সেসব শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগে আমাদের বেসরকারি খাত-এনজিও ও জলবায়ু খাত নিয়ে যারা কাজ করছেন-সরকারকে সব অংশীজনদের সম্পৃক্ত করে করতে হবে।”

বিশেষ অতিথি ছিলেন ইআরডির উপসচিব এস. এম. মাহবুব আলম। তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য, প্রকল্পটির প্রস্তাবনাগুলো তৈরিতে প্রশিক্ষণ দেওয়া। জলবায়ু পরিবতনের সমস্যাগুলোকে জাতীয় অগ্রাধিকারে সংযুক্ত করতে হবে, যাতে দাতারা বুঝতে পারেন প্রস্তাবনাগুলোতে উল্লিখিত দাবিগুলো সামঞ্জস্যপূর্ণ।”

জার্মান সরকারের ‘এসডিজি ২০৩০’ উসহায়তায় ইমপ্রুভ কো-অর্ডিনেশন অব ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্স (আইসিআইসিএফ) প্রকল্পের অধীনে ব্র্যাক সিডিএমে টিওটি কর্মশালাটি হচ্ছে। জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) ও আইসিআইসিএফ অর্থায়ন করছে।

কর্মশালায় সরকারের নানা মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, পিকেএসএফ, এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। ইকো লিমিটেড, ইউকে ও সিথ্রিইআর, ব্র্যাক প্রমুখ প্রতিষ্ঠানের প্রশিক্ষকরা পরিচালনা করছেন।

জলবায়ু সঙ্কটের বিরূপ প্রভাবে বাংলাদেশ ধ্বংসের মুখোমুখি হতে যাচ্ছে। সঙ্কটের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে আমরা অন্যতম। আসন্ন সংকটগুলোও মোকাবিলা, জটিল পরিস্থিতিগুলোর উন্নয়নে আমাদের আরো জলবায়ু তহবিল প্রয়োজন বলে জানিয়েছেন তারা। জলবায়ু পরিবর্তন প্রকল্পগুলোর প্রস্তাবনা জমাদান ও বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে বাহ্যিক সম্পদ অর্জনে বাংলাদেশের সাফল্যের হার অপর্যাপ্ত বলেছেন বিশেষজ্ঞরা। ফলে স্থানীয়, আন্তর্জাতিক উৎসগুলো থেকে অর্থ সংগ্রহের জন্য মানসম্পন্ন জলবায়ু পরিবর্তন প্রকল্প প্রস্তাবনা তৈরি ও তহবিল প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দরকার।

কর্মশালায় গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) পরিচালনায় ন্যাশনাল ডেজিগনেটেড অথরিটি (এনডিএ)’র ভূমিকার পাশাপাশি গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ), গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ), নানা এনজিওর সমন্বিত কার্যক্রম, তাদের সবার পারস্পরিক উন্নতি, উন্মুক্ত আলোচনাসহ অ্যাডাপ্টেশন ফান্ড (এএফ) নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।

কর্মশালায় জিআইজেডের আইসিআইসিএফ প্রকল্পের প্রিন্সিপাল অ্যাডভাইজার ড. ফেরদৌস আরা হোসেন বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে আমাদের অবস্থান সপ্তম। জলবায়ু পরিবর্তন প্রকল্পগুলোর প্রস্তাবনাগুলো তৈরি করতে বেসরকারি ও সরকারি প্রতিনিধিদের সক্ষমতা জোরদার করতে প্রশিক্ষণ কমশালাটি আয়োজন করা হয়েছে।’
ওএস।

Header Ad

হাসনাত ও সারজিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলপার আটক

হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলপার আটক। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টায় অভিযুক্ত ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) রাতে চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ তাদের আটক করে। তবে আটক হওয়া ওই চালক ও হেলপারের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

এর আগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হত্যাচেষ্টার ঘটনা ঘটে। লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে।

জানা গেছে, বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এর আগে আজ দুপুরে চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। সমাবেশে ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে আইনজীবী আলিফ নিহতের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা।

Header Ad

বিমান বাহিনীকে পঞ্চম জেনারেশনে উন্নীত করাই প্রধান লক্ষ্য: এয়ার চিফ মার্শাল

বক্তব্য রাখছেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ছবি: সংগৃহীত

একুশ শতকের স্পেশাল বৈষয়িক চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে বিমান বাহিনীকে পঞ্চম জেনারেশনে উন্নতি করাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বলেন, মহড়ার মূল উদ্দেশ্যে হচ্ছে আমাদের সক্ষমতা যাচাই করা এবং এর মাধ্যমে আমরা আমাদের অনেক বিষয় নির্ণয় করে সে মোতাবেক পদক্ষেপ গ্রহণ করি।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রসুলপুর বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে বার্ষিক গোলা বর্ষণ মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হাসান মাহমুদ খাঁন বলেন, বিমানবাহিনীর প্রধান ভূমিকা হচ্ছে দিগন্ত, স্থলে ও জলে যে কোন আঘাত প্রতিহত করা। এছাড়াও দেশের যে কোন প্রয়োজনে ২৪ ঘন্টা, ৭ দিন সবসময় আমরা প্রস্তুত থাকি।

এদিকে, মহড়ায় শুরুতেই দেখানো হয় দুর্ঘটনা কবলিত পাইলটকে উদ্ধারে কমান্ডো অভিযান। এতে দুটি যুদ্ধ হেলিকপ্টার ও একটি রেসকিউ হেলিকপ্টার অংশ নেয়। এরপর মহড়ায় যোগ দেয় এফ সেভেন বিজিআই ও  মিগ ২৯সহ পাঁচটি যুদ্ধ বিমান।

এসময় গোলাবর্ষণ ও রকেট নিক্ষেপ করে প্রদর্শন করে নানা যুদ্ধ কৌশল। পরে মিগ ২৯ যুদ্ধ বিমান বিমানবাহিনী প্রধানকে সালামের মাধ্যমে মহড়ার কার্যক্রম শেষ করে। অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিভিন্ন মন্ত্রাণালয় ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Header Ad

দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি

দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় দুই সমন্বয়ক অক্ষত রয়েছেন।

লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। জিডির প্রক্রিয়া চলছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেননি এএসআই আলিম।

এদিকে, ফেসবুকে ভাঙা গাড়ির ছবি আপলোড করে বিষয়টি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ।

পোস্টে তিনি লিখেন, শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়।

প্রাথমিক তদন্তে ড্রাইভার ময়মনসিংহ থেকে কক্সবাজারে মালামাল খালাস করে আসার কথা বললেও মাল খালাসের কোনো তথ্য পাওয়া যায়নি। অতীতে ভারতীয় কর্তৃক বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক ব্যক্তিকে হত্যা করার নজির রয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

হাসনাত ও সারজিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলপার আটক
বিমান বাহিনীকে পঞ্চম জেনারেশনে উন্নীত করাই প্রধান লক্ষ্য: এয়ার চিফ মার্শাল
দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা
দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম
বিসিএসের প্রশ্নফাঁস: বিজি প্রেসের দুই কর্মচারী গ্রেপ্তার
সাত কলেজের অনার্স ১ম বর্ষের পরীক্ষা স্থগিত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল
ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র এখনো অব্যাহত: রিজভী
জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, বিচারককে ডিম ছুড়লেন আইনজীবীরা
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিজেপির বিক্ষোভ
নিরবের পরকীয়ার অভিযোগ ফিরিয়ে নিলেন স্ত্রী, চাইলেন ক্ষমা
মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
স্ত্রী হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এসপি বাবুল
ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম, নেতৃত্বে হাসনাত-সারজিস
চাঁদাবাজি ও কর ফাঁকির মামলা থেকে তারেক রহমানের অব্যাহতি
পাবনার আটঘরিয়ায় দিনে-দুপুরে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট
যে পেশায় মানুষের জায়গা নিতে পারবে না এআই
প্রবাসীদের জন্য মধ্যপ্রাচ্যে ইলিশ রপ্তানির উদ্যোগ
সুপ্তার সেঞ্চুরির আক্ষেপের পরেও বাংলাদেশের রেকর্ড সংগ্রহ