বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা

ছবি: সংগৃহীত

চেক প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার ষষ্ঠ যুগ্ম মহানগর দায়রা জজ হুমায়ুন কবির এ আদেশ দেন। আদালতে মামলাটি দায়ের করেন তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তি।

মামলার বাদী তোফাজ্জল হোসেনের আইনজীবী অ্যাডভোকেট মো. মিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ আদালতে এ মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আসামিরা উপস্থিত না থাকায় আদালত অভিযোগ গঠন করে তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। পরবর্তী তারিখে সাক্ষ্য গ্রহণ হবে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিদের প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের পক্ষ থেকে বিশেষ ছাড়ে মোটরসাইকেল বিক্রির অফার অনলাইনের (ইভ্যালি ডটকম) মাধ্যমে দেখতে পেয়ে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ১ লাখ ৪৯ হাজার ৬৩৫ টাকা পরিশোধ করে একটি মোটরসাইকেল কেনার অর্ডার করেন তোফাজ্জল হোসেন। তাঁকে মোটরসাইকেলটি অর্ডারের ৪৫ দিনের মধ্যে ডেলিভারি করার কথা ছিল। তা না হলে মোটরসাইকেলের মূল্য বাবদ ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হবে। তবে নির্ধারিত সময়ে মোটরসাইকেলটি ডেলিভারি করতে না পারায় ২৮ জুন ২ লাখ ৫০ হাজার টাকার সিটি ব্যাংকের একটি চেক ইভ্যালি ডটকম লিমিটেডের পক্ষ থেকে সিনিয়র ম্যানেজার ফাইন্যান্স ও ম্যানেজার ফাইন্যান্স স্বাক্ষর করে তোফাজ্জল হোসেন বরাবর ইস্যু করেন।

ব্যাংকে টাকা উত্তোলন করতে গেলে চেকটি ডিজঅনার হয়। পরবর্তীতে তোফাজ্জল হোসেন আসামিদের বরাবর লিগ্যাল নোটিশ পাঠিয়ে ৩০ দিনের মধ্যে টাকা পরিশোধের তাগিদ দেন। তবু তাঁরা টাকা পরিশোধ না করায় তোফাজ্জল হোসেন বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেন।

Header Ad
Header Ad

বিরামপুরে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ

ছবি : ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৪টায় জোতবানী ইউনিয়নের চাকুল নারুলী নুরুল হুদা হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর অঞ্চলের খোলাহাটি ক্যান্টনমেন্টের ৭ হর্স ইউনিটের উপ-অধিনায়ক ও মধ্যপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এস এম আশিক-উজ-জামান, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, খোলাহাটি ক্যান্টনমেন্টের ৭ হর্স ইউনিটের ক্যাপ্টেন রায়হান-উল-হাসান এবং জোতবানী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক উপস্থিত থেকে এই কম্বল বিতরণ করেন।

এ সময় স্থানীয় দরিদ্র, বৃদ্ধ ব্যক্তি এবং দুটি এতিমখানার মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে উন্নতমানের ২০০টি কম্বল বিতরণ করা হয়।

Header Ad
Header Ad

এস আলমের দুই ছেলসহ ৫৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের দুই ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলমসহ ৫৪ জনের বিরুদ্ধে এক হাজার ১১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।

এই অর্থ চট্টগ্রামের ইসলামী ব্যাংকের জুবিলী রোড শাখা থেকে আত্মসাত করা হয়। বুধবার (৮ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

মামলায় আসামিদের মধ্যে রয়েছেন মেসার্স ইউনাইটেড সুপার ট্রেডার্সের মালিক মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী, ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, বর্তমান এসভিপি ও শাখাপ্রধান সোহেল আমান এবং সাবেক শাখাপ্রধান শাহাদাত হোসেন। এছাড়াও অন্তত ৩০ জন ইসলামী ব্যাংকের কর্মকর্তা এই মামলায় অভিযুক্ত হয়েছেন।

এর আগে, গত ডিসেম্বরে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ১ হাজার ৯২ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমের বিরুদ্ধে আরেকটি মামলা করেছিল দুদক। ব্যাংকিং খাতের এই ধরনের অনিয়ম ও দুর্নীতির ঘটনা নিয়ে দেশজুড়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Header Ad
Header Ad

উদ্যোক্তা হিসেবে সাফল্যের অমূল্য হাতিয়ার ‘স্টোরিটেলিং’

উদ্যোক্তা হিসেবে সাফল্যের অমূল্য হাতিয়ার ‘স্টোরিটেলিং’। ছবি: সংগৃহীত

উদ্যোক্তা হিসেবে আপনি কেবল একটি প্রোডাক্ট তৈরি করেন না, আপনি তৈরি করেন একটি গল্প। একটি ব্যবসার পেছনে থাকা উদ্দেশ্য, সমাধান এবং মূল্যবোধকে যতটা সুন্দরভাবে উপস্থাপন করা যায়, ততটাই শক্তিশালী হয় সেই ব্যবসার অবস্থান। আর এই কাজটি করতে গেলে আপনার প্রয়োজন স্টোরিটেলিং দক্ষতা।


স্টোরিটেলিং কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ? স্টোরিটেলিং কেবল গল্প বলার মাধ্যম নয়। এটি হলো এমন একটি দক্ষতা, যা তথ্য, আবেগ, এবং অভিজ্ঞতাকে একত্রিত করে মানুষকে প্রভাবিত করে।স্টোরিটেলিংয়ের মাধ্যমে আপনি

• আপনার আইডিয়াকে বিনিয়োগকারীদের সামনে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারেন।

• কাস্টমারদের সঙ্গে একটি ব্যক্তিগত সংযোগ তৈরি করতে পারেন।

• আপনার ব্র্যান্ডের প্রতি মানুষের আস্থা এবং অনুপ্রেরণা জাগাতে পারেন।

গবেষণা বলছে, মানুষের মস্তিষ্ক তথ্যের পরিবর্তে গল্পের প্রতি বেশি প্রতিক্রিয়া দেখায়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক সমীক্ষায় দেখা গেছে, একটি তথ্যবহুল উপস্থাপনার চেয়ে একটি গল্পভিত্তিক উপস্থাপনা ২২ গুণ বেশি প্রভাব ফেলতে পারে।উদ্যোক্তা জীবনে স্টোরিটেলিংয়ের ভূমিকাউদ্যোক্তা হতে গেলে আপনাকে শুধু একটি প্রোডাক্ট বা সেবা তৈরি করলেই চলবে না। আপনাকে সেটি মানুষের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। আর এই জায়গায় স্টোরিটেলিং একটি অনন্য ভূমিকা পালন করে।

১. ব্র্যান্ড ভ্যালু তৈরিতে স্টোরিটেলিংব্র্যান্ডের মূল উদ্দেশ্য এবং মূল্যবোধ তুলে ধরতে স্টোরিটেলিং অতুলনীয়। উদাহরণস্বরূপ, Nike সবসময় তাদের বিজ্ঞাপনে শুধু প্রোডাক্ট নয়, বরং "মানুষের ইচ্ছাশক্তি এবং সাফল্যের গল্প" তুলে ধরে। এই গল্পগুলোই তাদের ব্র্যান্ডকে একটি বৈশ্বিক পরিচয়ে পরিণত করেছে।

২. বিনিয়োগকারীদের আকৃষ্ট করাযখন আপনি একটি প্রোডাক্ট নিয়ে বিনিয়োগকারীদের সামনে যান, তারা শুধু আর্থিক দিকটাই দেখে না। তারা দেখে, আপনি কীভাবে আপনার ভিশনকে ব্যাখ্যা করছেন।

• আপনি যদি একটি আকর্ষণীয় গল্প বলতে পারেন, যেখানে আপনি সমস্যার গভীরতা এবং সমাধানের স্পষ্ট রূপরেখা তুলে ধরেন, তবে বিনিয়োগকারীরা আপনার আইডিয়াতে আস্থা রাখবে।

• উদাহরণ: Elon Musk তার Tesla এবং SpaceX-এর প্রেজেন্টেশনে শুধু প্রযুক্তি নয়, বরং তার ভিশন এবং মানবজাতির ভবিষ্যৎ উন্নতির গল্প শোনান।৩. কাস্টমারের মন জয় করাএকটি ভালো গল্প কাস্টমারদের প্রোডাক্টের সঙ্গে আবেগগতভাবে সংযুক্ত করে।

• উদাহরণ: Airbnb তাদের প্রাথমিক সময়ে শুধুমাত্র একটি ভাড়ার প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের উপস্থাপন করেনি। তারা কাস্টমারদের "ঘরের মতো অনুভূতি" দেওয়ার গল্প বলেছে।৪. টিম বিল্ডিং এবং মোটিভেশনএকজন উদ্যোক্তা হিসেবে আপনার টিমকে উদ্বুদ্ধ করা এবং সঠিক লক্ষ্যের দিকে পরিচালিত করাও স্টোরিটেলিংয়ের মাধ্যমে সহজ হয়ে ওঠে।

• যখন আপনি একটি গল্পের মাধ্যমে আপনার ভিশন ব্যাখ্যা করেন, তখন টিমের সদস্যরা সেটিকে তাদের নিজের লক্ষ্য হিসেবে দেখতে শুরু করে।কীভাবে স্টোরিটেলিং দক্ষতা উন্নত করবেন?

১. একটি মানবিক দৃষ্টিভঙ্গি তৈরি করুনআপনার গল্পে সমস্যা এবং সমাধানকে মানবিক দৃষ্টিতে তুলে ধরুন।

• উদাহরণ: যদি আপনার প্রোডাক্ট স্বাস্থ্যসেবার জন্য হয়, তাহলে কেবল প্রযুক্তির কথা না বলে, বলুন কীভাবে এটি একজন রোগীর জীবন পরিবর্তন করবে।

২. দর্শকের মনোভাব বোঝার চেষ্টা করুনআপনার শ্রোতা কে, তারা কী চায়, এবং তাদের চাহিদা বা সমস্যার কী সমাধান আপনি দিতে পারেন এসব বুঝে গল্প তৈরি করুন।

৩. গল্পকে সহজ এবং সরল রাখুনআপনার গল্পে অপ্রয়োজনীয় তথ্য যোগ করবেন না। একটি সরল গল্প শ্রোতাদের মনে সহজেই জায়গা করে নেয়।

৪. প্রাক্টিস এবং রিভিউ করুনগল্প বলার আগে বারবার প্র্যাক্টিস করুন। প্রেজেন্টেশনের পর দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে নিজেকে আরও উন্নত করুন। উদ্যোক্তাদের জন্য বাস্তব উদাহরণ Steve Jobs এবং AppleApple যখন প্রথম iPhone লঞ্চ করেছিল, Steve Jobs শুধু একটি ডিভাইস দেখাননি। তিনি বলেছিলেন,"Today, we’re going to reinvent the phone.।’’

এই একটি বাক্যের মধ্যেই তিনি কাস্টমারদের মনে একটি গল্প বুনেছিলেন যে তারা এমন কিছু পেতে যাচ্ছে, যা তাদের জীবন বদলে দেবে।ব্র্যাক এবং গ্রামীণ ব্যাংকবাংলাদেশের ব্র্যাক এবং গ্রামীণ ব্যাংকের গল্প কেবল তাদের সেবা নয়, বরং গ্রামের মানুষের জীবনধারার উন্নতির একটি কাহিনী। এই গল্পগুলো তাদের আস্থা এবং গ্রহণযোগ্যতা বাড়িয়েছে।


স্টোরিটেলিং শুধু একটি স্কিল নয়; এটি উদ্যোক্তা জীবনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। আপনার প্রোডাক্ট বা সেবাকে যদি মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে না পারেন, তবে সেটি যত ভালোই হোক না কেন, তা সাফল্যের মুখ দেখবে না।তাই স্টোরিটেলিং শিখুন, আপনার ব্যবসার গল্প তৈরি করুন, এবং সেটি এমনভাবে বলুন যেন এটি শুধু একটি পণ্য নয়, বরং একটি অভিজ্ঞতা এবং মূল্যবোধের প্রতীক হয়ে ওঠে।

লেখক: মীর হাসিব মাহমুদ

চীফ বিজনেজ অফিসার, গোইয়ারা লিমিটেড 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিরামপুরে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ
এস আলমের দুই ছেলসহ ৫৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
উদ্যোক্তা হিসেবে সাফল্যের অমূল্য হাতিয়ার ‘স্টোরিটেলিং’
৩২ কোটি টাকার তদবির বাণিজ্য নিয়ে যা বললেন সমন্বয়ক রাফি
ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ!
ব্রাজিল থেকে এলো না ৪৯৫ টাকা কেজি মাংস
এ বছর থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু: শিক্ষা উপদেষ্টা
কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প
জ্বিনের মাধ্যমে গর্ভধারণের আশ্বাস, ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে আলামিন
শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ: রিজভী
হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা : হাসনাত আবদুল্লাহ
সৌদি আরবে ভয়াবহ বন্যা, হাই রেড অ্যালার্ট জারি
নওগাঁয় সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা
এতো বড় বড় সংস্কার দরকার নেই, নির্বাচনের তারিখ ঘোষণা করুন
ঢাকা-১০ আসনের সাবেক এমপি মহিউদ্দিন গ্রেফতার
খেজুর গুড়ে ভেজাল না মেশানোর শপথ নিলেন গাছিরা
বঙ্গমাতার পরিবর্তে আবু সাঈদের নামে বিএসএমএমইউ কনভেনশন সেন্টার
ফাজলামি পাইছেন, ২ তালায় বলে ৪ তালায় তুলছেন: সাবেক খাদ্যমন্ত্রী
লন্ডনে খালেদা জিয়াকে স্বাগত জানালেন তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা
গ্রামীণ ব্যাংকের মালিকানা ৫ শতাংশ করার পরিকল্পনা সরকারের