তিন বিভাগীয় কমিশনারসহ ৮ জনকে হাইকোর্টে তলব

হাইকোর্ট। ছবি: সংগৃহীত
অবৈধ ইটভাটা ও ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তার ব্যাখ্যা দিতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বিভাগীয় কমিশনারকে তলব করেছেন হাইকোর্ট। একইসঙ্গে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাটের ডিসি ও সাভার-ধামরাই উপজেলার ইউএনওকেও তলব করা হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
২০২২ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট পিটিশন দাখিল করে, যাতে অবৈধ ইটভাটা বন্ধে আদালতের নির্দেশনার পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠে।
এরপর ২০২২ সালের ১৩ নভেম্বর আদালত অবৈধ ইটভাটাগুলো বন্ধে রুল জারি করে এবং ২৮ নভেম্বর বিভাগের কমিশনারদের কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেয়। কিন্তু, নতুন প্রতিবেদন অনুযায়ী, বন্ধকৃত ইটভাটাগুলোর কার্যক্রম আবারও চলতে দেখা গেছে। এ কারণে আদালতে একটি সম্পূরক আবেদন করা হলে, আদালত এ কর্মকর্তাদের ব্যাখ্যা শুনতে তাদের তলব করেছে।
