ভারতে ধর্মীয় বিদ্বেষের মুখে বাড়ি ছাড়তে বাধ্য মুসলিম দম্পতি
ছবি: সংগৃহীত
উত্তর প্রদেশের মুরাদাবাদ শহরের একটি অভিজাত আবাসিক এলাকায় মুসলিম দম্পতিকে বাড়ি কিনে সেখানে বসবাস করতে বাধা দিয়েছে হিন্দু প্রতিবেশীরা। ধর্মীয় কারণে তাদের প্রতিবেশীদের কাছ থেকে এমন বৈরী আচরণ পেয়ে ওই দম্পতি নতুন কেনা বাড়িটি বিক্রি করতে বাধ্য হন।
মুরাদাবাদের টিডিআই সিটির হাউজিং সোসাইটিতে ড. অশোক বাজাজ নামের একজন হিন্দু ব্যক্তি তার বাড়ি বিক্রি করেন এক মুসলিম দম্পতির কাছে। এ খবর জানার পর স্থানীয় হিন্দু প্রতিবেশীরা মঙ্গলবার রাতে প্রতিবাদ শুরু করেন। প্রতিবেশীরা দাবি করেন, তারা ওই এলাকায় মুসলিম পরিবার থাকতে দেবেন না।
এক প্রতিবেশী মেঘা অরোরা বলেন, “আমাদের স্থানীয় মন্দিরের সামনে মুসলিম পরিবার থাকবে, এটা আমরা মেনে নিতে পারি না। আমাদের নারীদের নিরাপত্তার বিষয়ও এতে জড়িত।” প্রতিবেশীদের দাবির মুখে প্রশাসন এবং স্থানীয় নেতাদের হস্তক্ষেপে মুসলিম দম্পতি তাদের নতুন কেনা বাড়ি একজন হিন্দু পরিবারকে বিক্রি করে দিতে সম্মত হন।
এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে ভারতের ধর্মীয় সহাবস্থানের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন।
কমেডিয়ান আকাশ ব্যানার্জি এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, “একজন ডাক্তার আরেক ডাক্তারের কাছে বাড়ি বিক্রি করেছেন। কিন্তু এটি একটি অভিজাত হাউজিং সোসাইটিতে এত বড় বিতর্ক সৃষ্টি করবে কেন?”
কমিউনিস্ট পার্টি অভ ইন্ডিয়া-র (মার্ক্সিস্ট) এমপি জন ব্রিটাস মন্তব্য করেছেন, “জাতি হিসেবে বৈচিত্র্যের ঐক্য নিয়ে আমরা গর্ব করি। কিন্তু এই ধরনের ঘটনা আমাদের গভীর লজ্জিত করে।”
ভারতে সংখ্যালঘু মুসলিমদের প্রতি বৈষম্য নতুন কিছু নয়। বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিমদের ওপর হামলা এবং ঘৃণামূলক বক্তব্যের ঘটনা ক্রমেই বাড়ছে। এ ধরনের ঘটনা প্রমাণ করে, ধর্মীয় মেরুকরণ ভারতীয় সমাজে গভীরভাবে প্রভাব ফেলছে।
মুরাদাবাদের এই ঘটনা শুধু স্থানীয় দ্বন্দ্ব নয়, বরং বৃহত্তর ভারতীয় সমাজের একটি প্রতিচ্ছবি। এটি দেশের ধর্মীয় সহাবস্থানের জন্য একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে।