শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

রিপন সাঘাটা-ফুলছড়িতে বহিরাগত: বুবলী

বাবার আসনে নৌকার হাল ধরতে প্রাণপণ চেষ্টা করছেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী। মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার কন্যা বুবলী। তবে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে সরব রয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। ঢাকাপ্রকাশ-কে দেওয়া সাক্ষাৎকারে ফারজানা রাব্বী বুবলী বলেছেন, রিপনকে ‘ফুলছড়ি-সাঘাটার মানুষ বহিরাগত মনে করে। আসলে ফুলছড়ি-সাঘাটার লোকজন রিপনকে কখনই আপন মনে করে না। তাকে মহিমাগঞ্জের লোক মনে করে। সুতরাং সে যদি এমপি হতে চায়, গোবিন্দগঞ্জে রাজনীতি করেও এমপি হওয়ার সুযোগ আছে।

ঢাকাপ্রকাশ: আপনি কতদিন ধরে রাজনীতিতে আছেন?

ফারজানা রাব্বী বুবলী: দেখুন, বুঝ হওয়ার পর থেকেই দেখে আসছি যে, আমাদের গ্রামের বাড়িতে ও শহরের বাড়িতে শত-শত মানুষর আনা-গোনা। বাবা-মা শিখিয়েছেন, কীভাবে সেসব মানুষকে সম্মান দিতে হয়, আপ্যায়ন করতে হয় বা তাদের কীভাবে সাহায্য করতে হয়। সুতরাং, আপনি বলতে পারেন যে, আমি ১২-১৩ বছর বয়স থেকেই রাজনীতির সঙ্গে জড়িত।

ঢাকাপ্রকাশ: তার মানে ছোটবেলা থেকেই আপনি একধরনের ইনফরমাল রাজনীতিতে ছিলেন?

ফারজানা রাব্বী বুবলী: আমি জানি না, আপনি ফরমাল বা ইনফরমাল রাজনীতি বলতে কী বুঝাতে চাচ্ছেন। আমার সাধারণ জ্ঞানে রাজনীতি মানে হচ্ছে- মানুষের সেবা করা। যেটা জাতির পিতা বঙ্গবন্ধু সারাজীবন করে গেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন করে যাচ্ছেন এবং আমার প্রয়াত বাবা ফজলে রাব্বী সাহেব করেছেন। আমি তাদের অনুসারী হয়ে সেই কাজটিই দীর্ঘদিন ধরে করে যাচ্ছি।

ঢাকাপ্রকাশ: আমি জানতে চাচ্ছিলাম রাজনীতিতে আপনার অতীত ও বর্তমান পদ-পদবির বিষয়ে...

ফারজানা রাব্বী বুবলী: দেখুন, আমার প্রয়াত বাবা কর্মীবান্ধব রাজনীতিক ছিলেন। তিনি মনে করতেন যে, তার কর্মীরাই মূল সংগঠন ও অঙ্গসংগঠন সমূহের পদ-পদবি। তিনি ইচ্ছা করলে অনেক আগে থেকেই আমাকে পদ দেওয়ার ব্যবস্থা করতে পারতেন। আমার বাবাও বলতেন, জেলা-উপজেলায় যেন ত্যাগী ও পরীক্ষিত কর্মীরা বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার কমিটিতে স্থান পায়।

ঢাকাপ্রকাশ: আমি জানতে চাচ্ছি আপনি পদ-পদবিসহ রাজনীতিতে কবে আসলেন?

ফারজানা রাব্বী বুবলী: দেখুন, মানুষের জন্য রাজনীতি করতে চাইলে পদ-পদবি দরকার হয় না। আপনার আশপাশের নেতা-কর্মীরা যদি আপনাকে অন্তর থেকে নেতা বলে মনে না করে, অর্থাৎ মানসিকভাবে আপনাকে যদি নেতা হিসেবে গ্রহণ না করে, আপনি কোনো জেলা-উপজেলার সভাপতি/সাধারণ সম্পাদক হয়ে হয়তো সংগঠনের জন্য কিছু অবদান রাখতে পারবেন না। আপনারা লক্ষ্য করছেন যে, জাতির পিতার ছোট কন্যা শেখ রেহানা আন্টি, জয় ভাই, ববি ভাই ও পুতুল আপা কোনো পদবিতে নেই। কিন্তু তারা দিন-রাত বাংলাদেশের মানুষের জন্য চিন্তা-ভাবনা করেন এবং তাদের জন্য কাজ করেন। আর সেজন্যই, বাংলাদেশের জনগণ ও আওয়ামী লীগের কর্মীরা তাদের সবাইকে মন থেকে নেতার আসনে বসিয়ে রেখেছেন। এবার আপনার প্রশ্নের যদি সরাসরি উত্তর দেই তাহলে বলতে হয়, আমি ২০১৬ সাল থেকে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে ছিলাম এবং পরে ২০২২ সালের ১৪ মার্চ থেকে সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করে আসছি।



ঢাকাপ্রকাশ: তাহলে এ কথা বলা যায় যে, আপনি পদবিসহ ও পদবি ছাড়া দুইভাবেই রাজনীতিতে সময় দিয়ে আসছেন?

ফারজানা রাব্বী বুবলী: আমি আবারও বলব পদবি রাজনীতিতে মুখ্য বিষয় নয়। মানুষ আপনাকে আপনার কর্মের জন্য অন্তর থেকে নেতা ভাবে কি-না সেটাই মুখ্য। যখন আপনি পদ-পদবি পেয়েও কর্মীদের কাছে গ্রহণযোগ্য হবেন না, তখন বুঝতে হবে আপনি সত্যিকার অর্থে রাজনীতি করছেন না।

ঢাকাপ্রকাশ: তাহলে আপনি বলতে চাচ্ছেন সাঘাটা ফুলছড়ির নেতা-কর্মীরা অন্তর থেকে আপনাকে নেতা হিসেবে গ্রহণ করেছে?

ফারজানা রাব্বী বুবলী: এই প্রশ্নটা সাঘাটা-ফুলছড়ির নেতা-কর্মীকে জিজ্ঞেস করুন, উপযুক্ত উত্তরটা পেয়ে যাবেন। আমি শুধু এইটুকু বলতে পারি সাঘাটা-ফুলছড়ির নেতা-কর্মীদের আমি নিজের পরিবারের সদস্যদের মতো ভাবি। তারাও আমাকে তাদের খুব কাছের আপনজন মনে করে। আমার বাড়িতে এমন কোনো দিন নেই যেখানে ৪০০-৫০০ লোকের আনাগোনা হয় না।

ঢাকাপ্রকাশ: ফুলছড়ি-সাঘাটা উপজেলার আওয়ামী লীগের কমিটি থেকে কে কে এই উপনির্বাচনে আওয়ামী লীগের নমিনেশন তুলবেন?

ফারজানা রাব্বী বুবলী: এটাতো আপনারা ইতোমধ্যে বিভিন্ন পত্রিকায় দেখার কথা। আমার সঙ্গে দুই উপজেলার দুইজন সভাপতির খোলামেলা কথা হয়েছে। আমি মনে করি যে, তারা আওয়ামী লীগ থেকে নমিনেশন চাওয়ার মতো যোগ্যতা রাখেন এবং তাদের কাউকে আওয়ামী লীগ নমিনেশন দিলে আমি অবশ্যই তাদের জন্য কাজ করব। তারা আমাকে খোলামেলা বলেছেন যে, আমি নমিনেশন পেলে তারা দুইজনসহ দুই উপজেলার আওয়ামী লীগের সব নেতা-কর্মীরা ভীষণ খুশী হবেন। দুই উপজেলার সব নেতা-কর্মীরা আমার জন্য দিন-রাত উৎসবমুখর পরিবেশ কাজ করে যাচ্ছেন।



ঢাকাপ্রকাশ: তাহলে আপনি বলতে চাচ্ছেন যে, দুই উপজেলার নেতারা নমিনেশন ফরম তুললেও নির্বাচনের সময় আপনাদের মধ্যে কোনো গ্রুপিং থাকবে না?

ফারজানা রাব্বী বুবলী: মোটেই না। আমি তো ফুলছড়ি উপজেলার সভাপতি জিএম সেলিম পারভেজ কাকাকে এবং সাঘাটা উপজেলার সভাপতি টিটু ভাইকে খোলামেলাভাবেই বলেছি, চলেন এক সঙ্গে আওয়ামী লীগের অফিস থেকে নমিনেশন কিনব, আবার এক সঙ্গে জমা দেব। আমাদের মধ্য যেই নমিনেশন পাবে, আমরা একজন আরেকজনের জন্য একশভাগ আন্তরিকতার সঙ্গে কাজ করব। এটা কোনো কথার কথা নয়। এটা আমাদের সবার অন্তরের কথা।

ঢাকাপ্রকাশ: কিন্তু আপনি তো আপনার সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী মাহমুদ হাসান রিপনের বিরুদ্ধে এক ধরনের গ্রুপিংয়ের রাজনীতি....

ফারজানা রাব্বী বুবলী: আমি ও আমার প্রয়াত বাবা আমরা কখনো কোনো গ্রুপিং সৃষ্টি করিনি। আমরা বঙ্গবন্ধুর শেখানো রাজনীতি করি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনীতি করি, অর্থাৎ আওয়ামী লীগ করি। আমাদের সঙ্গে কোনো নেতার কোনো কথায় ভুল বোঝাবুঝি হয়ে থাকলে, আমরা সেটা কখনো মনে ধরে রাখি না। পরবর্তীতে কখনো দেখা হলে আমরা আবার হাসি মুখেই কথা বলি। আমি ও আমার বাবা, আমরা কখনোই কোনো নেতা-কর্মীকে দূরে ঠেলে দিইনি এবং ভবিষ্যতেও দেব না। আর রিপন সাহেব এর উল্টোটা করেন। মোট কথা আমাদের সঙ্গে কারো কোনো গ্রুপিং নেই।

ঢাকাপ্রকাশ: মাহমুদ হাসান রিপন যেহেতু ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, তিনি তো এলাকায় একটা নিজস্ব বলয় তৈরি করতেই পারেন।

ফারজানা রাব্বী বুবলী: তার সৌভাগ্য যে, তিনি স্কুল-কলেজে কোনোদিন ছাত্রলীগের রাজনীতি না করেই, বিশ্ববিদ্যালয় গিয়ে সরাসরি সভাপতি হয়েছেন। তার পরিবারের কেউ আওয়ামী লীগ করত না। যখন বগুড়া আজিজুল হক কলেজে পড়ে, তখন তার আপন বড় ভাইয়ের সঙ্গে যে মেসে থাকত, সেটি ছিল ছাত্রদল-ছাত্রশিবিরের আস্তানা। তার বড় তাই সে সময় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন। যেহেতু তিনি ওই ধারার কিছু লোকজন নিয়ে চলাফেরা করেন, তাই একটা গ্রুপ লালন পালন করেন। আর আপনারা অনেকেই জানেন না যে, তার জন্ম ও বেড়ে ওঠা আমাদের পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে। তার তথাকথিত গ্রুপের ৯০ ভাগ লোকজন আসে ওইসব এলাকা থেকে মোটরসাইকেলের বহর নিয়ে। যাদের ফুলছড়ি-সাঘাটার মানুষ বহিরাগত মনে করে। আসলে ফুলছড়ি-সাঘাটার লোকজন রিপনকে কখনই আপন মনে করে না। তাকে মহিমাগঞ্জের লোক মনে করে। সুতরাং সে যদি এমপি হতে চায়, গোবিন্দগঞ্জে রাজনীতি করেও এমপি হওয়ার সুযোগ আছে।

ঢাকাপ্রকাশ: আপনি আওয়ামী লীগের নমিনেশন পাওয়ার ক্ষেত্রে কতখানি আশাবাদী?

ফারজানা রাব্বী বুবলী: একশত ভাগ আশাবাদী। আমি তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে রাজনীতি করি। আমি মাসে প্রায় ২০ দিন গ্রামে থাকি। দুইটা উপজেলার নেতা-কর্মী ও সাধারণ মানুষ আমার বাড়িতে যখন-তখন আসতে পারে। তাদের সুখ-দুঃখ সবকিছুই আমার সঙ্গে শেয়ার করে। তারা আমাকে তাদের আপনজন মনে করতে শুরু করেছে আমি যখন বুঝতে শিখেছি। এখানে একটা বিষয় না বললেই নয়, আমার বাবা-মাসহ পুরো পরিবার যদিও ঢাকায় থাকত। কিন্তু আমার বাবা আমাকে আমার গ্রামের বাড়ি আমার দাদির কাছে রেখে আমাকে এসএসসি পর্যন্ত পড়িয়েছেন। তারপর আমি ঢাকা ক্যান্টনমেন্ট শহীদ আনোয়ারা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পর্যন্ত পড়া লেখা করলেও আমার বাবার সঙ্গে আমি ঘন-ঘন গ্রামে যেতাম।

ঢাকাপ্রকাশ: আপনি যেহেতু আপনার স্কুল-কলেজের প্রসঙ্গ এনেছেন, তাই আপনার শিক্ষাগত যোগ্যতা, বয়স ও আপনার স্বামী সন্তান নিয়ে কথা বলাটা মনে হয় অসমীচীন হবে না?

ফারজানা রাব্বী বুবলী: আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার পরপরই আমি বিয়ে করি ২০০১ সালে। বর্তমানে আমি এলএলবি সমাপ্ত করার পথে আছি। বয়স আমার ৪১ চলছে। এখানে উল্লেখ্য যে, আমার বাবাও প্রথম এমপি হয়ছিলেন ৪০ বছর বয়সে। দুই ছেলে, স্বামী ও শাশুড়ি নিয়ে আমার সংসার। আমার স্বামী ব্যারিস্টার হিসেবে প্র্যাকটিস করার পর একজন বিচারপতি হিসেবে হাইকোর্টে প্রায় ১১ বছর ধরে দায়িত্ব পালন করছেন।

ঢাকাপ্রকাশ: বাংলাদেশে তো কোনো বিচারপতির স্ত্রী সরাসরি রাজনীতিতে নেই। এটা একটু বেমানান হলো কী?

ফারজানা রাব্বী বুবলী: আমার জন্ম রাজনৈতিক পরিবারে এবং আমার বুঝ হওয়ার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আমার সৌভাগ্য যে, আমার বিয়ে হয়েছে একজন মনে-প্রাণে রাজনৈতিক ব্যক্তির সঙ্গে। তিনি বিচারপতি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলন এবং পাশাপাশি ফুলছড়ি-সাঘাটা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন সমূহের নেতা-কর্মীদের সুখ-দুঃখের সঙ্গে জড়িত ছিলেন। আমি বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে পৃথিবীর সবচেয়ে ভালো কাজ রাজনীতিকে সেবা হিসেবে গ্রহণ করছি, যেটি আমাদের সংবিধান আমাদের বিশেষ করে নারীদের রাজনীতিতে আসার জন্য উৎসাহিত করছে।

ঢাকাপ্রকাশ: কী কারণে আপনি আওয়ামী লীগের নমিনেশন পাওয়ার যোগ্য বলে মনে করেন? একইভাবে কী কারণে আপনার প্রতিদ্বন্দ্বী মাহমুদ হাসান রিপন মনোনয়ন পাবেন না বলে মনে করেন?

ফারজানা রাব্বী বুবলী: ইতোপূর্বে আমি বলছি যে,তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ মানুষকে আমি আমার জীবনের সবচেয়ে বেশি সময় দিয়েছি এবং ভবিষ্যতেও দিতে থাকব। দুই উপজেলাতেও আমার প্রাণপ্রিয় সংগঠনকে আরও শক্তিশালী করতে পারব। কারণ সব বয়সী নেতা-কর্মীই আমার সঙ্গে উঠা-বসা করতে স্বাচ্ছ্যন্দ বোধ করে। যদি আমি এমপি হতে পারি তাহলে ফুলছড়ি-সাঘাটায় চিরতরে গ্রুপিংয়ের রাজনীতি বিদায় নেবে। আমার ৪১ বছর জীবন আমি আমার বাবার পদবির কারণে বা স্বামীর পদবির কারণে একদিকে যেমন নিজেকে কখনো ভিআইপি মনে করিনি, অন্যদিকে বাংলাদেশের কেউ কোনোদিন প্রশ্ন তুলতে পারবে না যে, আমি কারো কাছ থেকে কোনো সুবিধা নিয়েছি।

কিন্তু মাহমুদ হাসান রিপন সাহেব আমার পুরো উল্টো চরিত্রের মানুষ। তার সঙ্গে দেখা করতে হলেও মানুষকে অনেক কষ্ট করতে হয়। অন্যদিকে দুদক তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের জন্য ২০১২ সালে মামলা করে, যা এখনো চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়। তার শশুর ও চাচা শ্বশুর দুবাইতে দুইশত কোটি টাকা পাচার মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি। তার শ্বশুর ও চাচা শ্বশুর দুইজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুলাঙ্গার তারেক রহমানের বড় অর্থের যোগানদাতা। মাহমুদ হাসান রিপন মাঝে মধ্যেই দুবাই যাতায়াত করে থাকেন।

ঢাকাপ্রকাশ: দীর্ঘ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
ফারজানা রাব্বী বুবলী: আপনাকে ও ঢাকাপ্রকাশ পরিবারকেও ধন্যবাদ।

এনএইচবি/এসএন 

Header Ad
Header Ad

গাইবান্ধায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা। ছবি: সংগৃহীত

গাইবান্ধায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা খান মো. সাঈদ হোসেন জসিম (৪০) ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাক আহম্মেদ রঞ্জু (৪৮)কে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর শহরের পুরাতন বাজার এলাকার একোয়াস্টেট পাড়ার রঞ্জুর বাসা থেকে তাদের গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

খান মো. সাঈদ হোসেন জসিম গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র সহ-সভাপতি ছিলেন। তিনি পেশায় ঠিকাদার। তার বাড়ি গাইবান্ধা পৌর শহরের নতুন বাজার মহুরি পাড়ায় (বিহারি পট্টি)।

অপরদিকে, মোস্তাক আহম্মেদ রঞ্জু জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি পৌর শহরের পুরাতন বাজার এলাকার একোয়াস্টেট পাড়ার বাসিন্দা। ২০২০ সালে গাইবান্ধা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া তিনি গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র পরিচালকও ছিলেন।

গ্রেপ্তারি বিষয়ে গাইবান্ধা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা মোস্তাক আহম্মেদ রঞ্জুর বাড়িতে অভিযান চালান। সেখানে অবস্থান করা খান মো. সাঈদ হোসেন জসিমকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, তাদের বিরুদ্ধে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরের আগে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এদিকে, গ্রেপ্তারের পর সাঈদ হোসেন জসিম তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন, যেখানে তিনি দাবি করেন, ‘রাজনৈতিক মিথ্যা মামলায় গ্রেপ্তার হলাম। সবার দোয়া চাই।’

Header Ad
Header Ad

সংস্কার শেষে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা

বিমসটেক সম্মেলনে বক্তব্যকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, ‘আমি আমাদের জনগণকে আশ্বস্ত করেছি- এবার আমাদের দায়িত্ব সম্পন্ন হলে এবং প্রয়োজনীয় সংস্কার কার্যকর হলে, আমরা একটি মুক্ত, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবো।’

শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি নাগরিকের সংবিধানগত অধিকার নিশ্চিত করতে, বিশেষ করে নারী, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণের ক্ষেত্রে দৃঢ়প্রতিজ্ঞ।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ১৯৭১ সালে দেশের জনগণ নয় মাসের মুক্তিযুদ্ধে ভয়াবহ গণহত্যার শিকার হয়েছিলেন। তারা একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও স্বাধীন সমাজ গঠনের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু দুঃখজনকভাবে, গত ১৫ বছরে আমাদের জনগণ, বিশেষ করে তরুণ সমাজ, ক্রমাগত তাদের অধিকার হারিয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবক্ষয় ঘটেছে এবং নাগরিক অধিকারের চরম লঙ্ঘন হয়েছে। এ দমন-পীড়নের বিরুদ্ধে জনগণের বিপুল প্রতিরোধ গড়ে ওঠে এবং প্রায় দুই হাজার নিরপরাধ মানুষ, যার মধ্যে ১১৮ জন শিশু, এই আন্দোলনে জীবন উৎসর্গ করেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবার নতুনভাবে জন্ম নেয়।

ড. ইউনূস জানান, সংস্কার পরিকল্পনার অন্যতম মূল ভিত্তি। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে বিচারব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা, সরকারি প্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন সংস্থা এবং সংবিধান সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করেছে, যা জনসাধারণের মালিকানা, জবাবদিহি ও কল্যাণ নিশ্চিত করবে।

তিনি বলেন, শেখ হাসিনার দুর্নীতিবাজ ও স্বৈরাচারী শাসন থেকে বিদ্রোহের নেতৃত্বদানকারী এবং দেশকে মুক্তকারী ছাত্রনেতারা আমাকে আমাদের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। আমি জনগণের স্বার্থে দায়িত্ব নিতে রাজি হয়েছি।

বিমসটেক সম্মেলনে যোগ দিতে পেরে আনন্দিত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিমসটেক অঞ্চলের আমাদের প্রতিবেশী দেশগুলোর নেতাদের সঙ্গে এটিই আমার প্রথম সরাসরি আলাপচারিতা। ১৯৯৭ সালে থাইল্যান্ডে শুরু হওয়ার পর থেকে বিমসটেক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য থাইল্যান্ড সরকারের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। আমাদের আগমনের পর থেকে আমাকে এবং আমার প্রতিনিধিদলকে যে উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তা প্রদান করা হয়েছে তার জন্য আমি গভীর কৃতজ্ঞতা জানাতে চাই। বিমসটেক সচিবালয়ে নেতৃত্ব দেওয়ার জন্য মহাসচিব, রাষ্ট্রদূত ইন্দ্র মণি পান্ডের প্রতিও আমার কৃতজ্ঞতা।

Header Ad
Header Ad

নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: টুকু

বক্তব্য রাখছেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যে উদ্দেশ্য শহীদরা রক্ত দিয়েছে, সেই গণতন্ত্র একটি নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। কাজেই ভোটের অধিকারের প্রতিষ্ঠার যে দাবি, যেটি আমি মনে করি যৌক্তিক সময়েই এই সরকার প্রদক্ষেপ নিবে। সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে দেশের জনগণ ভোট প্রয়োগ করবে এটিই আমাদের সকলের প্রত্যাশা।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এই সরকার ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, কাজেই এই সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত বৃথা যাবে।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ’ উপলক্ষে আয়োজিত মিট দ্যা প্রেস এ তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, নির্বাচনের দাবি কিন্ত বাংলাদেশের আপামোড় জন সাধারণের। মানুষ ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারেনি। প্রায় ৩ কোটি ৬০ লাখ নতুন ভোটার হওয়ার সত্বেও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। কাজেই সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এ দেশের মানুষ ও জনগণ করেছে।

বিএনপির এই নেতা এক প্রশ্নে জবাবে আরও বলেন, যারা ফ্যাসিবাদ তারা এই দেশ থেকে পালিয়ে বিভিন্নভাবে পাশ্ববর্তী দেশে থেকে এই দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকম উষ্কানীমূলক বক্তব্য দিচ্ছে। সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, সেভাবে এদের ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দিবো।

এ সময় জেলা বিএনপি’র সহ-সভাপতি আলী ইমাম তপন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গাইবান্ধায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সংস্কার শেষে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা
নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: টুকু
যৌথবাহিনীর অভিযান: ৭ দিনে গ্রেপ্তার ৩৪১
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো নারীর
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, হোটেলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ব্যাংককে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ
রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ময়মনসিংহের ইয়াসিন নিহত
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা
অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে প্রশাসন, পুলিশ ও বিআরটিএ'র বিশেষ অভিযান
শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন
ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, শীর্ষেই আর্জেন্টিনা
পাহাড়ের প্রধান সমস্যা চাঁদাবাজি: স্বরাষ্ট্র উপদেষ্টা
সড়ক দুর্ঘটনায় নিহত হলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানিফা
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংকক পৌঁছালেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা ভারতের দাবি জয়শঙ্করের
ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনার ঘোষণার পরপরই স্বর্ণের দাম বৃদ্ধি
গাজীপুরে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় যুবকের মৃত্যু
গাজার অংশবিশেষ দখল করার ঘোষণা ইসরায়েলের