বুধবার, ২০ নভেম্বর ২০২৪ | ৪ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নাইজেরিয়ায় রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার ঐতিহ্যবাহী রাজা সেগুন আরেমুকে প্রাসাদে ঢুকে গুলি করে হত্যা করে রানিকেও অপহরণ করেছে দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একটি সশস্ত্র গোষ্ঠী। এ সময় রাজার স্ত্রীর সঙ্গে থাকা আরও একজনকে অপহরণ করেছে বন্দুকধারীরা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসি জানিয়েছে, সেগুন আরেমু একজন অবসরপ্রাপ্ত জেনারেল ও রাজা। তার আনুষ্ঠানিক উপাধি কোরোর ওলুকোরো। তার ওপর হামলা করা বন্দুকধারীরা কারা বা তারা কোনো মুক্তিপণ দাবি করছে কি না, তা স্পষ্ট নয়।

অপহরণের ঘটনা মোকাবিলায় নাইজেরিয়ায় জরুরি অবস্থা জারির দাবি ওঠার দিন কয়েকের মধ্যেই এই হত্যা ও অপহরণের ঘটনা ঘটল।

প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে দেশটির সুশীল সমাজের ৫০টি সংগঠন জরুরি অবস্থা জারির দাবি জানাচ্ছে। তারা বলছে, গতবছর মে মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে ১ হাজার ৮০০’র বেশি মানুষ অপহৃত হয়েছে।

রাজা আরেমু হত্যাকাণ্ডকে বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য আখ্যা দিয়েছেন গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক। তিনি বলেছেন, এ ঘটনায় দায়ীদের আটক করবে কর্তৃপক্ষ।

তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ সপ্তাহের শুরুর দিকে অপহরণকারীরা কাছের একিতি রাজ্যে পাঁচ স্কুলশিশু এবং চার শিক্ষককে জিম্মি করে তাদের মুক্তির জন্য বড় অঙ্কের মুক্তিপণ দাবি করেছে।

বুধবার রাতে রাজধানী আবুজার বোয়ারি শহরতলীতে অপহৃত হয়েছে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। এই এলাকার কাছেই আরেকটি বাড়ি থেকে গতমাসে ছয় বোনকে তাদের বাবাসহ অপহারণ করা হয়েছিল। মুক্তিপণ দিতে দেরির কারণে ওই ছয় বোনের একজনকে মেরে ফেলা হয়।

Header Ad

বছরের শেষ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা: ভোরে জমজমাট লড়াই

ছবি: সংগৃহীত

২০২৪ সাল শেষ হতে বাকি দেড় মাস। তবে আন্তর্জাতিক ফুটবলের জন্য এই বছর বিদায় নিতে যাচ্ছে খুব শিগগিরই। আর সেই বিদায়ের আগমুহূর্তে মাঠে নামছে লাতিন ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার ভোরে মুখোমুখি হবে দল দুটি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেরুর বিপক্ষে লড়বে বাংলাদেশ সময় সকাল ৬টায়। তবে এই ম্যাচের আগে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে লিওনেল স্কালোনির দল। প্যারাগুয়ের বিপক্ষে তিক্ত হার সামলে ওঠার চেষ্টা করলেও দলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। অন্তত ছয়জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাঠের বাইরে। সবশেষ ক্রিশ্চিয়ান রোমেরো চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন।

প্র্যাকটিস সেশনে বেশ কয়েকটি পরিবর্তনের আভাস দিয়েছেন স্কালোনি। গণমাধ্যম সূত্রে জানা গেছে, রক্ষণভাগে কুতি রোমেরোর জায়গায় নিকোলাস বালের্দি এবং নাহুয়েল মোলিনার বদলে খেলবেন গঞ্জালো মন্তিয়েল। তবে স্কালোনি ম্যাচের আগের দিন কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে, সকাল ৬টা ৪৫ মিনিটে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। দরিভাল জুনিয়রের অধীনে কোপা আমেরিকায় হতাশাজনক পারফরম্যান্স এবং টানা খারাপ ফলাফল সেলেসাওদের চাপে রেখেছে। যদিও অক্টোবর উইন্ডোতে টানা দুই জয় নিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল ব্রাজিল, তবে শেষ ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে আবার ছন্দ হারিয়েছে তারা।

উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের শেষ স্মৃতিও সুখকর নয়। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল দলটিকে। তবে এবার জয়ের মাধ্যমে বছর শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে, সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে কলম্বিয়া। আর ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ব্রাজিল।

আর্জেন্টিনা-পেরু ও ব্রাজিল-উরুগুয়ে ম্যাচগুলো শুধু বছরের শেষ আন্তর্জাতিক ফুটবল নয়, বরং বিশ্বকাপ বাছাইপর্বের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই লাতিন পরাশক্তির ভক্তরা ভোরে ঘুম ছেড়ে দেখতে বসবেন জমজমাট লড়াই।

Header Ad

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত: সাত দিনের মধ্যে কমিটি গঠনের আশ্বাস

ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলন আপাতত স্থগিত করেছেন শিক্ষার্থীরা। সাত কর্মদিবসের মধ্যে বিষয়টি যাচাই-বাছাই করতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হওয়ায় এই ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলামের সঙ্গে তিতুমীর কলেজের ১৪ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ৪৫ মিনিটের এই বৈঠকে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটি গঠনের পর সময়সীমা নির্ধারণ করে কাজ শুরু করবে।

তিতুমীর ঐক্যের সদস্য মতিউর রহমান জয় জানান, “সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তকে আমরা ইতিবাচক মনে করছি। সাত দিনের মধ্যে কমিটি গঠনের আশ্বাস পাওয়ায় আপাতত আন্দোলন স্থগিত করছি। তবে, প্রতিশ্রুতি বাস্তবায়নে বিলম্ব হলে আমরা আবারো বৃহৎ আন্দোলনে যাব।”

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা গত সোমবার (১৮ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি পালন করছিলেন। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে এই দাবি উপেক্ষিত হওয়ায় তারা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হন।

শিক্ষার্থীদের ১৪ সদস্যের প্রতিনিধি দল শিক্ষামন্ত্রণালয়ের বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন মাহমুদ হাসান মুক্তার, মোশাররফ রাব্বি, নেয়েক নূর মোহাম্মদ, আব্দুল হামিদ, নূরুদ্দিন জিসান, মতিউর রহমান জয়, জাহাঙ্গীর সানি, মেহেদী হাসান মাল, আমিনুল ইসলাম, মোহাম্মদ বেল্লাল, আল নোমান নিরব, হাবিবুল্লাহ রনি, মো. তোয়াহা ও কাউসার।

আন্দোলনের অন্যতম সংগঠক জাভেদ ইকবাল বলেন, “সরকারের পক্ষ থেকে আলোচনা করার আহ্বানে আমরা সাড়া দিয়েছি। তবে যদি প্রতিশ্রুতির বাস্তবায়ন না হয়, আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।”

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন হলে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা।

Header Ad

যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন হামলা করেছে। আজ মঙ্গলবার এই হামলা হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন আজ সকালে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় হামলা করেছে। পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং একটি ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর কথা ইউক্রেনের গণমাধ্যমেও উঠে এসেছে। তবে এ বিষয়ে এখনো ইউক্রেন সরকারের বক্তব্য পাওয়া যায়নি।

বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সময় বেলা ৩টা ২৫ মিনিটে এই হামলা চালানো হয়েছে। একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার পর আগুন ধরে যায়। দ্রুত ওই আগুন নেভানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী নিশ্চিত করে যে তারা রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় একটি গোলাবারুদের গুদামে হামলা চালিয়েছে। তবে এই হামলায় এটিএসিএমএস ব্যবহার করা হয়েছে কি না, সেটা তারা নিশ্চিত করেনি।

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের মতো দূরে কারাচেভ শহরের কাছে একটি ডিপোতে ওই হামলা হয়েছে। হামলার পর ১২টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে ইউক্রেনের সংবাদমাধ্যম জানিয়েছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

এদিকে আজই এই হামলার আগে রাশিয়ার পরমাণুনীতিতে পরিবর্তন এনেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাতে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন নিয়ে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। এর মধ্য দিয়ে ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক অস্ত্র হামলা চালানোর ঝুঁকি তৈরি হয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

বছরের শেষ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা: ভোরে জমজমাট লড়াই
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত: সাত দিনের মধ্যে কমিটি গঠনের আশ্বাস
যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা
দুই লাখ কর্মী নেবে জার্মানি: নতুন সুযোগ অভিবাসনপ্রত্যাশীদের জন্য
সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান
এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকে তলব
প্রকাশ্যে এল নুসরাতের প্রাক্তনের প্রেম ও প্রেমিকা
নামের আগে উপাধি ব্যবহার না করার অনুরোধ তারেক রহমানের
হাসান মুরাদের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের দাপট
টাকার সংকটে বেক্সিমকোর ২৪ কারখানা বন্ধ: শ্রমিকদের বেতন পরিশোধ অনিশ্চিত
হাতে হাত রাখা সেই যুবককে প্রকাশ্যে আনলেন পরীমণি
এবার ৬৫৪ কোটি টাকায় দুবাইয়ে বাড়ি কিনলেন নেইমার
৩ দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ হাইকোর্টের
ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা তিতুমীরের মৃত্যুবার্ষিকী আজ
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই: ড. মুহাম্মদ ইউনূস
কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারির আত্মপ্রকাশ
কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি অযৌক্তিক: আইন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না: অর্থ উপদেষ্টা
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে অধ্যাদেশ জারি
বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ২০০ টাকা