রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ | ১২ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বিশেষ সাক্ষাৎকার 

‘আমি কাজকে ভালোবেসে কাজ করার চেষ্টা করছি’

ড. হাছান মাহমুদ। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম-৭ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বেলজিয়াম লিম্বুর্গ ইউনিভার্সিটি সেন্ট্রাম, এনভায়রনেমন্টাল সায়েন্স: পরিবেশ রসায়নে পিএইচডি করা হাছান মাহমুদ এর আগে ২০০৯ থেকে ২০১৪ সাল মেয়াদে প্রথমে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পরে পরিবেশ ও বন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া এই নেতা পরবর্তী সময়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের চট্টগ্রাম ও জাতীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এখন সরকারের সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

গত ২৩ নভেম্বর ঢাকাপ্রকাশ-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ড. হাছান মাহমুদ কথা বলেছেন গত প্রায় চার বছরে তার মন্ত্রণালয়ের সফলতা, বিভিন্ন কর্মকাণ্ড, গণমাধ্যম, ডিজিটাল নিরাপত্তা আইন, রাজনীতি, আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশসহ বিভিন্ন বিষয়ে। 

ঢাকাপ্রকাশ: আপনি দায়িত্ব নেওয়ার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে। কাজে গতি এসেছে। অনেক বিষয়ে অগ্রগতি হয়েছে। এ সম্পর্কে যদি আপনি কিছু বলেন।

ড. হাছান মাহমুদ: দেখুন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর আমি চেষ্টা করেছি আমার সমস্ত আন্তরিকতা দিয়ে মন্ত্রণালয়ের কাজে গতি আনার জন্য। একইসঙ্গে বহু বছরের ঝুলন্ত সমস্যাগুলো সমাধান করার জন্য। যেমন আমরা তিন দশক ধরে চেষ্টা করেছি বিটিভি ভারতবর্ষে প্রদর্শনের জন্য। কিন্তু সেই চেষ্টায় আমরা সফল হইনি। কিন্তু  প্রধানমন্ত্রী ২০১৯ সালের জানুয়ারি মাসে আমাকে দায়িত্ব দেওয়ার পর সেপ্টেম্বর মাস থেকে ভারতে বিটিভি ফ্রি ডিসের মাধ্যমে সেখানে প্রদর্শিত হচ্ছে। সমগ্র ভারতবর্ষে। একই সঙ্গে বাংলাদেশ বেতারও সেখানে শোনা যাচ্ছে।

আপনারা জানেন যে, আগে টেলিভিশনগুলোতে কোনো সিরিয়াল ছিল না। কোনটার পর কোনটা, সেটা এলাকা ভেদে একেক রকম হতো। মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়ার পরও সেটা হয়নি। কিন্তু আমি কঠোর হস্তে এটি কার্যকর করেছি। যেমন এখন সম্প্রচারের তারিখ অর্থাৎ যেই টেলিভিশন যেই সময় সম্প্রচার হচ্ছে সে অনুযায়ী একটা ক্রম নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সেই ক্রম অনুযায়ী সারা দেশে টেলিভিশনগুলো প্রদর্শিত হচ্ছে। সেই ক্রম আগে-পিছে করার জন্য ক্যাবল অপারেটরদের সঙ্গে অনেক ধরনের অনিয়ম করতে হতো টেলিভিশন মালিকদেরকে। সেটি এখন বন্ধ হয়েছে।

আপনারা জানেন যে, বাংলাদেশে বিদেশি চ্যানেলগুলো…দেশে আইন আছে। সেই আইন অনুযায়ী বাংলাদেশে কোনো বিদেশি চ্যানেল বিজ্ঞাপন প্রদর্শিত করতে পারে না। একই আইন ভারত, পাকিস্তানসহ অন্যান্য দেশে আছে, ইউরোপ, আমেরিকায় আছে। সেখানে বিদেশি চ্যানেলে কোনো রকম বিজ্ঞাপন প্রদর্শন করতে পারে না। আমাদের দেশে এই আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হচ্ছিল। আমরা গত বছর থেকে সে আইন কঠোরভাবে কার্যকর করেছি। এখন শুধুমাত্র সেই সমস্ত বিদেশি চ্যানেলই বাংলাদেশে সম্প্রচারিত হয় যারা বিজ্ঞাপনহীন ক্লিনফিড পাঠায়। এটা একটা বড় অগ্রগতি এবং এটি না করার জন্য বহু শক্তিশালী মহল এটার পিছনে যুক্ত ছিল। কিন্তু আমরা কোনো মহলের কাছে নতিস্বীকার করিনি। সেটি কার্যকর করা হয়েছে। একইসঙ্গে আমরা সম্প্রচার মাধ্যমকে ডিজিটালাইজড করার কাজ করছি। এরই মধ্যে বাংলাদেশ ডিজিটাইলাইজড হয়ে গেলেও বাংলাদেশের সম্প্রচার মাধ্যম ডিজিটালাইজড হয়নি। আমরা এটা নিয়ে কাজ করছি এবং বহুদূর এগিয়েছি। হাইকোর্টে একটা মামলা হওয়ার কারণে সেটা কিছুটা পিছিয়ে গেছে। আমরা আশা করছি সেই মামলাটা নিষ্পত্তি করে আমরা এটিও কার্যকর করতে সক্ষম হব।

এ ছাড়া, আপানার জানেন যে, আমাদের পিআইডি দীর্ঘদিন ধরে কাজ করছে। সেখানে আধুনিক যুগের সঙ্গে সমন্বয় করে যে কাজ সেটির জন্য পিআইডিকে সেভাবে ঢেলে সাজানো হয়নি। আমরা সেটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি। আপনারা দেখতে পাবেন যে, কিছুদিন পর পিআইডি আগের তুলনায় আরও অনেক বেশি কার্যকরিভাবে কাজ করছে। এখন আগের তুলনায় ভালো করছে।   

আরও নানা ধরনের পদক্ষেপ আমরা নিয়েছি। চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট করেছি। সেটি চলচ্চিত্র শিল্পীদের বহু বছরের দাবি ছিল। কিন্তু কার্যকর হয়নি। সেটি আমরা করেছি। সংসদে আইন পাস হয়েছে। শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠিত হয়েছে। এই ট্রাস্টের মাধ্যমে টেলিভিশন শিল্পীরাও যাতে সেখান থেকে সহায়তা পেতে পারে সেই ব্যবস্থাও রাখা হয়েছে। এভাবে বহু কাজ করা হয়েছে। আমাদের পিআইবি থেকে শুরু করে অন্য যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোকে গতিশীল করা হয়েছে। আপনারা জানেন যে, আমাদের চলচ্চিত্র অনেকটা মুখ থুবড়ে পড়েছিল বলা যায়। আমাদের সিনেমা হলের সংখ্যা ১০০ তে নেমে এসেছিল। এখন সেখানে এই করোনা মহামারির মধ্যেও গত কয়েক মাসে আরও ২০০ এর বেশি সিনেমা হল চালু হয়েছে। আগামী ছয় মাস, এক বছরের মধ্যে আরও বহু সিনেমা হল চালু হবে। ইতিমধ্যে মধ্যবিত্তরা হলে ফিরে এসেছেন। বহু সিনেমা তারমধ্যে কিছু অনুদানের সিনেমা আছে। বহু সিনেমা বক্স অফিস হিট করেছে। মানুষ সিনেমা দেখতে যাচ্ছে। এটি বিরাট একটা পরিবর্তন। আমরা করতে পেরেছি। করোনা মহামারি না থাকলে আরও অনেক কিছু করা আমাদের পক্ষে সম্ভব হতো।

প্রশ্ন হচ্ছে এগুলো কীভাবে সম্ভব হলো? প্রথম হচ্ছে আপনি যখনই আমাকে কোনো কাজ দেন না কেন আমি সেটি মনপ্রাণ দিয়ে করার চেষ্টা করি। আমাকে যখন প্রধানমন্ত্রী পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন তখনো আমি আমার সমস্ত সততা ও আন্তরিকতা দিয়ে করার করার চেষ্টা করেছি। এখানেও আমি সেই চেষ্টা করে যাচ্ছি। প্রথমত কাজকে ভালোবাসতে হয়। কাজকে যদি ভালো না বাসে কেউ তাহলে পারফর্ম করতে পারে না। প্রধানমন্ত্রী আমাকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর প্রথমে আমি কাজকে ভালোবাসতে চেষ্টা করেছি এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করে যাচ্ছি।

ঢাকাপ্রকাশ: অনলাইন গণমাধ্যম নিয়ে আপনার ভাবনা কী? দেশে এখন অনেক অনলাইন। যদিও অনলাইন অনুমোদন দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। তারপরও দেখা যাচ্ছে ঘরে ঘরে অনলাইন। এসব অনলাইন অনেক সময় বুমেরাং হয়ে দেখা দেয়। দেখা গেল গুজব ছড়িয়ে দিচ্ছে, ভুয়া রিপোর্ট দিচ্ছে, ব্যক্তি বিশেষের বিরুদ্ধে মিথ্যাচার করছে। এ নিয়ে আপনাদের ভাবনা কী?

ড. হাছান মাহমুদ: দেশের অনলাইন গণমাধ্যমকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছি। অনেকগুলো অনলাইনকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, অনেকগুলো অনলাইনকে বন্ধও করা হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন দেওয়া যেমন একটা চলমান প্রক্রিয়া। বন্ধ করাটাও একটা চলমান প্রক্রিয়া। কিন্তু যেভাবে ব্যাঙের ছাতার মতো অনলাইন, আসলে এত অনলাইনের তো প্রয়োজন নেই। অনেকেই অসৎ উদ্দেশে এ সমস্ত অনলাইন চালু করে এবং সেটার অফিস নেই ঠিকমত। ঘরের মধ্যে থেকে করে। আমরা সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং আইডেন্টিফাই করার পর ব্যবস্থা নেওয়া হয়।

ঢাকাপ্রকাশ: ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে এখনো নানা আলোচনা-সমালোচনা অব্যাহত আছে। বিভিন্ন সভা-সেমিনারেও আলোচনা-সমালোচনা হচ্ছে। এটি সংশোধন, পরিবর্তন, পরিমার্জনের কোনো চিন্তাভাবনা কি সরকারের আছে?

ড. হাছান মাহমুদ: দেখুন ডিজিটাল নিরাপত্তা আইনটি হচ্ছে বাংলাদেশের মানুষকে ডিজিটাল সিকিরিউটি দেওয়ার জন্য। এটি একজন সাংবাদিককে সিকিউরিটি দেওয়ার জন্য, একজন গৃহিণীকে ডিজিটাল নিরাপত্তা দেওয়ার জন্য। একজন চাকরিজীবীকে, কৃষককে, একজন ছাত্রকে, একজন মহিলাকে, একজন তরুণীকে ডিজিটাল নিরাপত্তা দেওয়ার জন্যই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এই আইনের সাহায্য নিয়ে বহু সাংবাদিকও মামলা করেছেন এবং প্রতিকার পেয়েছেন। এই আইনের সাহায্য নিয়ে বহু সাধারণ মানুষ মামলা করেছেন। এটি কোনো বিশেষ ব্যক্তি-গোষ্ঠীর বিরুদ্ধে নয়। সাধারণ মানুষের কল্যাণের জন্য এ আইন।  

দেশ যখন ডিজিটাল ছিল না, তখন এই আইনেরও কোনো প্রয়োজন ছিল না। দেশ যখন ডিজিটাল হয়ে গেছে সুতরাং তখন ডিজিটাল নিরাপত্তা দিতে হবে। ডিজিটালি যখন কোনো গুজব ছড়ানো হয় সেটির বিরুদ্ধে কোনো আইনে ব্যবস্থা নেওয়া হবে? সেটির জন্য তো একটা আইন দরকার। সেই আইনটিই হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। যখন একজন মানুষের চরিত্র হনন করা হয় অনলাইন বা স্যোশাল মিডিয়াতে তখন এর বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেওয়া হবে। সেজন্য তো একটা আইন দরকার। সে জন্যই ডিজিটাল সিকিউরিটি আইন।

একজন মহিলার বিরুদ্ধে চরিত্র হননমূলক অপপ্রচার চালানো হয়, একজন সাধারণ মানুষের বিরুদ্ধে নানা ধরনের  অপপ্রচার চালানো হয়, একজন জীবন্ত মানুষকে স্যোশাল মিডিয়ায় মেরে ফেলা হয়, গুজব রটানো হয়। সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তো একটা আইন দরকার। সেই আইনটিই হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। তো এ আইন সবার জন্য। এই আইনের যাতে অপব্যবহার না হয়, এ আইন দ্বারা যাতে সাংবাদিকদের কোনোরকম হয়রানি না করা হয় সে নিয়েও আমরা সচেষ্ট আছি। এখন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সাংবাদিকদের বিরুদ্ধে সহজেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করা যায় না।

ঢাকাপ্রকাশ: আগামী ১০ ডিসেম্বর বিএনপি ঢাকাতে একটা সমাবেশের ডাক দিয়েছে। এর মধ্যে তারা দেশের সকল বিভাগীয় শহরে সমাবেশ করছে এবং করেছে। তারা বলছে যে, আগামী ১০ ডিসেম্বর চূড়ান্তভাবে সরকার পতনের কর্মসূচি ঘোষণা করা হবে। সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে বিষযটিকে আপনি কীভাবে দেখেন?

ড. হাছান মাহমুদ: দেখুন নির্বাচন ঘনিয়ে এসেছে তো। বিএনপি মুখে যাই বলুক তারা নির্বাচনে যাবেন, তারা দলকে চাঙ্গা করার জন্য এগুলো করছে। তারা চট্টগ্রামে সমাবেশের ডাক দিয়ে বলেছিল ১০ লাখ মানুষের সমাবেশ করবে। সেখানে এক লাখ পুরাতে পারে নাই। সুতরাং ঢাকা শহরে কী হবে সেটা আমরা বুঝি। খালি কলসি বাজার মতো বাজছে। বা বর্ষাকালে ব্যাঙ ডাকার মতো। বর্ষাকালের ব্যাঙ কিন্তু খুব ছোট, আওয়াজটা অনেক বড়। তো ওদের আওয়াজ হচ্ছে খালি কলসি বেশি বাজার মতো আর বর্ষাকালে ব্যাঙের ডাকার মতো।

ঢাকাপ্রকাশ: বিরোধী দল যদি আন্দোলনের যায়, আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকার পতনের দিকে যায়, সেক্ষেত্রে সরকারের ভাবনাটা কী? তাদের কীভাবে মোকবাবিলা করবেন? আর রাজনৈতিক দল হিসেবেও আওয়ামী লীগ কীভাবে মোকাবিলা করবে?

ড. হাছান মাহমুদ: দেখুন, উনারা তো আন্দোলনে আছেন। ২০১৩,১৪ ও ১৫ সালে উনাদের আন্দোলনের নমুনা দেখেছি। উনারা সবসময় আন্দোলনে আছেন। উনাদের মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছি। দেশের জনগণ আমাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনবার সরকার গঠন করার সুযোগ করে দিয়েছে। তো উনাদের এবারকার আন্দোলনে আমাদের একটা লাভ হয়েছে। এবারকার আন্দোলনের প্রেক্ষিতে, উনারা সাম্প্রতিক যে সমাবেশগুলো করছে এতে দেখতে পাচ্ছেন আমাদের সমাবেশগুলোও আগের চেয়ে অনেক বড় হচ্ছে। আমাদের কর্মীরাও চাঙ্গা হয়েছেন। এটুকু লাভ আমাদের হয়েছে।

ঢাকাপ্রকাশ: গত দুটি জাতীয় নির্বাচন নিয়ে নানাপ্রশ্ন আছে দেশের ভেতরে-বাইরে। বিএনপি ইতিমধ্যে বিদেশিদের দারস্থ হয়েছে। বিদেশি কূটনীতিকরাও বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আগামী নির্বাচন নিয়ে নানা কথা বলছেন এবং তারা বলছেন, একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন চান তারা। বিষয়টি বিশেষ করে বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের রাজনীতি নিয়ে নাক গলানোর বিষয়টিকে কীভাবে দেখছেন?

ড. হাছান মাহমুদ: প্রথমত কূটনৈতিক শিষ্টাচার বলে একটা কথা আছে। তো আমরা সব সময় বলে আসছি কূটনৈতিক শিষ্টাচার বিদেশি রাষ্ট্রদূতদের বা বিদেশি দূতাবাসের যারা বাংলাদেশে পোস্টিং নিয়ে আসেন তাদের এটি অনুসরণ করা উচিত। কিন্তু বিষয়টা হচ্ছে তাদের চেয়েও বেশি দোষী হচ্ছে বিএনপি। বিদেশি কূটনীতিকরা এই নাক গলানোর সুযোগ কখনোই পেত না যদি বিএনপি বা অন্যান্য দল গিয়ে কূটনীতিকদের দুয়ারে ধরনা না দিত। বিএনপি তো জনগণের কাছে না গিয়ে বিদেশি কূটনীতিকদের কাছেই বেশি যায়। যে কারণে বিদেশি কূটনীতিকদের তারা উৎসাহিত করে। উদ্বুদ্ধ করে এ বিষয়ে কিছু বলার জন্য, কিংবা নাক গলানোর জন্য। তবে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে কারও কিছু করা উচিত নয়।

ঢাকাপ্রকাশ: আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল। এই কাউন্সিলে আওয়ামী লীগে নতুন নেতৃত্ব বিশেষ সাধারণ সম্পাদক পদে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কি আছে?

ড. হাছান মাহমুদ: দেখুন সেটা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাই নির্ধারণ করবেন। কাউন্সিলারদের মতামতের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাই এ বিঢয়টি ঠিক করবেন। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।

ঢাকাপ্রকাশ: জাতীয় নির্বাচনের আর মাত্র এক বছর বাকি। দেশে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনসহ প্রচুর গণমাধ্যম রয়েছে। নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের প্রতি আপনার কোনো পরামর্শ…

ড. হাছান মাহমুদ: প্রথমত হচ্ছে গণমাধ্যম সমাজের দর্পণ। আমি গণমাধ্যমে কাছে যেটি প্রত্যাশা করব, অনেক সময় দেখা যায় যে কিছু কিছু গণমাধ্যম, কিছু কিছু পত্রিকা এবং দু’একটি টেলিভিশনে বিরোধী দলের ছোট সমাবেশকে বড় করে দেখানোর একটা টেনডেন্সি আছে। আবার সরকারি দলের, আওয়ামী লীগের বড় সমাবেশকে ঠিক সেভাবে কভারেজ দেওয়া হয় না। এগুলো কিন্তু সঠিক নয়। এভাবে করা সমীচীন নয়। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। যেই সমাবেশ যতটুকু প্রচার পাওয়া দরকার ততটুকু প্রচার দিতে হবে। আবার কিছু কিছু গণমাধ্যম দেখা যায় যে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যায়। গণমাধ্যম রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া সমীচীন নয়।

আমি গণমাধ্যমের কাছে সবিনয়ে যেটি নিবেদন রাখব সেটি হচ্ছে গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করবে। সরকারি দল হোক আর বিরোধী দল হোক যেটুকু প্রচার পাওয়া দরকার সেটিই করবে। সেখানে কাউকে ফুলিয়ে ফাঁফিয়ে দেখানোর টেনডেন্সিটা পরিহার করুন। একইসঙ্গে কোনো নেতিবাচক খবর থাকলে কোনো কোনো গণমাধ্যমে সেটি ফলাও করে প্রচার হয়। কিন্তু ইতিবাচক সংবাদটা সেভাবে প্রচার পায় না। এটিও ঠিক নয়। অবশ্যই নেতিবাচক সংবাদ পরিবেশিত হবে। একইসঙ্গে জাতির যে অর্জন, আজকে দেশটা যে বদলে গেল, স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশ হলো এবং দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলো, আজকে পৃথিবী যে দেশের প্রশংসা করছে সে বিষয়গুলো গণমাধ্যমে প্রচার হওয়া দরকার। আমরা যখন মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেলাম তখন ভারতের পত্রপত্রিকায় যেভাবে প্রচার পেয়েছে, যেভাবে শোরগোল হয়েছে আমাদের দেশে সেভাবে হয়নি। যেটি আমাকে খুব অবাক করেছে।

ঢাকাপ্রকাশ: দীর্ঘ সময় দেওয়ার জন্য ঢাকাপ্রকাশ-এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ড. হাছান মাহমুদ: ঢাকাপ্রকাশ-কেও ধন্যবাদ।

এমএমএ/
 

Header Ad
Header Ad

দেশের প্রথম সেনাপ্রধান কে এম সফিউল্লাহ মারা গেছেন

কে এম সফিউল্লাহ বীর উত্তম। ছবি: সংগৃহীত

দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) কে এম সফিউল্লাহ বীর উত্তম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ছিলেন তিনি।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কে এম সফিউল্লাহর ব্যক্তিগত সহকারী জিয়ার রহমান মনি এ তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন রণাঙ্গনের এ বীর। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডে জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়াসহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি।

১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্ম গ্রহণ করেন কে এম সফিউল্লাহ। ১৯৭১ সালে সফিউল্লাহ ছিলেন জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান। তার নেতৃত্বেই ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে। মুক্তিযুদ্ধের শুরুতে সফিউল্লাহ ছিলেন ৩ নম্বর সেক্টরের কমান্ডার। পরে তিনটি নিয়মিত আর্মি ব্রিগেড (ফোর্স নামে পরিচিত) গঠিত হলে একটিতে নেতৃত্ব দেন সফিউল্লাহ। তার নামানুসারে সেই ফোর্সের নাম ছিল ‘এস’ ফোর্স। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ‘বীর উত্তম’ (দেশের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার) খেতাবও পান তিনি।

দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন সফিউল্লাহ। পরে মালয়েশিয়া, কানাডা, সুইডেন, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ১৯৯১ সালে দেশে ফিরে এলে তাকে এক বছর ওএসডি করে রাখা হয়। পরের বছর তিনি স্বেচ্ছায় অবসরে যান।

Header Ad
Header Ad

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা  

ছবিঃ সংগৃহীত

৫ আগষ্ট হাসিনা সরকার পতনের পর পাকিস্তান আর বাংলাদেশের বানিজ্য যাত্রা নতুন মাত্রা শুরু হয়েছে। গত কিছুদিন আগে চাল এসছে সমুদ্র পথে। সমুদ্রের পর এবার আকাশপথেও বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে পাকিস্তান। চলতি বছর যেকোনো সময় চালু হবে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে কাজ চলছে ভিসা জটিলতা নিরসন নিয়েও।

এবার পাকিস্তানের সাথে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন। এতে করে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।

রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদমাধ্যমটি বলছে, শনিবার দেশটির কাইবার-পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে ইকবাল হুসেইন দুই দেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্কের ওপর জোর দেন এবং ভ্রমণ ও যোগাযোগের সুবিধার্থে সরাসরি ফ্লাইট চালু করার অভিপ্রায় ব্যক্ত করেন।

তিনি উল্লেখ করেছেন, এই ধরনের পদক্ষেপ উভয় দেশের মধ্যে পর্যটন, শিক্ষা এবং বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে। হাইকমিশনার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরেন এবং এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে উল্লেখ করেন।

তিনি মত প্রকাশের স্বাধীনতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির ওপর জোর দেন এবং উল্লেখ করেন, কীভাবে সোশ্যাল মিডিয়া তরুণ প্রজন্মকে তাদের অধিকারের কথা বলার ক্ষমতা দিয়েছে এবং সেটি দেশে বাকস্বাধীনতার শক্তিশালী সংস্কৃতিতে অবদান রেখেছে।

হাইকমিশনার ইকবাল হুসেইন খাইবার পাখতুনখাওয়াতে বিশেষ করে স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে বিনিয়োগের বিশাল সুযোগের কথাও উল্লেখ করেছেন। তিনি পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদার কথাও উল্লেখ করেন এবং এর পাশাপাশি চট্টগ্রাম এবং করাচিকে সংযুক্তকারী শিপিং রুটের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য চলছে বলেও জানান।

হাইকমিশনার বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়েও কথা বলেন এবং প্রধান অগ্রাধিকার হিসেবে অর্থনৈতিক উন্নয়নে তার দেশের ফোকাস রয়েছে বলেও পুনর্ব্যক্ত করেন। তিনি প্রতিরক্ষা খাতে ব্যতিক্রমী সক্ষমতার জন্য পাকিস্তানের বিমানবাহিনীর প্রশংসাও করেন।

Header Ad
Header Ad

১৪ যুগ্ম জেলা জজকে পদোন্নতি  

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ১৪ জন যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫ এর সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

পদোন্নতি দিয়ে তাদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।

পদোন্নতি পাওয়া বিচারকরা হলেন এস, এম, মাসুদ আমান, সেলিনা আক্তার, ফারহানা ভূঁইয়া, মোহাম্মদ আব্দুল হাই, অসীম কুমার দে, খালেদা ইয়াসমিন, আব্দুল কুদ্দুস, মোছা. রুবিনা পারভীন, সানজিদা আফরীন দীবা, মো. আব্দুল্লল্লাহ আল মামুন, মো. কামরুজ্জামান, মোহাম্মদ নেজাম উদ্দীন, মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল এবং মো. শাহিনুর রহমান।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দেশের প্রথম সেনাপ্রধান কে এম সফিউল্লাহ মারা গেছেন
বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা  
১৪ যুগ্ম জেলা জজকে পদোন্নতি  
নওগাঁয় আকাশে ঝলমলে রোদ, তবুও তাপমাত্রা সর্বনিম্ন
১৯৭১ সালের আগে জন্মালে আমাকেও রাজাকার উপাধি দিতো: আজহারী  
মেসে মিলল জবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ পুলিশের ধরণা আত্মহত্যা  
যুদ্ধ বাধিয়ে অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের রেকর্ড  
আজ গুলশান ২, যে কারণে এড়িয়ে চলবেন  
সুদানের হাসপাতালে ড্রোন হামলা, নিহত ৬৭  
বিপিএলের মাঝপথে অস্ট্রেলিয়ান 'হোস্ট' নিয়োগ দিলো ঢাকা  
ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চায় তারা: পরীমণি  
১৪ আদিবাসী জুম্ম জাতি নিশ্চিহ্ন হওয়ার পথে : সন্তু লারমা  
কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ১৩ শান্তিরক্ষী নিহত    
বছরের প্রথম উন্মুক্ত কনসার্টে গাইবেন জেমসসহ ৭ ব্যান্ড
বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত নামের তালিকা স্থগিত
আ. লীগের মন্ত্রী-এমপিদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ‘আপা’ নামে যুক্ত শেখ হাসিনা
ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ২০০ ফিলিস্তিনি
গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়
বৌভাতের অনুষ্ঠানে পান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
পরীমণির আগমন ঠেকাতে মুসল্লীদের কর্মসূচি, চাপে অনুষ্ঠান স্থগিত