ভারতকে পররাষ্ট্রমন্ত্রী
'পছন্দ না হলে রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠান, বাংলাদেশে কেন?'
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, আমরা ভারতকে বলেছি, রোহিঙ্গাদের পছন্দ না হলে বাংলাদেশে কেন, মিয়ানমারে পাঠান। সোমবার (৩০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশে থাকলেই ভালো। এটা আমরা পছন্দ করিনি। আমরা উনাকে বলেছি, বাংলাদেশের চেয়ে রাখাইনে ভালো পরিবেশ তৈরি করুন। তাহলেই ভালো হবে।
মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত যেসব রোহিঙ্গা ভারতে আশ্রয় নিয়েছিল তারা এখন বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এ বিষয়ে ইতিমধ্যে ভারতকে বাংলাদেশ একটি চিঠিও দিয়েছে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এর আগে বলেন, রোহিঙ্গারা জেনেছে বাংলাদেশে এলে ভাল খাবার পাওয়া যায়। তারা ভারত থেকে এসব রোহিঙ্গা দলে দলে বাংলাদেশে আসছে।
দুই দেশের দালাল ধরে রোহিঙ্গারা ভারত থেকে আসছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিমধ্যে আমরা ভারত থেকে অনুপ্রবেশকালে ১৮ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছি।
আরইউ/এএজেড