শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ধারাবাহিক উপন্যাস, পর্ব: ১০

অঘ্রানের অন্ধকারে

চার বছর পর তুরির সঙ্গে শাবিনের দেখা হলো কাকতালীয়ভাবে কিংবা নিয়তি তাদের আবার মিলিয়ে দিয়েছে। তাদের দেখা হলো অফিসে। শাবিন অ্যাডভার্টাজিং ফার্মে চাকরি করে। তুরি সেখানে চাকরি করতে এসেছে। সে জানত না শাবিন এখানে আছে। এসে জেনেছে। দেখা হওয়া মাত্র তুরি বলে উঠল, আরে শাবিন ভাই, আপনি এখানে?

তুমি এখানে কেন?
চাকরিতে জয়েন করেছি।
এই অফিসে? কোন সেকশনে?
ক্রিয়েটিভ।
তুরির ভেতর কোনো আড়ষ্টতা দেখা গেল না। যেন সবকিছু স্বাভাবিক ছিল এখনো তেমনি আছে। তার উচ্ছলতা দেখে শাবিনের আগের কথা জিগ্যেস করতে ইচ্ছে হলো না। এতদিন কোথায় ছিল, সেই কথা জানতে গিয়ে তুরি যদি আবার হারিয়ে যায়!

আচমকা দেখা গেল শাবিন দুদিন অফিসে আসেনি। তার ফোন বন্ধ। কেউ শাবিনের কোনো খোঁজ দিতে পারল না। তুরির ভেতর অস্থিরতা দেখা দিলো। মনে হলো শাবিন প্রতিশোধ নিচ্ছে তারওপর।

শাবিনের সব তালগোল পাকিয়ে যাচ্ছে। মাথার ভেতরে সিলিং ফ্যানটা ঘটাং ঘটাং করে পাক খাচ্ছে। মোনালিসার ছবি কে এঁকেছে মনে আসছে না কিছুতেই। পাবলো পিকাসো, মিকেলেঞ্জেলো, না লুই কান? নাহ্, লুই কান তো সংসদ ভবনের নকশা এঁকেছেন। ‘মোনালিসা’ পাবলো পিকাসো এঁকেছে শুনে তুরি রেগেমেগে উঠে চলে গেছে। এখন নিজের ওপরই রাগ হচ্ছে শাবিনের।
কেন সে তুরিকে বলতে গেল, বাহ্! অদ্ভুত।
তুরিও তখন জানতে চাইল, কী?
শাবিন আগ্রহ নিয়ে বলল, হাসিটা। মোনালিসার মতো লাগছে।
জ্বর মনে হয় আরও বেড়েছে। মা বাড়িতে নেই। নানার বাড়িতে গেছে দুদিন হলো। সেখানে মামাতো দুই ভাই-ভাবি আর তাদের ছেলেমেয়েরা থাকে। মায়ের ফিরতে দেরি হতে পারে। জমি বিক্রির কথা হচ্ছে। নানার রেখে যাওয়া জমি আছে সামান্য। মামাতো দুইভাই দখল করে রেখেছে। সেই জমি নিয়ে নানান তালবাহানা করছে। মা জমি বেচতে চায়। তারা জমি বেচতে দেয় না।
মাথায় পানি দিতে পারলে ভালো লাগত। দুটো প্যারাসিটামল খাওয়ার পর হড়হড় করে বমি হয়ে গেল। শাবিনের মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে।
কুয়াশার ভেতরে শাবিন দেখল নদীতে নৌকা ভাসছে। নৌকাটা দুলছে। তুরি বসে আছে নৌকার গলুইয়ে। ছোট্ট নৌকা। তাতে পাল তোলা। বাতাসে নৌকার পাল ফুলে আছে।

তুরির পরনে সাদা শাড়ি। তার ভেতরে সাদা সুতোর কাজ। চওড়া সবুজ পাড়। কপালে সবুজ টিপ। তুরির কোলে মাথা রেখে শুয়ে আছে শাবিন। চোখের পাতা দুটো ভীষণ ভারী লাগছে। আপনা-আপনি বন্ধ হয়ে আসছে চোখের পাতা। নৌকা ঢেউয়ে দুলছে। শাবিন চোখ বন্ধ করেই বলল, দুই ধারে কাশবন ফুলে ফুলে সাদা। তোমাকে কাশফুলের মতো লাগছে।
ঝমঝম করে বৃষ্টি শুরু হলো তখন। চোখেমুখে বৃষ্টির ছাট্ ভালো লাগছে শাবিনের। বৃষ্টির পানিতে মাথা ভিজে যাচ্ছে। মাথার ভেতর ঠান্ডা হয়ে আসছে।

শাবিন আলতোভাবে চোখ মেলে তাকাল। তুরি তার মাথায় পানি ঢালছে। গলার ভেতরটা শুকনো। খুসখুস করছে। শাবিন ঠোঁট নাড়াল। পানি খাবে। তুরি ঝুঁকে এলো শাবিনের মুখের কাছে। শাবিন বিড়বিড় করে বলল, মোনালিসার ছবি এঁকেছে লিওনার্দো দ্য ভিঞ্চি। আমার যখন অনেক টাকা হবে তখন ল্যুভ্র মিউজিয়ামে যাব। প্যারিসে।
ল্যুভ্র মিউজিয়াম যে প্যারিসে সেটা জানি।
আমরা কি এখন ঝগড়া করব?

দুদিন হলো জ্বর হয়েছে। মা বাড়িতে নেই। একটা খবর দেওয়া না। ওষুধ না। খাওয়া না।
শাবিন বলল, পানি খাব। মাথায় আর পানি দেওয়ার দরকার নেই। গা ঘামছে।
শাবিনের মাথার নিচ থেকে কুণ্ডলি পাকানো তোয়ালে বের করে আনল তুরি। শাবিনের হাতে দিলো। গা থেকে চাদরটা সরিয়ে মাথা মুছতে মুছতে বিছানার ওপর উঠে বসেছে শাবিন। সে বিছানায় বসে আছে দেয়ালে ঠেস দিয়ে।
তুরি টেবিলের ওপর রাখা জগ থেকে পানি ঢেলে পানিভরতি গ্লাস শাবিনের হাতে দিলো। তারপর মাথা ধোয়ানো বালতি টেনে বাথরুমে রেখে এলো। ভেজা পলিথিন বারান্দায় মেলে ছুরি দিয়ে বাতাবি লেবু কাটতে বসল।
তুরি বাতাবি লেবুর খোসা ছাড়িয়ে সুন্দর করে প্লেটে সাজাচ্ছে। কী অপূর্ব সুন্দর। শাবিনের মনে হলো পৃথিবীর জন্ম বুঝি এখান থেকেই। তুরির হাতে গোলাপী আভায় ভরে উঠেছে প্লেট।
শাবিনের মনের ভেতর দুলে উঠেছে। ছলকে উঠেছে নদীর ঢেউয়ের মতো। শান্ত হতে চাইল শাবিন। ডাঙায় নোঙ্গর ছুড়ে দিলো। বিপন্ন মনটাকে শক্ত করে বেঁধে ফেলল।
শাবিন ভাবল, আজ পর্যন্ত কোনো প্রতিজ্ঞা সে শেষ অবধি রাখতে পারেনি। এবার ধনুকভাঙা পণ করছে, লেখালেখিটা সিরিয়াসলি করবে। সে এমনকিছু করবে না যাতে অন্যের কষ্ট হয়। নিজের জন্য না হলেও তুরির জন্য সে ভালো হয়ে থাকবে।
অফিসের কেউ জানে এখানে আসার কথা? মাথার ভেজা চুলে আঙুল চালাতে চালাতে জিজ্ঞেস করল শাবিন।
তুরির সবচেয়ে বিশ্রী লাগে মিথ্যা বলা। এখন তাকে সেই মিথ্যা কথাটাই বলতে হবে অফিসে গিয়ে, ব্যাংকে যা ভিড়। মানুষগুলোও হয়েছে সে রকম। প্রাইভেট ব্যাংকেও যে মানুষ এত ঢিমেতালে কাজ করে জানা ছিল না।
শাবিন চোখ বন্ধ করে আছে। তুরি তাকিয়ে আছে তারদিকে। খানিকবাদে শাবিন চোখ মেলে তাকাল। তুরির চোখে চোখ রেখেছে। ধীরে আস্তে বুকের ভেতর থেকে বাতাস টেনে এনে প্রতিটি শব্দ আলাদাভাবে উচ্চারণ করে স্পষ্ট গলায় বলল,
বেতের ফলের মতো নীলাভ ব্যথিত তোমার দুই চোখ
খুঁজেছি নক্ষত্রে আমি- কুয়াশার পাখনায়-
সন্ধ্যার নদীর জলে নামে যে আলোক
জোনাকির দেহ হতে- খুঁজেছি তোমারে সেইখানে
ধূসর পেঁচার মতো ডানা মেলে অঘ্রানের অন্ধকারে

তুরি দ্রুত শাবিনের বাসার গলি পার হওয়ার চেষ্টা করছে। এই গলির ভেতরে এলে কেমন জানি অস্বস্তি লাগে। গলিটা একদম ফাঁকা। সামনে-পেছনে কোথাও রিকশা দেখা যাচ্ছে না।

যুক্তি ছাড়া কোনো কাজ করা অপছন্দ তুরির। অথচ সে রকম কাজই সে করছে। শাবিনকে এমনভাবে প্রশ্রয় দেওয়া যে একেবারেই যুক্তিহীন অকাজ, এটা তুরি জানে। সে সিদ্ধান্ত নিয়েছে বাকি জীবন একা থাকবে। নিজের জীবনের সঙ্গে আর কারও জীবন জড়াবে না।
জ্বর হয়েছে, ডাক্তার দেখাবে, ডেঙ্গু-টাইফয়েড কিছু হয়ে গেলে হাসপাতালে ভর্তি হবে, ব্যস। করোনা টেস্ট করানো দরকার। এ নিয়ে তার মাথাব্যথা হওয়ার কথা নয়। এ শহরে শাবিনের একেবারে কেউ নেই তা তো না। মা গেছে বাবার বাড়িতে। দূরের হোক কাছের হোক আত্মীয় তো কেউ আছেই। পাঁচজন না হোক, দুজন তো আছে। অসুখ-বিসুখ হলে তারা খোঁজ নেবে।
তুরি নিজের আচরণে নিজেই খুব অবাক হচ্ছে। সে কেন শাবিনের খোঁজে এখানে এসে তার মাথায় পানি ঢালবে। আবার বলে কি, হালিম খেতে ইচ্ছে করছে। মামা হালিম।

অদ্ভুত এক মানুষ এই শাবিন। এলভিস প্রিসলি কিংবা বব ডিলানের নামই শোনেনি কখনো। চাকরি করে অ্যাডভার্টাইজিং ফার্মে। এরা গান গায়, না অভিনয় করে সে প্রশ্ন তো শাবিনের কাছে অবান্তর। সান ফ্লাওয়ার আর টাইটানিক ছাড়া জীবনে তৃতীয় কোনো ইংরেজি ছবি দেখেছে বলে মনে হয় না। এখন মনে হয় ওয়েব সিরিজে মানি হেইস্ট দেখেছে। লা কাসা দে পাপেল।
তবে কবিতা লেখার মতো সহজাত গুণ আছে শাবিনের। আকাশে মেঘ করলে লিখে ফেলতে পারে,
মেঘ করেছে মেঘ করেছে
মেঘ করেছে আজ
রোদ হাসেনি সুর ভাসেনি
পাখির ঠোঁটে লাজ।

পনেরো বছর বয়সে বেখেয়ালে দুর্ঘটনা ঘটিয়ে ফেলার পর থেকে কড়াকড়ি শাসনে নিয়ম মেনে বড়ো হতে হয়েছে তুরিকে। মায়ের শাসন ছাড়িয়ে একসময় বড়ো বোনের শাসনে এসে পড়তে হয়েছে। শুনতে হয়েছে এটা করা যাবে না, ওটা বলা যাবে না। লেখাপড়ার জন্য ছাড়া বাড়ির চৌহদ্দির বাইরে তার যাওয়া হয়নি কতদিন। সামনে বসে একজন মানুষ কবিতা লিখছে, এটা দেখে দারুণ ইমপ্রেসড সে। ব্যাপারটা রীতিমতো এক্সাইটিং মনে হয়েছে তার কাছে।

কিছু কথা একান্তে নিজের ভেতর রেখে দিতে ভালো লাগে। শাবিনের যে এমন গুণ আছে সেটা সে সিলভিয়াকে জানাতে চায়নি। এটা শুধু তার একান্তের। সে লালন করবে, পালন করবে। তারপর একসময় ছড়িয়ে দেবে। যখন ছড়িয়ে দেওয়ার মতো পরিপক্ক হবে।
শাবিনের ইচ্ছে হলে লেখে, না হলে নেই। বলে, আমার লেখা হচ্ছে অমূল্য। পয়সা দিয়ে কেনা যায় না। বই মেলায় গিয়ে টাকা বের করলেই শামসুর রাহমান কিংবা টোকন ঠাকুরের লেখা বই পাওয়া যেতে পারে। আমার লেখা টাকা দিলেও কেনা যায় না। বোকা বোকা কথাবার্তা। তাও আবার যা লেখে তা তো দু-একটা বাদে বেশিরভাগই ওই- ‘গাছের পাতা খাচ্ছে টেনে ছাগল/তোমার জন্যে কন্যা আমি পাগল’ টাইপের।

ও আসলে বোকাই একটা। এর আগে শাবিন যে অফিসে চাকরি করত সেখানে লাবণী নামে তার এক কলিগ ছিল। হঠাৎ কোনো খবর না দিয়ে লাবণী একবার ১০ দিন অফিস কামাই দিলো। ১০ দিন পরে এসে জানাল সে বিয়ে করেছে, পালিয়ে।
উইদাউট নোটিশে অফিসে না আসার জন্য লাবণীর চাকরি চলে গেল। ম্যানেজমেন্ট ডিসিশান। সবাই যখন ব্যাপারটা মেনে নিয়েছিল তখন শাবিন কথা বলতে গেল লাবণীর হয়ে।

শেষমেশ শাবিনের চাকরিও গেল অসদাচরণের দায়ে। তখন তখনই কোথাও পছন্দসই চাকরি না পেয়ে সে টেলিভিশনের জন্য নাটক বানাতে শুরু করল। অ্যাসিস্টেন্ট ডিরেক্টর। একদিন ডিরেক্টর হয়ে ফাটাফাটি রকমের ফিল্ম তৈরি করবে। সত্যজিৎ রায়ের ছেলে হবে!
তাও যদি টাকা-পয়সা ঠিকমতো পেত। দিচ্ছি-দেব করে মাস কাবার। দিন-রাত খাটিয়ে বেচারাকে অসুস্থ বানিয়ে ফেলল। এই সাধারণ হিসাবটুকুও তার মাথায় ঢোকে না।

শাবিনকে দেখে তুরির মনে হয় ওর সরলতা সব সময়ই বোকামির পর্যায়ে গিয়ে ঠেকে। এই বোকা মানুষটার জন্য মাঝেমধ্যেই তাকে অফিসে মিথ্যা বলতে হয়- একটু ব্যাংকে যাব, টাকা তুলতে হবে।
শাবিনও কোন ছল করে অফিস থেকে বের হয়ে আসে। দুজন কোনো রেস্টুরেন্টে গিয়ে বসে। কথা বলে।
শাবিন একজন ভালো মানুষ, সৃষ্টিশীল মানুষ- শাবিনকে প্রশ্রয় দেওয়ার এটাই কি একমাত্র যুক্তি! নাকি পুরোটাই অযৌক্তিক, অর্থহীন ছেলেমানুষী? যুক্তিগুলোর গোড়ার মাটি সরে গিয়ে কেমন নড়বড়ে হয়ে যাচ্ছে সব। নাহ্, আর না, এবার শক্ত করে বাঁধতে হবে নিজেকে।

তুই কি ভুলে গেলি নদীর ভাঙন, কালবৈশাখী, সমুদ্রের সেই জলোচ্ছাস! অন্ধকারের ভেতর জ্বলে ওঠা আগুন। গনগনে লাল আকাশে মেঘের গর্জন আর পানির তাণ্ডবে ভেসে যাওয়া সময়। ভুলে গেলি তুই ভয়ঙ্কর সেই নিশ্বাসে বুকের ওঠানামার তীব্র দাহন? নিজের ভেতরে কথা বলে ওঠে তুরি।

কী রকম বোকার মতো না পাওয়ার কথাগুলো বলে শাবিন। খুব ছোটোবেলায় ফুটবল আর তিন চাকার সাইকেলের শখ ছিল। বাবা কোনোদিন কিছু খেয়াল করতেন না। বাবাকে প্রচণ্ড ভয় পেত, তবু আশ্চয্য ব্যাপার হচ্ছে বাবার কাছেই ছিল তার আনন্দ। মায়ের মুখ দেখে বুঝত ভয়ে শিটিয়ে আছে। ওই বয়সেই বুঝেছে যে নিজে ভয়ে শিটিয়ে থাকে তার কাছ থেকে পাওয়ার কিছু নেই।
অন্যের কাছ থেকে চেয়ে আনা পুরোনো বই পড়তে ভালো লাগত না। তুরির সঙ্গে দেখা হওয়ার আগেও ইচ্ছে হতো বৃষ্টির ভেতর চলন্ত রিকশার হুড ফেলে আইসক্রিম খেতে। কফি শপে বসে ফেনা ওঠা কফির মগ সামনে নিয়ে কারও সাথে গল্প করতে।
তুরির সঙ্গে দেখা হওয়ার পর তার স্বপ্নগুলো সে ছুঁয়ে যাচ্ছে। এর আগে একবার লেখালেখির স্বপ্নটাকেও ছুঁয়ে ফেলেছিল প্রায়। অনার্সে ওর সাথে ভর্তি হয়েছিল অমিতাভ। খুব ভালো বন্ধু ওর। ওরা দুই বন্ধুতে মিলে ভার্সিটি হলে দেয়াল পত্রিকা বের করত।
অমিতাভ লিখত চমৎকার। শাবিনকে উৎসাহ দিত লিখতে। শাবিন লিখত। ফর্ম আর কনটেন্ট নিয়ে তর্ক করে দুপুর কাটাত দুই বন্ধু। শিল্প কি অনুকৃতি না বিকৃতি- দিনের পর দিন এই নিয়ে কথা চালিয়ে যেত।

দেড় বছরের মাথায় অমিতাভ চলে গেল সুইডেন, কাকার কাছে। ওখানে পড়বে। একা একা লিখতে আর ভালো লাগত না শাবিনের। অমিতাভের মতো করে তো ওকে আর কেউ বুঝবে না। ওর একমাত্র চাওয়া, ভালোবাসা আর স্বপ্নমাখা লেখালেখির ইতি ঘটল সেখানে।
তুরির ভাবনাটাও খুব সরল। এত না পাওয়ার ভেতর থেকে মানুষটাকে স্বপ্ন ছুঁতে সাহায্য করা। তুরি বেতের সেলফ্ কিনে দিয়েছে শাবিনকে। সেই সেলফের প্রত্যেকটা তাক শাবিন পুরোনো খবরের কাগজ ভাঁজ করে তার ওপরে তুরির দেওয়া লিস্টমতো উপন্যাস, ছোটগল্প আর কবিতার বই দিয়ে ভরে ফেলেছে।

শাবিন এখন নিয়মিত লেখে। লিখে তুরিকে পড়ে শোনায়। তুরি মন দিয়ে শোনে। যুক্তি দিয়ে সেগুলোকে সাজাতে থাকে। শাবিন লেখে আর কাটে। আবার নতুন করে লেখে। তখন আর সেই লেখাটা শাবিনের একার থাকে না। ওদের দুজনার হয়ে যায়।
এর মধ্যে একদিন শাবিন জানাল তার লেখা গান শোনানো হবে রেডিয়োতে, রাত নয়টা পাঁচ মিনিটে।
এখন কেউ রেডিয়ো শোনে এই ধারণাই হারিয়ে গিয়েছিল। মোবাইল ফোনে টেস্ট করে দেখল ঠিকঠাকমতো রেডিয়ো স্টেশন ধরা যাচ্ছে কিনা।
যখন সত্যি সত্যিই শাবিনের লেখা ‘ভিন গাঁয়ের এক উড়াল মেয়ে বলল আমায় এসে, রোদের নাকি বান ডেকেছে দিন উঠেছে হেসে’ গান রেডিয়োতে বেজে উঠল তখন তুরির ইচ্ছে হচ্ছিল এক্ষুণি গিয়ে শাবিনকে বলে, এর খুব দরকার ছিল। একবার জিতে যাওয়া। তুরির মনে হলো তার বেঁচে থাকার সার্থকতা এটা।

অফিসে পৌঁছুতেই মাহফুজ ভাই বললেন, জিএম স্যার আপনাকে খুঁজছেন, অনেকক্ষণ।
তুরি অবাক হলো। জিএম স্যারের এখন তাকে খোঁজ করার কথা নয়। তার কি ভয় লাগছে! লাগছে বোধহয়।
জিএম স্যার মানুষ ভালো। একটু গম্ভীর। তবে ভয় পাওয়ার মতো নন। তুরি ভেতরে ঢুকতেই বললেন, বসো।
যন্ত্রের মতো এক পা এগিয়ে তুরি চেয়ারে বসে পড়ল। জিএম স্যার তুরির দিকে মুখবন্ধ খাম এগিয়ে দিলেন। ওপরে লেখা, কনফিডেন্সিয়াল।
তুরি জিজ্ঞেস করল, স্যার, কী এটা?
খুলে দেখো।
তুরি সময় নিয়ে খাম খুলল। হাত কাঁপছে। এটাও ওর নতুন অভিজ্ঞতা। তুরি কখনো চট্ করে নার্ভাস হয় না। এখন হচ্ছে। এখন তুরি প্রায়ই কাজে ভুল করে। খুব তুচ্ছ বিষয়েও কষ্ট পায়। অভিমান হয়। চোখে পানি চলে আসে। যা আগে কখনো হতো না। চাঁদনী রাতে খালি পায়ে নরম ঘাসের ওপর দিয়ে হেঁটে যেতে ইচ্ছে করে এখন। ভালো লাগে জোৎ¯œাস্তৃত কাকচক্ষু জলে নৌকায় বেড়াতে।
খামের ভেতর থেকে চিঠি বের করে বিস্ময়ভরা চোখ তুলে জিএম স্যারের দিকে তাকাল তুরি। জিএম স্যার হাসছেন। পরিমিত হাসি। হাসিটুকু ধরে রেখে বললেন, কনগ্র্যাচুলেশান। আ’ম হ্যাপি।
তুরির প্রমোশন হয়েছে।

অফিস ছুটির পর তুরি ঘন্টা চুক্তিতে রিকশা ঠিক করল। তাতে উঠে বসেছে। রিকশাওয়ালা খুব আস্তে রিকশা চালাচ্ছে। পাকা চালক বলেও মনে হচ্ছে না তাকে।
এ রকম হয় প্রায়ই। রিকশায় তুলে রিকশাওয়ালা আর পথ চেনে না। তখন জানতে পারে ঢাকা শহরে আজই প্রথম সে। গতরাতে কুড়িগ্রামের উলিপুর থেকে ঢাকায় এসেছে এবং তুরি তার প্রথম যাত্রী।
এই রিকশাওয়ালার মুখের হাসি দেখে আর কথাবার্তা শুনে মনে হচ্ছে তার বাড়ি রংপুর, দিনাজপুরের ওদিকে হবে। ওদিকের মানুষজন বেশ আন্তরিক, সহজ-সরল।
তুরি যাচ্ছে মামা হালিম কিনতে। কিন্তু মুশকিল হচ্ছে তার কাছে টাকা নেই। অফিস থেকে সোজা বাসায় চলে যাবে ভেবেছিল। রাস্তায় বেরিয়ে মত বদলিয়েছে। এখন সে হালিমের দোকানে গিয়ে বলবে, আমার খুব হালিম খেতে ইচ্ছে করছে। আমার কাছে পয়সা নেই। আগামীকাল এসে দিয়ে যাব।
দোকানদার নিশ্চয় না করবে না।
তুরি রিকশাওয়ালাকে জিজ্ঞেস করল, ভাই, আপনার বাড়ি কোথায়?
রিকশাওয়ালা বলল, কুষ্টিয়া।
কুষ্টিয়া কোথায়?
রিকশার মন্থরগতি আরও ধীর হয়ে এলো। রিকশাওয়ালা বেশ উৎসাহ নিয়ে বলল, ভেড়ামারায়। আপনি গিয়েছেন? রেললাইনের ধারে ষোলোদাগে আমার বাড়ি। জুমারত মাস্টারের বাড়ির পাশে।
আপনার কাছে কি শদুয়েক টাকা হবে?
হবে। রিকশাওয়ালাকে বেশ খুশি মনে হচ্ছে। বলল, আইজ সাইত ভালো। রোজ একশ ট্যাকার খ্যাপ মারতিই জান বারা যায়। আইজ কম্নে কম্নে দি পাঁচশ ট্যাকা মারা সারা।
তুরি রিকশাওয়ালার কাছ থেকে টাকা নিয়ে মামা হালিম কিনল। এখন যাবে শাবিনের ঘরে।

শাবিন শর্ষের তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে মুড়ি মাখিয়ে খাচ্ছে। জ্বর আর আসেনি। এখন ভালো লাগছে।
তুরি বলল, চা খেতে ইচ্ছে করছে।
ঠিক তিন মিনিট। চা নিয়ে আসছি, বলে শাবিন লাফ দিয়ে উঠে পড়ল।
দরকার নেই। তুরি থামাল শাবিনকে, গেটের সামনে রিকশা দাঁড়ানো আছে। রিকশাওয়ালার নাম রমজান আলি। উনাকে বললেই উনি চা এনে দেবেন।
গ্রেট। পার্সোনাল এয়ার ক্রাফট। পার্সোনাল ফ্লাইট ক্যাপ্টেন, বেশ জমিদারি ঢঙে বলল শাবিন, দারোয়ান, ড্রাইভারকো বুলাও। উনকো মেরা পাস ভেজ দো।
শাবিনের কথার ভঙ্গিতে তুরি পিঠ বাঁকিয়ে শব্দ করে হেসে উঠল। শাবিন টেবিলের ওপর থেকে কোল্ড ড্রিংকসের খালি কাচের বোতল হাতে তুলে নিয়েছে। ওকে ঠিক তিন মিনিটের মধ্যে রাস্তার ওপাশ থেকে বোতলে দুই কাপ চা ভরতি করে নিয়ে আসতে হবে।
তুরি বলে, চা খাব না। ইচ্ছে করছে না।
কী হচ্ছে এসব তুরি! নিজের ভেতর আবার কথা বলে ওঠে তুরি। এই বললি চা খাব, এই বলছিস, না। কী হয়েছে তোর সত্যি করে বল তো! এত দোলাচল কেন তোর ভেতর?
তুরিকে ডেকে তুরি বলল, কেন হতে পারে না। একজন মানুষ কি খুব স্বাভাবিকভাবেই হুট করে নিজের মত পাল্টাতে পারে না?
তুরি নিজের সাথে নিজের কথোপকথন চলে তখন, কই আগে তো এ রকম ছিলি না!
তুরির কাছ থেকে ওর প্রমোশনের চিঠিটা নিয়ে পড়ল শাবিন। তুরিই পড়তে দিয়েছে। চিঠি পড়ে শাবিন ছোটো শিশুর মতো আনন্দে চিৎকার দিয়ে উঠল।
দুপাশে দুই হাত মেলে ‘ইয়াহু’ বলে একপাক ঘুরে নিল তখুনি। খুশিতে পারলে সে দোতলা থেকে নিচে লাফিয়ে পড়ে, শূন্যে ভাসবে বলে। ওর মনে হলো ডিগবাজি দিতে পারলে ভালো হতো। কিন্তু তুরির সামনে সেটা দেওয়া যাবে না। ও চলে যাওয়ার পর দেবে।

বৃষ্টি হচ্ছে। উথালপাতাল বৃষ্টি। শাবিন দাঁড়িয়ে আছে অফিসের উলটো দিকে ছোট্ট চায়ের দোকানে। বিকেলের এই বৃষ্টিতে মনে হচ্ছে ঢাকা শহর ভাসিয়ে নিয়ে যাবে। চায়ের দোকানের টিনের চাল থেকে বৃষ্টির পানি শাবিনের মাথার চুল বেয়ে টুপ টুপ করে ওর গা ভিজিয়ে দিচ্ছে।
শাবিন গিয়েছিল টাঙ্গাইলের বাসাইল গ্রামে। টেলিভিশন বিজ্ঞাপনের শুটিংয়ে। কামরান ভাই ডিরেক্টর। নামমাত্র কামরান ভাই। অবশ্য পরিচালক হিসেবে কামরান ভায়ের নামটাই যাবে। কাজ সব করতে হয়েছে শাবিনকে। শাবিন না করেনি। এটা ওর জন্য একটা সুযোগ পুরোদস্তুর ডিরেক্টর হওয়ার বলে মনে করেছে।
বাসাইলে টানা আট দিন শুটিং শেষে আজ দুপুরে ঢাকা ফিরেছে। অফিসে এসে শোনে তুরি রিজাইন করেছে। নতুন কোথাও জয়েন করেছে কি না তা অফিসের কেউ জানে না।
মেঘ কেটে গেছে। বিকেলের বৃষ্টিভেজা নরম রোদ্দুরে আলো ছড়াচ্ছে। শাবিন সামনে এগিয়ে গিয়ে ফ্যাক্স-ফোনের দোকান থেকে তুরিকে মোবাইলে কল করল। নিজের ফোন থেকে অনেকবার কল করেছে। বলছে ফোন বন্ধ। তার নম্বর কোনো কারণে তুরি বøক করে দিয়েছে কিনা বুঝতে পারছে না। রিং হলো না। ‘টু টু টা- টু টু টা’ করে লাইন কেটে গেল।
শাবিন আবার ফোন করল। আবার সেই ‘টু টু টা- টু টু টা’। আবার আবার। প্রায় মাঝরাত পর্যন্ত শাবিন বিভিন্ন ফোনের দোকান থেকে চেষ্টা করল। তার মনে হচ্ছিল কোনো একবার তুরি ঠিক কল রিসিভ করবে। তুরি কল রিভিস করল না। সেই একই ‘টু টু টা’ করে টেলিফোন লাইন বন্ধ হয়ে যাওয়া ছাড়া ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। পরদিন সকালে আবার চেষ্টা করল। সেই একই।
কামরান ভাইকে ফোন করে শাবিন জানাল, আজ সে কাজে আসবে না। শরীর খারাপ।

সকালে তুরির বাসায় গেল শাবিন। বড়ো আপা বললেন, তুরির সঙ্গে চাকরি করো, সে তোমাকে বলেনি বাসায় থাকে না? কোনো এক মেয়েদের হোস্টেলে থাকে। কোন হোস্টেলে থাকে জানায়নি।
সিলভিয়ার বাসায় গেল শাবিন। বাসায় সিলভিয়াকে পাওয়া গেছে। তবে সে তুরির কোনো খোঁজ জানে না বলে জানাল। কোথায় কোন মেয়েদের হোস্টেলে তুরি থাকে তা সিলভিয়াও জানে না। আসার আগে সিলভিয়ার ফোন নম্বর নিতে ভুলে গেল।
এবার তুরির সঙ্গে দেখা হওয়ার পর শাবিন ভাবেইনি এই মানুষটাকে আবার খুঁজতে হতে পারে। এতদিনে একবারও কেন শাবিনের মনে হয়নি তুরি কোথায় থাকে, কী পছন্দ করে, কোথায় যেতে ভালো লাগে ওর! ধরেই নিয়েছিল বড়ো বোনের বাসায় থাকে। কী আশ্চর্য!
শাবিন বুঝতে পারে এতদিন ও নিজের কথাই ভেবেছে শুধু। উদাসীভাবে নিজের ভালোলাগাটুকুই আদায় করে নিয়েছে বরাবর। দিনের পর দিন নিজের কথা বলেছে। তুরিকে বুঝতে চেষ্টা করেনি কখনো।

বানের প্রবল স্রোতের ধাক্কায় হুড়মুড় করে নদীর পাড় ভেঙে পড়ার মতো হাহাকার নিয়ে অপরিচিত দীর্ঘশ্বাস বের হয়ে এলো শাবিনের বুকের খুব গভীর থেকে টনটনে মোচড় দিয়ে। কী অদ্ভুত! এত কাছাকাছি দুজন মানুষ। অথচ কেমন করে স্বার্থপরের মতো তুরির কাছ থেকে ও নিয়েছেই কেবল।

সারা দিন সম্ভব সব জায়গায় তুরির খোঁজ করল শাবিন। কোথাও নেই তুরি। সারা ঢাকা শহর চষে ফেলল। শহরটাকে এক সময় খুব ছোটো মনে হতো। এখন মনে হচ্ছে এত বড়ো ঢাকা শহরে কোথায় খুঁজে পাবে সে তুরিকে!

সূর্য ডুবে গেছে বেশ কিছুক্ষণ। গাড়ির হেডলাইট থেকে ঠিকরে আসা আলো আর ল্যাম্পপোস্টের বাতিতে অন্ধকার ছিঁড়েফুঁড়ে আলো ছড়িয়ে পড়ছে রাস্তায়। ক্লান্তিতে নুয়ে আসছে শরীর। শাবিন হাঁটতে হাঁটতে এসে সংসদ ভবনের লেকের সিঁড়িতে বসে পড়ল। দুই হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসে থাকল চুপচাপ। কান্না পাচ্ছে ওর। ভীষণ কান্না পাচ্ছে। মনে হচ্ছে হু হু করে কাঁদতে পারলে হতো।
কতক্ষণ বসে ছিল ঠাহর করতে পারেনি। পুলিশের বাঁশির তী² শব্দে পাশ ফিরে দেখে কোথাও কেউ নেই। ও বসে আছে, একা একজন মানুষ। বড্ড অসহায় লাগছে নিজেকে। চেপে আসছে চারপাশ। নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আবার সেই একা একা লড়াই, টিকে থাকা। শুধু শরীরটাকে বাঁচিয়ে রাখা।

অবসন্ন দেহ তুলে বাসার দিকে রওনা হলো শাবিন।

 

(চলবে)

পর্ব ৯: অঘ্রানের অন্ধকারে

পর্ব ৮ : অঘ্রানের অন্ধকারে

পর্ব ৭ : অঘ্রানের অন্ধকারে

পর্ব ৬: অঘ্রানের অন্ধকারে

পর্ব ৫: অঘ্রানের অন্ধকারে

পর্ব ৪: অঘ্রানের অন্ধকারে

পর্ব ৩: অঘ্রানের অন্ধকারে

পর্ব ২: অঘ্রানের অন্ধকারে

পর্ব ১: অঘ্রানের অন্ধকারে

Header Ad

গোপনে দুইজনকে বিয়ে, কাউকেই অধিকার বঞ্চিত করেননি জান্নাতুল

ছবি: সংগৃহীত

একইসঙ্গে দুই স্বামীর সঙ্গেই সংসার করছেন জান্নাতুল ফেরদৌস নামের এক নারী। স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করেননি দুই স্বামীর কাউকেই। গোপনে মন জয় করে চলছিলেন দুই স্বামীর। প্রায় দুই বছর দুই স্বামীর সংসার করার পর অবশেষে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চার বছরের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের ২৭ অক্টোবর নোটারি পাবলিকের কার্যালয়ে হলফনামার মাধ্যমে গোপনে বিয়ে করেন রাজবাড়ী সদরের আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আবু হানিফ শেখের ছেলে ইউটিউবার সাগর শেখ ও আলীপুর গ্রামের নুরুল ইসলাম ভূঁইয়ার মেয়ে জান্নাতুল ফেরদৌস।

বাবা, মা ও ভাই প্রবাসে থাকায় বাবার বাড়িতে একাই বসবাস করতেন জান্নাতুল। সেখানে যাতায়াত করতেন স্বামী সাগর শেখ। সংসার জীবন ভালোই চলছিল এ দম্পতির। হঠাৎ জান্নাতুলের বাবা প্রবাস থেকে দেশে ফেরায় শ্বশুরবাড়ি যাতায়াত বন্ধ হয়ে যায় সাগরের। এরই মধ্যে প্রথম বিয়ের কথা গোপন রেখে পরিবারের সিদ্ধান্তে অন্য এক যুবককে দ্বিতীয় বিয়ে করেন জান্নাতুল।

এদিকে স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে নিজের বাড়িতে তুলে না নেয়ায় শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে নিয়মিত সময় কাটান জান্নাতুলের দ্বিতীয় স্বামী। প্রথম স্বামী সাগরের দাবি, প্রায় দুই বছর ধরে তার সঙ্গেও স্বামী-স্ত্রীর সম্পর্ক ঠিক রেখে চলছিলেন জান্নাতুল।

স্ত্রীর পরিবার তাকে মেনে না নেয়ায় তার বোনের বাসাসহ বিভিন্ন স্থানে একান্তে সময় কাটাতেন স্বামী-স্ত্রী। চলতি মাসের ২ নভেম্বর তারা একসঙ্গে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করেছেন বলেও দাবি করেন সাগর।

তবে দুই সপ্তাহ আগে স্ত্রীর সঙ্গে দ্বিতীয় স্বামীর ঘনিষ্ঠতার বিষয়ে জানতে পারেন সাগর। আর এতেই বাঁধে বিপত্তি। তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন জান্নাতুল। এখন দ্বিতীয় স্বামী নিয়েই সংসার করতে আগ্রহী তিনি। বাধ্য হয়ে স্ত্রীকে ফিরে পেতে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়েরের পাশাপাশি আদালতে মামলা করেছেন সাগর।

সাগর শেখ বলেন, জান্নাতুল ও আমার বিয়ের বিষয়টি জান্নাতুলের মা ও বোন জানতো। বিয়ের পর আমাদের সংসার জীবন ভালোই কাটছিল। তবে হঠাৎ করে জান্নাতুলের বাবা প্রবাস থেকে দেশে ফেরায় তাদের বাড়িতে আমার যাতায়াত বন্ধ হয়ে যায়। আমাদের বিয়ের চার মাসের মাথায় আমি ভিডিও কন্টেন্ট তৈরির কাজে কয়েকদিনের জন্য রাজবাড়ীর বাইরে যাই।

কাজ থেকে এসে শুনি আমার স্ত্রী জান্নাতুল অন্য এক ছেলেকে বিয়ে করেছে। আমি আমার স্ত্রীকে প্রশ্ন করলে সে বলে, ‘পরিবারের চাপে বিয়ে করেছি। ওই ছেলের সঙ্গে আমার কোন সম্পর্ক হয়নি। আমি তোমার স্ত্রী আছি, তোমারই থাকবো। আমার আম্মু দেশে আসলে আমি তোমার কাছে চলে আসবো।’

সাগর বলেন, ‘আমি জান্নাতুলদের বাড়ি যাতায়াত করতে না পারার কারণে বিভিন্ন সময় আমরা রাজবাড়ী শহরে আমার বোনের বাসায় ঘনিষ্ঠ সময় কাটাতাম। ওর কলেজে আনা-নেয়াসহ সবকিছু আমিই করতাম। এমনকি গত ২ নভেম্বরও আমরা আমার বোনের বাসায় আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী পালন করেছি।

তবে বিবাহ বার্ষিকী পালনের দুদিন পরে আমি জানতে পারি জান্নাতুলের সঙ্গে ওই ছেলের (দ্বিতীয় স্বামীর) ঘনিষ্ঠ সম্পর্ক চলছে। ওই ছেলে নিয়মিত জান্নাতুলের বাবার বাড়িতে এসে তার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে। এ বিষয়ে আমি জান্নাতুলকে প্রশ্ন করলে সে আমাকে গালাগালি করে যোগাযোগ বন্ধ করে দেয়। এক পর্যায়ে সে আমার সঙ্গে সংসার করবে না বলেও জানায়।’

তিনি বলেন, ‘সম্প্রতি জান্নাতুলের মা প্রবাস থেকে দেশে ফিরেছে। তিনিও এখন আমাকে মেয়ের জামাই হিসেবে অস্বীকার করছেন। অথচ তার মেয়ের সঙ্গে আমার প্রেম থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সবকিছুই তিনি জানতেন।

এখন বাধ্য হয়ে আমি আমার স্ত্রীকে ফিরে পেতে আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গত ১১ নভেম্বর লিখিত অভিযোগ করেছি। এছাড়া ১৭ নভেম্বর রাজবাড়ীর বিজ্ঞ ১নং আমলি আদালতে মামলা করেছি।’

সাগর আরও বলেন, ‘আমাকে ডিভোর্স না দিয়ে আমার স্ত্রী অন্য আরেকজনকে বিয়ে করে আমার সঙ্গে প্রতারণা করেছে। সে আমাকেও ম্যানেজ করে চলেছে, একইভাবে তার দ্বিতীয় স্বামীকেও ম্যানেজ করে চলেছে।

এটা আইন ও ধর্মীয় দুই দিক থেকেই অপরাধ। এছাড়া আমি এ পর্যন্ত আমার স্ত্রীর পেছনে ২৫ থেকে ৩০ লাখ টাকা ব্যয় করেছি। তারপরও আমি আমার স্ত্রীকে ফেরত চাই। তাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি।’

এদিকে, বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজী হননি জান্নাতুলের দ্বিতীয় স্বামী। তবে তার দাবি, জান্নাতুলের সঙ্গে সাগরের প্রেমের সম্পর্ক ছিল বলে তিনি জানতেন। সাগরের সঙ্গে বিয়ের বিষয়টি তিনি জানতেন না।

জান্নতুলের দ্বিতীয় স্বামীর বাবা বলেন, ‘কোন এক সূত্রে আমার শ্বশুর জান্নাতুলদের বাড়িতে বেড়াতে গিয়ে তাকে পছন্দ করে। পরে আমি গিয়ে তার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিলে বিয়ের দিন ধার্য হয়। বিয়ের আগের দিন সাগর নামে এক ছেলে আমার ছেলেকে ফোন করে বলে জান্নাতুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক আছে।

সে জান্নাতুলের সঙ্গে নিজের একটি ছবিও আমার ছেলেকে পাঠায়। এরপর আমি ওই এলাকায় আমার আত্মীয়দের কাছে খোঁজ নিয়ে জানতে পারি জান্নাতুলের সঙ্গে সাগরের কোন সম্পর্ক ছিল না। এছাড়া জান্নাতুলকেও আমি সরাসরি প্রশ্ন করলে সেও সম্পর্কের বিষয়টি অস্বীকার করে।

পরে ঘরোয়া আয়োজনে জান্নাতুলের সঙ্গে আমার ছেলের বিয়ে হয়। এখন সাগর নামে ছেলেটি জান্নাতুলকে তার স্ত্রী হিসেবে দাবি করছে। আমি যতদূর জেনেছি সাগরের স্ত্রী ও সন্তান আছে। এখন বিষয়টি আইনগতভাবেই সমাধান হবে।

আর জান্নাতুল ফেরদৌসের সঙ্গে কথা বলতে তার বাবার বাড়িতে গেলে ভেতরে ঢোকার অনুমতি মেলেনি।’

বাইরে দাঁড় করিয়ে রেখে তার মা হাচিনা বেগম বলেন, ‘সাগরের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়েছিল৷ তবে বিয়ের দুই মাসের মাথায় তাদের ডিভোর্স হয়ে যায়। আমার মেয়ে তো ছোট বুঝে নাই, যে কারণে সেসময় ওরা ডিভোর্সের কাগজ ছিঁড়ে ফেলেছে। এর ৪/৫ মাস পরে আমার মেয়ের আবার বিয়ে হয়েছে। সাগর আমার মেয়েকে চাপে ফেলে এতোদিন তার সঙ্গে সময় কাটাতে বাধ্য করেছে।’

আলীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বকর সিদ্দিক জানান, ‘সাগর ও জান্নাতুলের বিবাহ বিচ্ছেদ হলে তার নোটিশের একটি কপি ইউনিয়ন পরিষদে আসার কথা। এরকম কোন কপি কখনো পাননি তারা।’

তিনি বলেন, ‘সাগর আমার ইউনিয়ন পরিষদে অভিযোগ করেছে। আমিও খোঁজ নিয়ে জানতে পেরেছি সাগর জান্নাতুলের প্রথম স্বামী। সে সাগরকে তালাক না দিয়েই বিয়ের চার মাসের মাথায় অন্য এক ছেলেকে বিয়ে করে। প্রায় দুই বছর সে চালাকি করে দুই স্বামীর সঙ্গেই সংসার করেছে। সাগরের কাছ থেকে জান্নাতুল অনেক টাকা-পয়সা খেয়েছে বলেও আমি জানতে পেরেছি।’

আবু বক্কার বলেন, ‘সাগরের অভিযোগের ভিত্তিতে আমি জান্নাতুলের বাবাকে নোটিশের মাধ্যমে ইউনিয়ন পরিষদে ডাকি। তবে নোটিশ পেয়ে তিনি তার ছোটভাই ও তাদের এলাকার ইউপি সদস্য আবুল কালামকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে এসে বলেন, আমি যেন পরিষদে বসে বিষয়টি সমাধান করে দেই। তবে এর ১/২ দিন পরে তিনি জানান, এ বিষয়ে তারা বসতে চান না।

আইনগতভাবে তারা বিষয়টি সমাধান করতে চান। পরে আবার তারা বসতে সম্মত হলে জান্নাতুল ও তার বাবা এবং তাদের এলাকার ইউপি সদস্য আবুল কালামসহ পরিষদের অন্য সদস্যদের নিয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে বসেছিলাম। সাগরও সেখানে ছিল। তবে সেখানে জান্নাতুল বলে দিয়েছে সে কোনভাবেই সাগরের সঙ্গে ঘর সংসার করবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের পুরুষ শাসিত সমাজে নারীরা নির্যাতিত হয়। কিন্তু ছেলেরা যে কতোটুকু নির্যাতিত হয় তা এই সম্পর্কের জের দেখলে বোঝা যায়। আমাদের সমাজে ছেলেরা আরও বেশি নির্যাতিত হচ্ছে। সেটা নীরবে নিভৃতে ছেলেরা সহ্য করে যাচ্ছে। আমি আশা করবো আপনারা সাংবাদিক ভাইয়েরা বিষয়টি তুলে ধরবেন।

আপনাদের সংবাদের মাধ্যমে মানুষ যাতে সচেতন হতে পারে। আজকে আমার ইউনিয়নে এমন ঘটনা ঘটেছে। আর কোন ইউনিয়নে যেন এমন ঘটনা কোনদিন না ঘটে।’

Header Ad

শহীদ আব্দুল্লাহর বাড়িতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন

ছবি: ঢাকাপ্রকাশ

২৪ এর গনঅভূ্থানে ছাত্র আন্দোলনের অন্যতম যোদ্ধা, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী, শহীদ আব্দুল্লাহর বাড়িতে যান বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন।

এ সময় মোবাইল ফোনে লাউডস্পিকারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেন, আব্দুল্লাহ দেশের জন্য মানুষের জন্য মানবতার কল্যাণের জন্য জীবনকে উৎস্বর্গ করে আল্লাহর দরবারে চলে গেছেন, আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন। শহীদরা মরে না। তারা আল্লাহর জীম্মায় জীবন্ত থাকে। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২ টার দিকে যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন আব্দুল্লাহর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের খোঁজ খবর নেন,কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এর আগে তিনি নাভারণ দারুল আমান ট্রাষ্টে ওলামা সম্মেলনে যোগদান করেন। পরে ২০১৬ সালে গুম হওয়া ইসলামি ছাত্র শিবিরে নেতা রেজোয়ানের বাড়িতে যান এবং খোঁজ খবর ও সমবেদনা জানান।

এসময় তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যু বরনকারী সকলে ন্যায় বিচার পাবেন বলে পরিবারের সদস্যদের সান্তনা দেন। এবং গনঅভূ্থানে নিহত সকল পরিবারের সাথে বাংলাদেশ জামায়াত ইসলাম আছে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোরের জেলা আমীর অধ্যক্ষ মাওলানা গোলাম রসূল, সাবেক জেলা আমীর মাওলানা হাবীবুর রহমান, জেলা জামায়াতের নেতা মাওলানা আবু জাফর, মাওঃ শিহাব উদ্দিন শার্শা থানা আমীর রেজাউল ইসলাম, সেক্রেটারী মাওলানা ইউসুফ আলী ও ঝিকরগাছা থানা আমীর মাওলানা আসাদুল আলম প্রমূখ।

Header Ad

বিরামপুরে আদিবাসী নারীর লাশ উদ্ধার

ছবি: ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে বিশনি পাহান (৫৫) নামের এক আদিবাসী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার কাটলা ইউনিয়নের ময়না মোড় এলাকার ধানক্ষেত থেকে ওই নারীর হাতবাঁধা লাশ উদ্ধার করা হয়। নিহত বিশনি পাহান উপজেলার কাটলা ইউনিয়নের বেণুপুর গ্রামের সাধন পাহানের মেয়ে।

নিহতের ভাই চরকা পাহান বলেন, আমার ছোট বোনের স্বামী বিশনি পাহানকে ছেড়ে চলে গেছেন। সে প্রতিরাতেই নেশা করতো। বাবা মারা যাওয়ার পর থেকেই আমার বাড়িতে থাকতো আমার বোন। আমার বোন এলাকায় মানুষের জমিতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতো। শুক্রবার বিকেলে এলাকার এক ব্যক্তির জমিতে ধান কাটার কাজ শেষ করে আর বাড়িতে ফেরেননি। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাকে কোথাও পাওয়া যায়নি। শনিবার সকালে ধানক্ষেতে হাতবাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, এলাকাবাসীর দেওয়া খবরে ঘটনাস্থল থেকে আদিবাসী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তাকে কে বা কাহারা হত্যা করেছে। তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

Header Ad

সর্বশেষ সংবাদ

গোপনে দুইজনকে বিয়ে, কাউকেই অধিকার বঞ্চিত করেননি জান্নাতুল
শহীদ আব্দুল্লাহর বাড়িতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন
বিরামপুরে আদিবাসী নারীর লাশ উদ্ধার
বিএনপির কাঁধে অনেক দ্বায়িত্ব: তারেক রহমান
'জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত'- তোফায়েল আহমেদ
৩ মাসে জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : জ্বালানি উপদেষ্টা
জুটি বাধলেন মিঠুন চক্রবর্তী-আফসানা মিমি
দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই : তারেক রহমান
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা
অক্টোবরে সড়কে প্রাণ গেছে ৪৭৫ জনের
গায়ানায় দলের সঙ্গে যোগ দিলেন সাকিব
আইপিএল নিলামের আগেই নিষিদ্ধ হলেন ভারতের ২ ক্রিকেটার
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু
কবে বিয়ে করবেন জানালেন তামান্না ভাটিয়া
পঞ্চগড়ে ৫০০ টাকায় সন্তান বিক্রি, অতঃপর যা ঘটল...
অ্যান্টিগায় প্রথম দিন শেষে স্বস্তিতে টাইগাররা
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পরীমণির প্রথম স্বামী
বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ
মাকে হত্যার পর থানায় হাজির ছেলে
৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি