ঢাকাতেই কনস্যুলার সেবা দেবে হাঙ্গেরি
হাঙ্গেরির কনস্যুলার অফিস এখন থেকে ঢাকাতেই পূর্ণাঙ্গ কনস্যুলার সুবিধা দেবে।
বুধবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন হাঙ্গেরির বুদাপেস্টে হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পিটার সিজার্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ সময় হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন।
উভয় মন্ত্রীই অদূর ভবিষ্যতে ঢাকা ও বুদাপেস্টে আবাসিক মিশন খোলার আশাবাদ ব্যক্ত করেন।
ড. মোমেন হাঙ্গেরির নবনির্বাচিত প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ বার্তা মন্ত্রী সিজার্তোর কাছে হস্তান্তর করেন। দুই পররাষ্ট্রমন্ত্রী ২০২২ সালের মধ্যে প্রধানমন্ত্রী অরবানের বাংলাদেশে একটি সম্ভাব্য সফর নিয়ে কাজ করতে সম্মত হয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বর্তমানে সরকারি সফরে হাঙ্গেরিতে অবস্থান করছেন।
আরইউ/এমএমএ/