সিরিয়ায় বিদ্রোহীদের ক্ষোভ: বাশারের বাবার ভাস্কর্য ধ্বংস
ছবি: সংগৃহীত
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের বিরুদ্ধে ক্রমবর্ধমান ক্ষোভ এবার নতুন মাত্রা পেল। বিদ্রোহীরা ভেঙে ফেলেছে বাশারের বাবা, সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদের একটি ভাস্কর্য। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দামেস্কের শহরতলীতে অবস্থিত হাফিজ আল-আসাদের ওই ভাস্কর্যটি বিদ্রোহীরা ধ্বংস করে। ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ জনতা আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে বিশেষ যন্ত্র ব্যবহার করে ভাস্কর্যটির মাথা আলাদা করে ফেলে। পরে সেটি ট্রাকে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
এই ঘটনার পাশাপাশি, সিরিয়ায় বিদ্রোহীরা দ্রুত তাদের নিয়ন্ত্রণ বিস্তার করছে। শনিবার একদিনে তারা দারা, কুনিত্রা, সাওয়াদা ও হোমস শহর দখল করে নেয়। এরপর বিদ্রোহীদের মনোযোগ এখন রাজধানী দামেস্কের দিকে।
রোববার ভোররাতে বিদ্রোহীদের মুখপাত্র লে. কর্নেল হাসান আবদুল গনি জানিয়েছেন, তারা ইতিমধ্যে দামেস্কের আশপাশের এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এখন তাদের লক্ষ্য রাজধানী দখল করা।
সিরিয়ার রাজনৈতিক সংকট ও বিদ্রোহীদের অগ্রগতি শাসনব্যবস্থাকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। একদিকে বিদ্রোহীদের শক্তিশালী অবস্থান, অন্যদিকে সরকারের দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা দেশটিতে আরও অনিশ্চয়তার সৃষ্টি করছে।
বিশ্লেষকরা মনে করছেন, বিদ্রোহীদের এই অগ্রযাত্রা সিরিয়ার বর্তমান শাসনব্যবস্থার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে এবং শিগগিরই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।