‘ভালোবাসার গল্প লিখুন পুরস্কার জিতুন’
প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তর
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঢাকাপ্রকাশ-এর বিশেষ আয়োজন ‘ভালোবাসার গল্প লিখুন পুরস্কার জিতুন’ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তর করা হয়েছে। বুধবার (২ মার্চ) ঢাকাপ্রকাশ-এর প্রধান সম্পাদক মোস্তফা কামালের হাত থেকে প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকারী মো. মেহেদী হাসান ও দ্বিতীয় স্থান অধিকারী কোয়েল তালুকদার পুরস্কার গ্রহণ করেন। প্রতিযোগিতায় তৃতীয় মো. ফাহাদ হোসেন ফাহিম ঢাকার বাইরে অবস্থান করায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তার ঠিকানা পুরস্কার পাঠিয়ে দেওয়া হয়েছে।
ঢাকাপ্রকাশ-এর ফেসবুক পেজে ‘ভালোবাসার গল্প লিখুন পুরস্কার জিতুন’ প্রতিযোগিতার জন্য গল্প আহ্বান করা হয়। এরপর থেকে বিপুল সংখ্যক গল্প আসে ঢাকাপ্রকাশ-এর কাছে। সেসব গল্প থেকে ১৪টি গল্প বাছাই করে প্রতিযোগিতার মনোনয়ন কমিটি। এই ১৪টি গল্প থেকে লটাটির মাধ্যমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গল্প নির্বাচন করা হয়।
প্রতিযোগিতায় প্রথম হয়েছে মো. মেহেদী হাসান এর ‘বকুলের মালা’ গল্পটি। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে কোয়েল তালুকদার’র ‘কংসাবতীর তীরে’ এবং তৃতীয় মো. ফাহাদ হোসেন ফাহিম এর ‘প্রয়াণ’ গল্পটি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকাপ্রকাশ-এর সহকারী সম্পাদক ড. সারিয়া সুলতানা, হেড অব রিপোর্টিং আজিজুল পারভেজ, যুগ্ম বার্ত সম্পাদক জাকির হোসেন, সহকারী বার্তা সম্পাদক এম মাহবুব আলম, সাব এডিটর (কান্ট্রি ডেস্ক চিফ) মাসুদুল হক (সৈকত পাশা)।
নির্বাচিত গল্পগুলোর মধ্যে প্রথম তিনটি ভালোবাসা দিবসে ঢাকাপ্রকাশ-এর বিশেষ আয়োজনে প্রকাশ করা হয়। এ ছাড়া বাকি ১১টি গল্প সাহিত্য বিভাগে প্রকাশিত হয়েছে।