বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ২৯ মাঘ ১৪৩১
Dhaka Prokash

ভারতে গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণার দাবি, মোদিকে আল্টিমেটাম

ভারতে গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণার দাবি, মোদিকে ৩৩ দিনের আল্টিমেটাম। ছবি: সংগৃহীত

ভারতে গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণা করার দাবি জানিয়ে মোদি সরকারকে ৩৩ দিনের সময়সীমা বেধে দিয়েছেন দেশটির উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। আগামী ১৭ মার্চের মধ্যে (৩৩ দিন) সরকার যদি এই ঘোষণা না দেয় তাহলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

চরমপন্থি হিন্দু সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণা করার। তবে এতদিন এই দাবিকে বিশেষ আমল দেয়নি কেন্দ্রীয় সরকার। যার জেরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেছেন শঙ্করাচার্য।

মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আগামী ১৭ মার্চ পর্যন্ত কেন্দ্রকে সময় দিলাম। এর মধ্যে গোমাতাকে রাষ্ট্রমাতা হিসাবে ঘোষণা করতে হবে কেন্দ্র সরকারকে। তা যদি না করা হয় তাহলে দিল্লির রামলীলা ময়দানে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গো প্রতিষ্ঠা নির্ণায়ক দিবস আয়োজন করা হবে। সেখান থেকেই এই দাবিতে আমরা আন্দোলনে নামব। পরবর্তী রণকৌশল এখান থেকেই ঠিক করা হবে।”

দীর্ঘ দিন ধরেই এই দাবিতে আন্দোলন করে আসছেন শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। ২০২৩ সালের ২০ নভেম্বর গোপাল মণির নামক ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল ‘গো-ক্রান্তি মঞ্চ’। সেখানে চার শঙ্করাচার্য পীঠের সমর্থনে শুরু হয় এই আন্দোলন। ইতিমধ্যেই এই ইস্যুতে তিনটি গো সংসদ আয়োজিত হয়েছে।

২০২৪ সালে গোবর্ধন থেকে দিল্লি পর্যন্ত এই ইস্যুতে পদযাত্রাও করেন একাধিক হিন্দু সংগঠনের সদস্যরা। যদিও সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি। অবশেষে এই ইস্যুতে কেন্দ্রকে চরম সময়সীমা দিয়ে দিলেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী।

Header Ad
Header Ad

অপারেশন ডেভিল হান্ট: চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

পুলিশ সুপারের কার্যালয়, চুয়াডাঙ্গা। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দিনগত রাত ১২টা পর্যন্ত জেলার ৫টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা হলেন, সদর থানাধীন চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের মরহুম মোতালেব হোসেনের ছেলে ও মাখালডাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কর্ণেল (৪৩) ও একই গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে মাখালডাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আকতার হোসেন (৫০), একই উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামের ছালাউদ্দিনের ছেলে আওয়ামী লীগের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম (৩৫), আলমডাঙ্গা থানাধীন আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া গ্রামের মরহুম সিদ্দিকুর রহমানের ছেলে ১ নং ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি বজলুর রশিদ (৬৫)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আরও রয়েছেন- দামুড়হুদা মডেল থানাধীন দামুড়হুদা উপজেলা শহরের দশমী পাড়ার মরহুম ওয়াদুদ মন্ডলের ছেলে ৭নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য আবুল হাশেম (৫২), জীবননগর থানাধীন ওই উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের ঝড়– শেখের ছেলে একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবু সামা (৫০) এবং দর্শনা থানাধীন পৌর এলাকার জয়নগর কাস্টমপাড়ার মরহুম মোস্তফা ওরফে মোস্তব আলীর ছেলে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত আলী (৫২)।

তিনি আরো জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জেলার ৫টি থানায় বিস্ফোরক উপাদানবলী ৩/৬ ধারায়সহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা সকলেই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী। তাদের সকলকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

Header Ad
Header Ad

বিরামপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন। ছবি: ঢাকাপ্রকাশ

দিনাজপুর জেলার বিরামপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন প্রেমিকা। তবে লম্পট প্রেমিক উধাও। এদিকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলে জানিয়েছেন প্রেমিকা সিমলা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিরামপুর পৌরশহরের দেবীপুর বনখঞ্জা গ্রামে এ ঘটনা ঘটেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, শ্রী নয়নের মেয়ে শ্রীমতী সিমলার সাথে একই গ্রামের শ্রী ব্রজেন চক্রবর্তী এর ছেলে শ্রী মেঘনাথ চক্রবর্তী (২৫) বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে সিমলার সাথে অবৈধ মেলামেশা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রী মেঘনাথ চক্রবর্তী সিমলাকে ফুসলিয়ে মেঘনাথের মামা আপন (৪৫) এর ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় সিমলা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এলে লম্পট প্রেমিক মেঘনাথ পালিয়ে যায়। এলাকাবাসী সিমলাকে উদ্ধার করে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। সেই থেকে লম্পট মেঘনাথ পালিয়ে আছে। তার কোন খোঁজ পাচ্ছে না এই মর্মে গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রেমিকা সিমলা প্রেমিক মেঘনাথের বাড়িতে বিয়ের দাবিতে অনশন কর্মসূচি পালন করে । সিমলার বাবা বাদী হয়ে বিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে।

প্রেমিকা সিমলা জানান, মেঘনাথ আমাকে বিয়ে করবে বলে ৬/৭ বছর ধরে আমার সাথে অবৈধ সম্পর্ক ও মেলামেশা করে আসছে। এরই মাঝে আমার পরিবার ছেলের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দিলে, তারা সে প্রস্তাব না করে দেয় এবং আমাকে আমার পরিবার অন্য ছেলে দেখে বিয়ে দেয়। কিন্তু মেঘনাথের কারণে আমার ওই বিয়েও ছাড়াছাড়ি হয়ে যায়। আর এখন সেও আমাকে ফাঁকি দিচ্ছে। তাই আমি তার বাড়িতে এসেছি, সে আমাকে বিয়ে না করলে আমি এখানেই আত্মহত্যা করবো।

মেঘনাথের বড় ভাই শ্রী শান্ত জানান, রবিবার (৯ ফেব্রুয়ারি) তারা দুইজনেই আমার মামার বাড়িতে সময় কাটায়। এরপর থেকেই আমার ছোট ভাই মেঘনাথ বাড়িতে নাই। তার কোনো খোঁজ-খবর পাচ্ছি না।

এ বিষয়ে বিরামপুর থানার উপপরিদর্শক এসআই দুলু জানান,অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটনার তদন্ত করে এর সত্যতা পেয়েছি। কিন্তু, ছেলে বাড়িতে নাই। ছেলেকে হাজির করে বিষয়টি মিটিয়ে নিতে তার পরিবারকে বলা হয়েছে।

Header Ad
Header Ad

ঢাকার আবাসিক হোটেল থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর আওয়ামী লীগ নেতা আল আমিন সিকদার। ছবি: সংগৃহীত

রাজধানীর একটি আবাসিক হোটেলে লুকিয়ে ছিলেন পটুয়াখালীর এক আওয়ামী লীগ নেতা আল আমিন সিকদার (৫০)। পরে অপারেশন ডেভিল হান্ট -এর অভিযানে হোটেল থেকে আওয়ামী লীগ নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) তাদের উভয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ২টায় রাজধানীর গ্রিন রোডস্থ নাস আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার এসআই মো. বেলাল উদ্দিন।

গ্রেপ্তার আল আমিন সিকদার পটুয়াখালী পৌর আ.লীগের সিনিয়র সহসভাপতি। পেশায় ঠিকাদার বলে জানান তিনি নিজেই। এছাড়াও তিনি হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা যায়। অপর গ্রেপ্তার ব্যক্তির নাম সুব্রত সেন। তিনিও আ.লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা যায়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে রাজধানীর গ্রিনরোডে অবস্থিত আবাসিক নাস হোটেলে আ.লীগ নেতা আল আমিন লুকিয়ে অবস্থান করছেন। এ খবরে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আল আমিনকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা সুব্রত সেনকেও আটক করে পুলিশ। এসময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতারাও উপস্থিত ছিলেন।

পরে আটককৃতদের থানায় নিয়ে ঢাকার কলাবাগান বাসস্ট্যান্ড ও এর আশপাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাদের উভয়কে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো জানা যায়, আ.লীগ নেতা আল আমিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর থেকেই তিনি পালিয়ে বেড়াচ্ছেন। বিভিন্ন সময় বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও পালাতে পারেননি তিনি।

এ বিষয়ে কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাস আবাসিক হোটেল অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার তাদের উভয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অপারেশন ডেভিল হান্ট: চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
বিরামপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
ঢাকার আবাসিক হোটেল থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বাণিজ্যিকভাবে ‘যমুনা রেল সেতুতে’ ট্রেন চলাচল শুরু, স্বপ্নপূরণ উত্তরাঞ্চলবাসীর!
চুয়াডাঙ্গায় ভোক্তা সংরক্ষন অধিকার অভিযানে ব্যবসায়ীকে জরিমানা
গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত কাশেমের মৃত্যু
এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
চাকরিচ্যুত বিডিআরদের আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাস দিলেন হাসনাত
ভারতে গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণার দাবি, মোদিকে আল্টিমেটাম
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি: শান্ত
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’
লিবিয়া উপকূলে নৌকা ডুবে ১৬ পাকিস্তানির মৃত্যু
আয়নাঘর পরিদর্শন শেষে যা বললেন প্রধান উপদেষ্টা
জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা চায় ইসি
শেখ হাসিনা ও আ.লীগের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে: জাতিসংঘ
গণ-অভ্যুত্থানে নিহত হয়েছেন ৪৪ পুলিশ কর্মকর্তা: জাতিসংঘ
আদমদীঘিতে ৯৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বিশ্বনেতাদের সামনে মোদিকে পাত্তা দিলেন না ফ্রান্সের প্রেসিডেন্ট!
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন মেহেদী হাসান মিরাজ
আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি, ৭ দিনের মধ্যে বিপ্লবী সরকারের ডাক দিমু: কাফি