রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০
ছবি: সংগৃহীত
মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে স্থানীয় উদ্ধারকর্মী এবং আরাকান আর্মি নামের একটি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী। জান্তা বাহিনীর এই হামলায় ৫০০-এরও বেশি বাড়িঘর পুড়ে গেছে বলে জানা গেছে।
রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে আরাকান আর্মি। গত বছর এই সশস্ত্র গোষ্ঠী রাজ্যের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং রাজধানী সিত্তে থেকে অন্যান্য অঞ্চলের সংযোগ বিচ্ছিন্ন করে। বুধবার দুপুরে রামরি দ্বীপের কিয়াউক নি মাউ শহরে এই বিমান হামলা চালানো হয়।
হামলার পর ধ্বংসাবশেষে পুড়ে যাওয়া বাড়িঘরের মাঝে স্থানীয় বাসিন্দাদের হতভম্ব অবস্থায় হাঁটতে দেখা গেছে। স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আহতদের জন্য চিকিৎসা সহায়তা পাঠানো কঠিন হয়ে পড়েছে কারণ পরিবহন ব্যবস্থা নাজুক এবং চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে।
রামরি দ্বীপে চীনের অর্থায়নে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প রয়েছে। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্রকল্পটির কাজ দীর্ঘদিন ধরে স্থগিত। এদিকে, জান্তা বাহিনী দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে একাধিক ফ্রন্টে সংঘাতে লিপ্ত।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, মিয়ানমারের চলমান সংঘাতে ৩৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা গত বছরের তুলনায় ১৫ লাখ বেশি। ২০২৫ সালে দেশের এক তৃতীয়াংশ জনসংখ্যারও বেশি মানুষের সহায়তার প্রয়োজন হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
সূত্র: এএফপি