ভালোবাসা দিবসে প্রাক্তনের নামে তেলাপোকার নাম রাখার সুযোগ
ছবি সংগৃহিত
সম্পর্ক চুকে গেলে চক্ষুশূল হয়ে যান প্রাক্তন। পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর একজনে পরিণত হন একসময়ের স্বপ্নের মানুষটি। সর্বক্ষেত্রে না হলেও অধিকাংশ ক্ষেত্রে এটাই সত্য। প্রাক্তনের ওপর জমে থাকা তীব্র ঘৃণা, ক্ষোভ বা বিরক্তি উপশম করতে কতজন কত অদ্ভুত কাণ্ডই না করেন। এবার তাঁদের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের ব্রঙ্কস চিড়িয়াখানা কর্তৃপক্ষ। প্রাক্তনের নামে তেলাপোকার নাম রাখার সুযোগ দিচ্ছে তারা। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উদ্যাপনের অংশ হিসেবে এমন আয়োজন করেছে চিড়িয়াখানাটি।
শুধু প্রাক্তন প্রেমিক–প্রেমিকাই নয়; অফিসের বস, পুরোনো বন্ধু বা আত্মীয়স্বজন—যিনিই আপনার বিরক্তির কারণ, তাঁর নামেই রাখতে পারেন তেলাপোকার নাম। চিড়িয়াখানাটির ওয়েবসাইটে গিয়ে যথাযথ নিয়ম মেনে নথিভুক্ত করে রাখতে পারেন সেই নাম। অবশ্য এ জন্য নিবন্ধন ফি হিসেবে সামান্য অনুদান দিতে হবে। সর্বনিম্ন ১৫ ডলার। ওয়েবসাইটভুক্ত করার পর চাইলে সেই মানুষটির কাছে তেলাপোকার নামযুক্ত একটি ই-কার্ডও পাঠাতে পারবেন। সত্যিই এমন করা হলে তিনি ঠিক কেমন ভড়কে যাবেন একবার ভাবুন তো!
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইন’স ডে)। এনডিটিভির খবরে বলা হয়, দিবসটিতে প্রাক্তনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে, অস্বাভাবিক উপায়ে অনুভূতি প্রকাশে লোকজনকে এমন প্রস্তাব (অফার) দিচ্ছে যুক্তরাষ্ট্রের ব্রঙ্কস চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
নামকরণের বিষয়টি সংশ্লিষ্ট প্রাক্তনকে ই-মেইল করে জানিয়ে দেবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ই-মেইলে থাকবে একটি রঙিন প্রশংসাপত্র। এতে উল্লেখ থাকবে, তাঁর (প্রাক্তন) সম্মানে একটি মাদাগাস্কার হিসিং তেলাপোকার নামকরণ করা হয়েছে।
এই নামকরণের ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতে বলেছে প্রতিষ্ঠানটি। কোনোভাবেই বিদ্বেষপূর্ণ শব্দ বা অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না। ইতিমধ্যে ভালো–মন্দ নানা রকম মিশ্র প্রতিক্রিয়া পেতে শুরু করেছে তারা। যেমন একজন লিখেছেন, ‘আমি টরন্টো চিড়িয়াখানাকে ভালোবাসি। কিন্তু এভাবে নয়। এটি আমার কাছে আগাগোড়াই অপ্রয়োজনীয় নিষ্ঠুরতা মনে হচ্ছে।’
আরেকজন লিখেছেন, ‘এ ধরনের ক্যাম্পেইনের আমি দারুণ ভক্ত। বহুদিন হলো আমার প্রেমিকা আমাকে অন্যায়ভাবে ছেড়ে গেছেন। এই ভালোবাসা দিবসটি বদলা নেওয়ার এক মোক্ষম সুযোগ।’