শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

পর্ব-১৮

বিষাদ বসুধা

আসিফ আহমেদ বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠকে বসেছেন। করোনাকালীন সংকট কীভাবে মোকাবিলা করা যায়? লোক ছাঁটাইয়ের মতো বেদনাদায়ক সিদ্ধান্ত এড়িয়ে কীভাবে ব্যয় সংকোচন করা যায়, পত্রিকাটির আয় বাড়ানোর উপায়গুলো কী কী? এসব বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়ার জন্যই জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের শুরুতেই আসিফ আহমেদ বললেন, আমরা সবাইকে নিয়ে দীর্ঘদিন একসঙ্গে অনেক সংকট মোকাবিলা করেছি।

নানা চড়াই-উৎরাই পার হয়ে একটা ভালো অবস্থান তৈরি করেছি। সেই মুহূর্তে বড় আঘাত এসেছে আমাদের ওপর। এ পরিস্থিতিতে আমাদের টিকে থাকাই বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সবাইকে নিয়ে মোকাবিলা করতে চাই। আমরা কোনো কর্মীকে হারাতে চাই না। ভয়ঙ্কর এই সংকটের মধ্যে কাউকে ঢেলে দিতে চাই না। প্রয়োজনে আমরা কম খাব; কিন্তু সবাই একসঙ্গে থাকব। বিজ্ঞাপন বিভাগের প্রধান এখানে আছে। আমরা সবাই জানি, মার্কেটে আমাদের অনেক টাকা পড়ে আছে। সরকারি বিজ্ঞাপনের টাকাও আমরা তুলতে পারছি না। কী করলে মার্কেট থেকে টাকা তোলা যাবে সেই সিদ্ধান্ত আজকে নিতে হবে। আমরা যদি পাঁচ ছয় কোটি টাকাও তুলতে পারি তাহলে বর্তমান সংকট থেকে উত্তরণ সম্ভব। সবার মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব। আমি শুরুতেই বিজ্ঞাপন বিভাগের প্রধান নূরুজ্জামানকে বলতে বলছি।

নূরুজ্জামান সম্পাদককে ধন্যবাদ জানিয়ে বলল, আমরা শুনেছি কর্তৃপক্ষ লোক ছাঁটাইয়ের জন্য চাপ সৃষ্টি করছে। আমরা কাউকে হারাতে চাই না। আমরা সবাইকে নিয়েই চলতে চাই। আমি বিজ্ঞাপনের লোক। আমি বুঝি, টাকা না হলে কোনো কথাই টিকবে না। মার্কেট থেকে টাকা আনতে না পারলে এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এখানে কর্তৃপক্ষের কারণে অনেক বাড়তি খরচ হয়। তারা এমন কিছু লোক দিয়ে রেখেছে যার কোনো প্রয়োজন নেই। প্রেসে লোকবল অনেক বেশি। সেখানকার বেতন দিতে হয় আমাদের। কেন বাড়তি খরচ আমাদের ফান্ড থেকে যাবে? যাহোক, কথা না বাড়িয়ে আমি মার্কেট থেকে টাকা তোলার বিষয়ে কথা বলছি।

বেসরকারি বিজ্ঞাপন বাবদ মার্কেটে প্রায় বিশ কোটি টাকা এবং সরকারি বিজ্ঞাপন বাবদ আঠারো কোটি টাকা পড়ে আছে। আমরা বেসরকারি বিজ্ঞাপনের টাকা এই মুহূর্তে সেভাবে পাব না। পাব যা সেটা খুব বেশি না। সবাই অফিস বন্ধ করে বাসায় অলস সময় কাটাচ্ছে। তারা মনে করছে, এই মুহূর্তে জীবন বাঁচিয়ে রাখা অনেক বেশি জরুরি। আমাদের মতো তারা কেউ বাইরে যাচ্ছে না। সরকারি অফিস-আদালতও প্রায় বন্ধ বলা চলে। একজন আসে তো আরেক জন আসে না। সরকারি বিজ্ঞাপনের টাকা তুলতে অনেকের সই সাবুত নিতে হয়। একজনের সই হলে আরেক জনেরটা পাওয়া যায় না। আমার মনে হয়, এ ক্ষেত্রে আমরা সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারি। সরকার নির্দেশ না দিলে এ মুহূর্তে বিজ্ঞাপনের টাকা পাওয়া কঠিন। তাহলে উপায় কী? টাকা ছাড়া বেতন দিব কীভাবে? আসিফ আহমেদ বললেন।

নূরুজ্জামান সেটাই এখন বড় প্রশ্ন। বেতন তো দিতে হবে। বেতন না দিলে সহকর্মীরা চলবে কীভাবে? অনেকেই আমার কাছে বলে, ভাই বেতন কবে হবে? এতে সত্যিই খুব বিব্রত লাগে। কারণ, তাদের প্রশ্নের জবাব কী? টাকা না পেলে কোথা থেকে বেতন দেবেন? তবে আমি একটা প্রস্তাব রাখছি। সেটা হচ্ছে, আর দুই মাস পর তো ঈদ! তখন আমরা বেশ কিছু টাকা তুলে আনতে পারব। হাতে পায়ে ধরে হলেও আনব। আপনি গেল মাসের বেতনটা যদি আনতে পারেন; তাহলে খুব ভালো হয়। আপনি চেয়ারম্যান সাহেবকে বলেন না! উনি নিশ্চয়ই বুঝতে পারবেন। আর খরচ কমানোর বিষয়ে বলব, লোক ছাঁটাই না করে পঞ্চাশ হাজারের ওপরে যাদের বেতন; তাদের দশ শতাংশ বেতন কমানো যেতে পারে।

আসিফ আহমেদ বললেন, আমি চেয়ারম্যান সাহেবকে ইতিমধ্যে দুতিনবার বলেছি। উনি শুধু বলেন, দেখি কী করা যায়। নূরুজ্জামান আবারও বলল, আরেকটা কাজ করা যায়। সরকারি বিজ্ঞাপনের টাকা যাতে দ্রুত ছাড় করে সেজন্য লেখালেখি করা যায়। তাহলে হয়তো সরকারের টনক নড়বে। সরকার গার্মেন্টস শিল্পকে প্রণোদনা দিচ্ছে। অথচ গণমাধ্যমের লোকরা না খেয়ে মরছে। প্রণোদনা তো সবার আগে দরকার সাংবাদিকদের। গণমাধ্যমের জন্য প্রণোদনা তো নয়ই সরকারি বিজ্ঞাপনের টাকাও দিচ্ছে না। বোঝাই যাচ্ছে সরকার কী করতে চাচ্ছে। সরকার আসলে গণমাধ্যমকে গলা টিকে মারতে চাচ্ছে। করোনাকে একটা সুযোগ হিসেবে নিয়েছে।

উপসম্পাদক মামুন রশিদ বলল, আমরা কর্তৃপক্ষকে এত বছর সাপোর্ট দিয়েছি। যখন যা বলেছে করেছি। এখন আমাদের বিপদের সময়। এ সময় আমাদেরকে সাপোর্ট দেবে না? এটা কি করে হয়? তাদের স্বার্থে কতভাবে আমাদেরকে ব্যবহার করেছে। এই পত্রিকা দিয়ে তারা কি না করেছে? রীতিমতো ঢাল হিসেবে ব্যবহার করেছে। এখন যদি তারা হাত গুটিয়ে বসে থাকে তাহলে হবে? আমরা না হয় এধার ওধার করে চলতে পারি। কিন্তু যারা কম বেতন পায় তারা চলে কীভাবে?

বাণিজ্য সম্পাদক রাশেদ ইকবাল বলল, আমার মনে হয়, নূরুজ্জামান ভাই একটা তালিকা করেন। বেসরকারি বিজ্ঞাপনের টাকা কাদের কাছ থেকে পাওয়া সহজ হবে। প্রয়োজনে সম্পাদক কথা বলবেন। আমরাও কথা বলতে পারি। ধরাধরি না করলে টাকা পাওয়া যাবে না। কাকে ধরলে কাজ হবে সেটা বলেন। আর সরকারি বিজ্ঞাপনের জন্য তথ্যমন্ত্রীকে ভালো করে ধরা যায়। আবার রিপোর্টও করা যায়। তাহলে বিষয়টা প্রধানমন্ত্রীর নজরে আসবে। তিনি যদি সরাসরি নির্দেশ দেন তাহলে কাজ হবে।

সহকারী সম্পাদক ইলিয়াস আলী বলল, আসিফ ভাই খরচ কমানোর বিষয়ে কথা বলেছেন। আমরা কি সে বিষয়ে আলোচনা করতে পারি? খরচ কমানোর বিষয়ে আমার কিছু প্রস্তাব আছে। উপসম্পাদক রিশিত খান বলল। আসিফ আহমেদ বলল, কী প্রস্তাব বলো না!

রিশিত খান বলল, বাসায় যে সৌজন্য পত্রিকা দেওয়া হয় তা আপাতত বন্ধ রাখা যেতে পারে। ব্যক্তিগত গাড়ি যারা পাচ্ছে তাদের ফুয়েল অফিস থেকে দেওয়া হয়। সেটাও আপাতত বন্ধ রাখা যায়। আর নূরুজ্জামান সাহেব বেতন কমানোর বিষয়ে যেটা বললেন, তাতে আমি একমত। লোক ছাঁটাই না করে বেতন কমানো যেতে পারে। আমরা কম খাব। কিন্তু লোক ছাঁটাই করা যাবে না।

রাকিব নোট করেছ তো? আসিফ আহমেদ বলল।
রাকিব বলল, জি স্যার।
আর কারও কিছু বলার আছে?
চিফ রিপোর্টার জামিল আহমেদ হাত উঁচু করে বলল, আমি কিছু বলতে চাই।
বলো বলো। সম্পাদক বললেন।
জামিল বলল, অফিসের কাগজ সাশ্রয় করার জন্য ইনহাউস প্রিন্টিং বন্ধ রাখা যেতে পারে। রিপোর্টগুলো আমরা প্রিন্ট না দিয়ে সার্ভারে রেখেও কাজটা করতে পারি। তাতে মাসে লক্ষাধিক টাকা সাশ্রয় হবে। তা ছাড়া স্টেশনারি কেনা বাবদ খরচ কেমন হয় তা যাচাই করা যেতে পারে। আমার মনে হয় সেখানে খরচ কমানোর সুযোগ আছে।
আসিফ আহমেদ সবাইকে ধন্যবাদ জানিয়ে বললেন, আমরা অনেকগুলো পয়েন্ট পেয়েছি। এগুলো নিয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

বৈঠকে শেষ হতে না হতেই তিন-চার জন সংবাদকর্মী সম্পাদকের কক্ষে এলো। তারা বিনয়ের সঙ্গে বলল, আমাদের বেতন দেরি হচ্ছে বলে সংসারে নানা রকম ঝামেলা হচ্ছে। আমাদের অনেকের ঘরে বাজার নেই। ধারকর্জ করে কত চলা যায়? এখন সবারই তো টানাটানি অবস্থা। আসিফ তাদেরকে ধৈর্য ধরতে বললেন। আর বললেন, মার্কেট থেকে কোনো টাকা পাচ্ছি না। যখনই পাওয়া যাবে, সেই টাকা দিয়ে তোমাদের বেতন আগে দেওয়া হবে। চিন্তা করো না।

আসিফ নিজের পকেট থেকে এক হাজার টাকা করে চারজনকে চার হাজার টাকা দিলেন। আপাতত চলো। এই টাকা আমাকে ফেরত দিতে হবে না। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে রইলো আসিফের দিকে। দুয়েক জন বিস্ময়ের সঙ্গে বলল, আসিফ ভাই আপনার পকেট থেকে..!

আসিফ আহমেদ বললেন, কোনো অসুবিধা নেই। আপাতত চলো।
সংবাদকর্মীরা আর দাঁড়াল না। এর মধ্যে বৈঠকেও শেষ হয়েছে। বিভাগীয় প্রধানরা চলে যাওয়ার মুহূর্তে আবারও বলল, যা কিছুই করেন, লোক ছাঁটাই কিছুতেই মানা যাবে না। আসিফ আহমেদ মাথা নেড়ে তাদের কথায় সায় দিলেন।

আসিফ আহমেদ খরচ কমানোর কিছু খাত বের করলেন। তাতে দেখা গেল প্রায় চল্লিশ লাখ টাকার মতো খরচ কমে। তিনি মনে মনে খুবই পুলকিত বোধ করলেন। কষ্টের মধ্যেও এক ধরনের সান্ত্বনা খুঁজে পেলেন। তিনি মনে মনে ভাবলেন, যাক বিপদের দিনে অন্তত লোক ছাঁটাইয়ের মতো অনাকাঙিক্ষত সিদ্ধান্ত নিতে হবে না। তিনি ছুটে গেলেন ব্যবস্থাপনা পরিচালক শাহবাজ খানের কাছে। তার কাছে লিখিতভাবে বিষয়টি উত্থাপন করলেন। সবকিছু দেখার পর শাহবাজ খান বললেন, এসব করে কিছুই হবে না। লোক ছাঁটাই ছাড়া সামাল দেওয়া যাবে না। এখন কী মাস? মে তো?

আসিফ আহমেদ মাথা নেড়ে বললেন, হ্যাঁ মে শুরু হলো। ডিসেম্বরের আগে কিছুই ঠিক হবে না। আরও সাত মাস টানা সম্ভব না। একেবারেই সম্ভব না। আপনি ছাঁটাইয়ের তালিকা বানান। খুব দ্রুত তালিকা বানান। ছাঁটাইয়ের তালিকা! না না! লোক ছাঁটাই করা যাবে না! এই মুহূর্তে লোক ছাঁটাই করলে খুব সমালোচনা হবে। মানুষে খারাপ বলবে। আমি অন্যভাবে ছাঁটাই করব। কেউ বুঝতে পারবে না। শোনেন, কে কী বলল ওসব নিয়ে আমি মাথা ঘামাই না। কাউকে পরোয়াও করি না। পত্রিকা প্রায় অর্ধেক হয়ে গেছে। এত লোক দিয়ে আমি কী করব?
করোনার পর লোক দরকার হবে না? হবে। তখনকারটা তখন দেখব। আপনাকে যা বলছি তা করেন। আপনি তালিকা বানান। এখন যান। তালিকা নিয়ে পরশুদিন আসেন। হঠাৎ শাহবাজ খানের বদলে যাওয়া চেহারা দেখে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে থাকেন আসিফ। কিছুক্ষণ পর তিনি নিজের অফিসের দিকে রওয়ানা হন।

চলবে...

আগের পর্ব পড়ুন:

বিষাদ বসুধা: পর্ব-১৭

বিষাদ বসুধা: পর্ব-১৬

বিষাদ বসুধা: পর্ব ১৫

বিষাদ বসুধা: পর্ব ১৪

বিষাদ বসুধা: পর্ব-১৩

বিষাদ বসুধা: পর্ব-১২

বিষাদ বসুধা: পর্ব ১১

বিষাদ বসুধা: পর্ব ১০

বিষাদ বসুধা: পর্ব ৮

বিষাদ বসুধা: পর্ব ৭

বিষাদ বসুধা: পর্ব-৬

বিষাদ বসুধা: পর্ব-৫

বিষাদ বসুধা: পর্ব-৪

বিষাদ বসুধা: পর্ব-৩

বিষাদ বসুধা: পর্ব-২

বিষাদ বসুধা: পর্ব-১

 

Header Ad
Header Ad

ভেঙে গেল পরীমনি-সাদীর প্রেম? রহস্যময় পোস্টে তোলপাড় নেটদুনিয়া

নায়িকা পরীমনি ও গায়ক শেখ সাদী। ছবি: সংগৃীত

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি ও তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই ছিল ‘ওপেন সিক্রেট’। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে সময় কাটানোর ছবি, একে অন্যের পোস্টে ভালোবাসার মন্তব্য, এমনকি সাদীর মায়ের বানানো পিঠার ভিডিও শেয়ার—সবই তাদের ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দিত।

তবে হঠাৎ করেই যেন সেই সম্পর্কের আবহে ছন্দপতন। সম্প্রতি ফেসবুকে পরীমনি ও সাদীর রহস্যময় পোস্ট ঘিরে নেটিজেনদের মনে প্রশ্ন—তবে কি ভেঙে গেল সম্পর্ক?

পরীমনি তার ফেসবুক ওয়ালে কালো ব্যাকগ্রাউন্ডে লিখেছেন: ‘ব্ল্যাকমেলার’।

অন্যদিকে সাদী পোস্ট করেছেন শুধু তিনটি ডট (...), যা অনেকেই সম্পর্ক ভাঙনের দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন।

নেটদুনিয়ায় প্রতিক্রিয়াও এসেছে ঝড়ের মতো। একজন মন্তব্য করেছেন, “শেষ পর্যন্ত পরীও ছ্যাঁকা দিয়ে দিল।” আরেকজন লিখেছেন, “এত তাড়াতাড়ি এমন পোস্ট আশা করিনি, সাদী ভাই।”

দুজনের কেউই এখনও সম্পর্ক ভাঙনের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে পরীর পোস্টে কমেন্ট অপশন বন্ধ থাকলেও, তার ভক্তরা পোস্টটি শেয়ার করে সরাসরি সাদীকে ট্যাগ করছেন।

অনেকে বলছেন, “নিশ্চয়ই সাদী কিছু করেছেন, নইলে এমন পোস্ট দিতেন না পরীমনি।”

চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিয়েবিচ্ছেদের পর গায়ক শেখ সাদীর সঙ্গে পরীমনির ঘনিষ্ঠতা ছিল অনেকটাই প্রকাশ্য। একসঙ্গে ঘোরাঘুরি, পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং এমনকি পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার সময় সাদীর জামিনদার হওয়া—সব মিলিয়ে দুজনের সম্পর্ককে ভরসাময় ও গভীর বলেই মনে করা হতো।

এক সাক্ষাৎকারে পরীমনি বলেছিলেন, “বিপদের সময় যে পাশে থাকেন, সে জীবনের জন্য আশীর্বাদ।”

সাদীও বলেছিলেন, “আমি তার মঙ্গল কামনা করি সবসময়।”

ঘনিষ্ঠ সূত্র বলছে, পরীমনির বাসায় কিছুদিন কাজ করা এক গৃহকর্মীর অপপ্রচারে তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি। ওই কর্মী পরীমনির বাসা থেকে বের হওয়ার পর নানাভাবে তাদের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে মুখরোচক কথা ছড়িয়েছেন।

তবে পরীমনির ঘনিষ্ঠজনরা এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাদের মতে, এসব অপপ্রচারই মূলত সম্পর্কের মাঝে টানাপোড়েন সৃষ্টি করেছে।

পরীমনি বর্তমানে তার সন্তান ও সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অন্যদিকে সাদীও নিজের সংগীতজগতে সক্রিয় আছেন।

Header Ad
Header Ad

বগুড়া বিমানবন্দর চালুর প্রস্তুতি চূড়ান্ত, জুলাই থেকেই শুরু হতে পারে ফ্লাইট চলাচল

বগুড়া বিমানবন্দর। ছবি: সংগৃহীত

বগুড়া বিমানবন্দরের কার্যক্রম চালুর প্রস্তুতি প্রায় চূড়ান্ত। ১১ কোটিরও বেশি টাকা ব্যয়ে বিমানবন্দরের রানওয়ে, ট্যাক্সিওয়ে, ডাম্বল এবং এপ্রোন সারফেসের উন্নয়ন কাজ চলছে পুরোদমে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জুলাই মাসেই বগুড়া থেকে অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু হবে।

এ তথ্য নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ—বেবিচক। শুধু বগুড়াই নয়, দেশের আরও সাতটি পরিত্যক্ত বিমানবন্দর সচল করতে কাজ করছে সরকার। এর মধ্যে রয়েছে ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুমিল্লা, শমসেরনগর (মৌলভীবাজার) এবং রাজধানীর তেজগাঁও বিমানবন্দর।

বেবিচক সূত্র বলছে, এসব পরিত্যক্ত বিমানবন্দর চালু হলে সড়ক ও রেলপথের ওপর চাপ কমবে এবং দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে রাজধানীর সংযোগ আরও সহজ হবে। ফলে শিল্প, ব্যবসা ও পর্যটনে নতুন গতি সঞ্চার হবে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া গণমাধ্যমকে জানান, “বাণিজ্যিকভাবে বিমান পরিচালনার জন্য কিছুটা সময় লাগবে। তবে এক থেকে দেড় বছরের মধ্যে এসব বিমানবন্দর পুরোপুরি সচল করা যাবে।”

তবে এসব বিমানবন্দরে যাত্রী পরিবহনের মতো ফ্লাইট পরিচালনায় সবচেয়ে বড় বাধা রানওয়ের দৈর্ঘ্য ও অবকাঠামো। অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, একটি যাত্রীবাহী বিমানের ওঠানামার জন্য ৬ থেকে ৮ হাজার ফুট রানওয়ে দরকার, অথচ পরিত্যক্ত এই বিমানবন্দরগুলোতে রানওয়ের দৈর্ঘ্য মাত্র ৩ থেকে সাড়ে ৩ হাজার ফুট।

বেবিচক জানিয়েছে, ইতোমধ্যে হুদাবাসি চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মের সহায়তায় বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে। যেখানে সংস্কার কাজ আগে শেষ হবে, সেখানে ফ্লাইট পরিচালনা শুরু হবে আগে।

উল্লেখ্য, দেশে ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল ২৮টি বিমানবন্দর। বর্তমানে আন্তর্জাতিক মানের বিমানবন্দর রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে। অভ্যন্তরীণ রুটে সচল রয়েছে রাজশাহী, যশোর, সৈয়দপুর ও বরিশাল বিমানবন্দর।

নতুন করে চালু হতে যাওয়া সাতটি বিমানবন্দর যুক্ত হলে দেশের অভ্যন্তরীণ বিমান যোগাযোগে বড় বিপ্লব ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Header Ad
Header Ad

বেনজীরকে বোট ক্লাব থেকে বহিষ্কার, ৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ছবি: সংগৃহীত

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ঢাকা বোট ক্লাব থেকে বহিষ্কারের কারণ প্রকাশ করেছেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট নাসির মাহমুদ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে ক্লাবের রিভারভিউ লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বেনজীর আহমেদ ক্ষমতার অপব্যবহার করে ক্লাব দখল করে রেখেছিলেন এবং আর্থিক অনিয়মে জড়িত ছিলেন।

সংবাদ সম্মেলনে নাসির মাহমুদ বলেন, “বেনজীর আহমেদ কোনো নির্বাচনের মাধ্যমে নয়, জোর করে ক্লাবের সভাপতি পদে বসেছিলেন। সামাজিক সম্মান পেতেই তিনি এই পদে ছিলেন, তবে ক্লাবের নিয়ম-কানুন তিনি মানেননি। এমনকি আমি নিজে তিন বছর ক্লাবে আসার সাহস পাইনি, কারণ তিনি তাঁর প্রভাব খাটিয়ে আমাকে ক্লাবে প্রবেশ করতে দেননি।”

তিনি জানান, ক্লাবের প্রায় ৩২ কোটি টাকার আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে পুনরায় চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম হুদাবাসিকে নিয়োগ দেওয়া হয়েছে। অনিয়মের পরিমাণ আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

নাসির মাহমুদ অভিযোগ করেন, বেনজীরের ভয়ে তিনি ক্লাবে যাওয়া বন্ধ করে দেন, তবে আইনি লড়াই চালিয়ে গেছেন। “তিনবার আমি তাঁকে লিগ্যাল নোটিশ দিয়েছি। পরে তিনি বুঝতে পারেন আমি আইনগতভাবে সঠিক পথে আছি এবং তখনই আলোচনায় বসতে চান।”

তিনি আরও বলেন, “ক্লাবের প্রেসিডেন্ট হয়ে বেনজীর কেউকেটা হয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি কোনো নিয়ম মানেননি, কোনো রিপোর্ট সাবমিট করেননি। ক্লাবের অস্তিত্বই হুমকির মুখে পড়ে গিয়েছিল।”

ক্লাবের সাবেক সেক্রেটারি লে. কমান্ডার (অব.) তাহসিন আমিনকেও আর্থিক অনিয়মের অভিযোগে সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। ক্লাবের প্রথম নির্বাচিত নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই বহিষ্কার কার্যকর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থার কথাও জানানো হয়।

সংবাদ সম্মেলনে আলোচিত পরীমনি ঘটনার প্রসঙ্গও আসে। এ নিয়ে নাসির মাহমুদ বলেন, “পরীমনি এই ক্লাবের সদস্য ছিলেন না, তিনি অতিথি হয়ে এসেছিলেন। অনুমতি ছাড়াই ক্লাবে প্রবেশ করেছিলেন। আমি এর প্রতিবাদ করায় উল্টো আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।”

নাসির মাহমুদ দাবি করেন, বেনজীরের প্রভাব ও চাপের কারণে তাঁরা একসময় প্রেসিডেন্ট পদ ছেড়ে দিতে বাধ্য হন। তবে নির্বাচনের দাবিতে বারবার নোটিশ দেওয়ার পর ২০২৩ সালের ২৪ জুন নির্বাচনের তারিখ দিতে বাধ্য হন বেনজীর।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী কমিটির সদস্য মো. নকিব সরকার অপু, মো. জেসমুল হুদা মেহেদী অপু, আসমা আজিজ, এ কে এম আইয়াজ আলী (খোকন), আলীম আল কাজী (তুহিন), খালেদা আক্তার জাহান, মির্জা অনিক ইসলাম প্রমুখ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভেঙে গেল পরীমনি-সাদীর প্রেম? রহস্যময় পোস্টে তোলপাড় নেটদুনিয়া
বগুড়া বিমানবন্দর চালুর প্রস্তুতি চূড়ান্ত, জুলাই থেকেই শুরু হতে পারে ফ্লাইট চলাচল
বেনজীরকে বোট ক্লাব থেকে বহিষ্কার, ৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ঢাকায় আবারও আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ড. ইউনূসের পদত্যাগ দাবি
২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে আশাবাদী মেসি, সিদ্ধান্ত নেবেন সময়মতো
পশ্চিমবঙ্গে সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য ‘অযৌক্তিক’: ভারত
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
দাদা ও চাচার বিরুদ্ধে স্কুলছাত্রীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ
গত ৯ মাসে এক আকাশ ভালোবাসা অর্জন করেছি : প্রেসসচিব
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে আগ্রহ দেখায়নি বেসরকারি চ্যানেল, দেখাবে বিটিভি
সন্ত্রাসী তালিকা থেকে তালেবানকে বাদ দিলো রাশিয়া
ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব আছে, জানালেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
ব্রাজিলের ভক্তদের ‘বানরের’ সঙ্গে তুলনা, নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টিনা
নারীরা কেন বয়সে ছোট পুরুষের সঙ্গে প্রেমে জড়াচ্ছেন?
জুলাই-মার্চ মাসে ৩০.২৫ বিলিয়ন ডলার পোশাক রফতানি করেছে বাংলাদেশ
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবুও ১০ কিলোমিটার চালিয়ে ৬০ যাত্রীকে বাঁচালেন চালক
কোলের সন্তান বিক্রি করে অলংকার, মোবাইল কিনলেন মা
চুয়াডাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে দু’জন নিহত
ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত ৩৮
হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪