মাঙ্কিপক্স সন্দেহে তুর্কি নাগরিককে হাসপাতালে ভর্তি
মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহে তুরস্কের এক নাগরিককে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) ৩২ বছর বয়সী ওই তুর্কি নাগরিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে স্ক্রিনিং শেষে তাকে হাসপাতালে পাঠিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে চাইলে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক ডা. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘কিছুক্ষণ আগে তুরস্কের এক নাগরিককে সন্দেহভাজন মাঙ্কিপক্স রোগী হিসেবে আমাদের এখানে আনা হয়েছে। তাকে আমরা আইসোলেশনে রেখেছি।’
ডা. মিজানুর রহমান বলেন, ‘ওই ব্যক্তি যে মাঙ্কিপক্সে আক্রান্ত-এটা এখনই বলা যাচ্ছে না। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা পর এ বিষয়ে বলা যাবে। ইতোমধ্যে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইডিসিআর) ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে।’
সংক্রমক ব্যাধি হাসপাতালের পরিচালক আরও জানান, সংক্রমক ব্যাধি হাসপাতালকে মাঙ্কিপক্সের জন্য ডেডিকেটেড করা হয়েছে। চিকিৎসার সব ধরেনর প্রস্তুতি রয়েছে। ১০ শয্যার আইসোলেশন বেড রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দেবে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’
প্রসঙ্গত, মাঙ্কিপক্স ভাইরাসটির উৎপত্তি পশ্চিম ও মধ্য আফ্রিকায়। বর্তমানে এর সংক্রমণ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতিমধ্যে এ বিষয়ে বিশেষ সতর্কতাও জারি করেছে।
এনএইচবি/এমএমএ/