শ্লীলতাহানি মামলার আসামির জজ পদে যোগদান স্থগিত
১৩তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে সহকারী জজ পদে নিয়োগ পাওয়া শাহ্ পরানের যোগদান স্থগিত করেছে মন্ত্রণালয়। তার বিরুদ্ধে এক বছর আগে এক নারীকে বাসে শ্লীলতাহানি করার মামলা রয়েছে যা এখনও বিচারাধীন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নেত্রকোনায় সহকারী জজ (শিক্ষানবিস) হিসেবে যোগদান করার কথা ছিল শাহ্ পরানের। তার নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) এ সম্পর্কিত একটি আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রণালয় বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, শাহ পরানের বিরুদ্ধে ফৌজদারী মামলা চলমান থাকার বিষয়টি আইন ও বিচার বিভাগ অবগত ছিল না। এছাড়া, মো. শাহ্ পরান তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টিও আইন ও বিভাগকে জানায়নি। বিষয়টি আইন ও বিভাগের গোচরীভূত হওয়ার পর তার সহকারী জজ (শিক্ষানবিশ) পদে যোগদানের কার্যক্রম বাংলাদেশ সুপ্রীম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত,বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ১৩তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা ২০১৯ এর মাধ্যমে প্রার্থী মো. শাহ্ পরান-কে সহকারী জজ পদে নিয়োগের জন্য আইন ও বিচার বিভাগে সুপারিশ করে। সেই প্রেক্ষিতে, মো. শাহ্ পরানের সহকারী জজ পদে নিয়োগের আগে তার প্রাক-পরিচয় যাচাইয়ের জন্য আইন ও বিচার বিভাগ হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার প্রাক-পরিচয় যাচাইপূর্বক মন্তব্যসহ প্রতিবেদন পেশ করে। সেখানে মো. শাহ্ পরান সম্পর্কে কোন বিরূপ তথ্য পাওয়া যায়নি মর্মে উল্লেখ করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বাংলাদেশ সুপ্রীম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন ও বিচার বিভাগের ২৫ নভেম্বর ২০২১ তারিখের প্রজ্ঞাপনমূলে মো. শাহ্ পরানকে সহকারী জজ (শিক্ষানবিশ) পদে নিয়োগ প্রদান করে নেত্রকোনায় পদায়ন করা হয়েছিল।
/এএন