শিশু ‘চীনে’র সঙ্গে দেখা করলেন চীনা রাষ্ট্রদূত
চট্টগ্রামের মেয়েশিশু ‘চীন’ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
সোমবার (৬ জুন) ঢাকার চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত এসময় শিশু চীনে’র স্কুল জীবন সম্পর্কে খোঁজখবর নেন। তাকে কঠোরভাবে পড়াশোনা এবং ভবিষ্যতে চীন-বাংলাদেশ বন্ধুত্বের শুভেচ্ছাদূত হওয়ার জন্য উৎসাহিত করেন লি জিমিং।
২০১০ সালে শিশু ‘চীন’ চীনা নৌবাহিনীর ‘পিস আর্ক’ হাসপাতালের জাহাজে জন্মগ্রহণ করেছিলেন। সে সময় শিশু চীনের মায়ের অবস্থা গুরুতর ছিল।
শিশুটির জন্ম হলে চীনের প্রতি কৃতজ্ঞতা জানাতে তার বাবা মেয়ের নাম রাখেন ‘চীন’।
আরইউ/এমএমএ/