ইউক্রেনে ক্ষতিগ্রস্ত জাহাজের মেরামত খরচ ৩ মিলিয়ন ডলার
ইউক্রেন বন্দরে বোমা হামলার শিকার বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ উদ্ধার ও মেরামতে ৩ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে। জাহাজের বিভিন্ন তথ্য, ক্ষয়ক্ষতির ছবি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে রিমোট অ্যাসেসমেন্টের মাধ্যমে আনুমানিক মেরামত খরচ নির্ণয় করে প্রতিবেদন দাখিল করা হয়েছে।
কুয়ালিজ ব্রায়েমার লক (এবিএল) এর প্রতিবেদন অনুযায়ী, জাহাজের আনুমানিক মেরামত খরচ ৩ মিলিয়ন ডলার এবং উদ্ধার খরচ ৩ লাখ ডলার। মেরামত ও উদ্ধারে আনুমানিক মোট ৩ দশমিক ৩ মিলিয়ন ডলার খরচ হতে পারে।
প্রাপ্ত আনুমানিক খরচ বিবেচনায় আপাতদৃষ্টিতে জাহাজের কনস্ট্রাকটিভ টোটাল লস (সিটিএল) কার্যকর হবে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এমন অবস্থায় জাহাজের মেরামত ও উদ্ধার কাজ শুরুর বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তবে ইউক্রেনে যুদ্ধ চলমান থাকায় কোনো স্যালভর (উদ্ধারকারী পক্ষ) এই মুহূর্তে জাহাজটি উদ্ধার করতে চাচ্ছে না। একইসঙ্গে বিমাকারী প্রতিষ্ঠানও কোনো স্যালভর নিয়োগ করতে সক্ষম হচ্ছে না। বাংলাদেশ শিপিং করপোরেশন বিভিন্ন স্যালভর এবং জাহাজ মেরামত ইয়ার্ডের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।
এদিকে জাহাজটি দীর্ঘদিন ধরে ইউক্রেনের অলিভিয়া বন্দরে পড়ে থাকায় জাহাজের বিমা বা যুদ্ধঝুঁকি প্রিমিয়াম পরিশোধসহ বাংলাদেশ শিপিং করপোরেশনের কনসেকুয়েনশিয়াল ক্ষতির পরিমাণ দিন দিন বেড়ে চলছে।
এমন পরিস্থিতিতে দ্রুত জাহাজ উদ্ধার এবং মেরামত কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে পোল্যান্ড ও রোমানিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস যেভাবে জাহাজের ক্রু উদ্ধার এবং দেশে প্রত্যাবর্তনে সহযোগিতা করেছে সেভাবে জাহাজ উদ্ধারের সহযোগিতা চেয়ে মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।
এসএম/এসজি/